আসানসোল, 8 জুন : জলে ডুবে মৃত্যু হয়েছে ছেলের, এই খবর পাওয়ে মাত্রই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক ব্যক্তি ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর এলাকায় ৷ মৃত ক্রিস্ট মণ্ডল(১৫) এবং তার বাবা ধীরজ মণ্ডল(৪৫) ৷ মৃতেরা সালানপুরের লেফট ব্যাঙ্ক কলোনী এলাকার বাসিন্দা ।
সালানপুরের লেফট ব্যাঙ্ক কলোনীর ধীরাজ মণ্ডল পেশায় দিনমজুর । রাজমিস্ত্রীদের সঙ্গে যোগানের কাজ করেন । আজ তিনি অন্যান্য দিনের মতই কাজে গিয়েছিলেন । কুলটির চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত বিবেকানন্দ নগর এলাকায় কাজ চলছিল তাঁর ।
অন্যদিকে দুপুরে মা ও আত্মীয়দের সঙ্গে কল্যানেশ্বরীর কাছে বরাকর নদীর অমর ঝর্নায় স্নান করতে গিয়েছিল ক্রিস্ট মণ্ডল । স্নান করতে গিয়ে সে হঠাৎ অসাবধান হয়ে তলিয়ে যায় ৷ ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগায় । প্রায় একঘন্টা ধরে খোঁজাখুঁজির পর উদ্ধার হয় ক্রিস্ট মণ্ডলের মৃতদেহ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠান হয় ।
অন্যদিকে ছেলের মৃত্যুর খবর পেয়েই বিবেকানন্দ নগর এলাকাতেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ধীরাজ মণ্ডল । চিকিৎসকরা পরীক্ষা করে জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ধীরাজের । এই ঘটনা জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে সালানপুরের লেফট ব্যাঙ্ক এলাকায় ।
আরও পড়ুন : আসানসোলের ডিআরএমের নাম করে প্রতারণা, ধৃত 2