আসানসোল, ১ অগাস্ট : কয়লা খনির কোনও কর্মী কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলে এবার সেই কর্মীর সন্তানকে তৎক্ষণাৎ চাকরি ও ক্ষতিপূরণ প্রদান করবে কয়লা মন্ত্রক । বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল ECL। কয়লা মন্ত্রকের এই পদক্ষেপে কোলইন্ডিয়ার চার লাখ খনি শ্রমিক উপকৃত হবেন ৷
এই পরিস্থিতিতেও খনিতে শ্রমিকরা কাজ করছেন ৷ তাই যদি কোনও খনি শ্রমিক কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাহলে সেই মৃত্যুকে খনিতে দুর্ঘটনার সমান ধরা হবে ৷ সেক্ষেত্রে সেই কর্মীর পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেবে কয়লা মন্ত্রক ৷ বৃহস্পতিবার রাঁচিতে এই ঘোষণা করেন কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশি ৷ কয়লা মন্ত্রীর এই ঘোষণায় কোল ইন্ডিয়ার চার লাখ খনি শ্রমিক উপকৃত হবেন ৷
গতমসেই ECL-এর এক কর্মীর শরীরে ধরা পড়ে কোরোনা সংক্রমণ ৷ তারপরই চিন্তায় পড়ে ছিলেন ECL-র উচ্চপদস্থ আধিকারিকেরা ৷