ETV Bharat / city

উপরে লাল ঝান্ডা, ভিতরে পদ্মফুল এই রাজনীতি চলবে না : জিতেন্দ্র

আসানসোল লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জির সহকর্মীরা CPI(M) ছেড়ে গতকাল রানিগঞ্জে মুনমুন সেনের প্রচার সভায় তৃণমূলে যোগ দেন। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আসানসোলের মেয়র বলেন, "কাস্তে-হাতুড়ি-তারা নিয়ে ঘুরবে আর পদ্মফুলে ভোট দেবে এটা চলবে না।"

আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি
author img

By

Published : Apr 3, 2019, 8:39 AM IST

Updated : Apr 3, 2019, 12:32 PM IST

রানিগঞ্জ, 3 এপ্রিল: "কাজ করব আমরা। আপনাদের ঘরে ঢিল পড়লে বাঁচাতে আসব আমরা। আর ভোটের সময় আপনারা ভোট দেবেন BJP-কে। ভাই নেড়া বেলতলায় একবারই যায়, বারবার না। এই ভুল আর হবে না।" রানিগঞ্জের সিয়ারসোল এলাকায় তৃণমূল প্রার্থী মুনমুন সেনের হয়ে ভোট প্রচারে এসে এলাকার CPI(M) নেতা কর্মীদের লক্ষ্য করে এই মন্তব্য করলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

ভিডিয়োয় শুনুন জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য

গতকাল রানিগঞ্জে আসানসোল লোকসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জির সহকর্মীরা তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। সভামঞ্চে উপস্থিত ছিলেন এলাকার অন্য তৃণমূল নেতা ও কাউন্সিলররা।

জিতেন্দ্র তিওয়ারি আরও বলেন, "যাঁরা মনে করবেন আমাদের সঙ্গে আসবেন, চলে আসবেন। কিন্তু যাঁরা মনে করবেন আমাদের সঙ্গে আসবেন না, তাঁরা কিন্তু অবশ্যই লাল ঝান্ডাকে ভোট দেবেন। উপরে উপরে লাল ঝান্ডা, ভিতরে ভিতরে পদ্মফুল এই রাজনীতি এখানে চলতে দেব না। কাস্তে-হাতুড়ি-তারা নিয়ে ঘুরবে আর পদ্মফুলে ভোট দেবে এটা চলবে না।"

রানিগঞ্জ, 3 এপ্রিল: "কাজ করব আমরা। আপনাদের ঘরে ঢিল পড়লে বাঁচাতে আসব আমরা। আর ভোটের সময় আপনারা ভোট দেবেন BJP-কে। ভাই নেড়া বেলতলায় একবারই যায়, বারবার না। এই ভুল আর হবে না।" রানিগঞ্জের সিয়ারসোল এলাকায় তৃণমূল প্রার্থী মুনমুন সেনের হয়ে ভোট প্রচারে এসে এলাকার CPI(M) নেতা কর্মীদের লক্ষ্য করে এই মন্তব্য করলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

ভিডিয়োয় শুনুন জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য

গতকাল রানিগঞ্জে আসানসোল লোকসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জির সহকর্মীরা তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। সভামঞ্চে উপস্থিত ছিলেন এলাকার অন্য তৃণমূল নেতা ও কাউন্সিলররা।

জিতেন্দ্র তিওয়ারি আরও বলেন, "যাঁরা মনে করবেন আমাদের সঙ্গে আসবেন, চলে আসবেন। কিন্তু যাঁরা মনে করবেন আমাদের সঙ্গে আসবেন না, তাঁরা কিন্তু অবশ্যই লাল ঝান্ডাকে ভোট দেবেন। উপরে উপরে লাল ঝান্ডা, ভিতরে ভিতরে পদ্মফুল এই রাজনীতি এখানে চলতে দেব না। কাস্তে-হাতুড়ি-তারা নিয়ে ঘুরবে আর পদ্মফুলে ভোট দেবে এটা চলবে না।"

Intro:যদি - " এক বাপের বেটা হও ! এখানে সব সিপিএম নেতা কে বলছি । কাস্তে হাতুড়ি তারা নিয়ে ঘুরবে আর পদ্মফুল কে ভোট দেবে ! তুমি যদি বাপের বেটা হও ! তাহলে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন ভোট দাও । এমনই মঞ্চে দাঁড়িয়ে বললেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি


Body:আজ রানীগঞ্জের সিয়ারসোল এলাকায় আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেনের ভোট প্রচার জনসভা ছিল । সেই জনসভায় উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি । সঙ্গে ছিলেন অন্যান্য কাউন্সিলর ও তৃণমূলের নেতারা । মুনমুন সেনের ভোট প্রচারে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আসানসোলের মেয়র বললেন । যদি - " এক বাপের বেটা হও ! এখানে সব সিপিএম নেতা কে বলছি । কাস্তে হাতুড়ি তারা নিয়ে ঘুরবে আর পদ্মফুল কে ভোট দেবে ! তুমি যদি বাপের বেটা হও ! তাহলে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন ভোট দাও "


Conclusion:অন্যদিকে মুনমুন সেনের জনসভায় সিপিএম এর প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জী সহ কর্মীরা যোগ দিলেন তৃণমূলের । সিপিএম থেকে ছেড়ে আসা কর্মীদের দলীয় পতাকা হাতে তুলে দিলেন আসানসোল মেয়র জিতেন্দ্র তিওয়ারি । ভোটের মুখে বাম শিবিরে বড়োসড়ো ভাঙ্গন ।
Last Updated : Apr 3, 2019, 12:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.