ETV Bharat / city

কিশোর শরণদীপ খুনের ঘটনায় গ্রেপ্তার বাবা ভূপিন্দর

তদন্তে নেমে প্রথম থেকেই ভূপিন্দরকে সন্দেহের তালিকায় রেখেছিল পুলিশ । তদন্ত যত এগিয়েছে, ততই ভূপিন্দরের প্রতি সন্দেহ জোরালো হয়েছে তদন্তকারীদের । গতরাতে ভূপিন্দরকে গ্রেপ্তার করা হয় । যদিও ভূপিন্দরের দাবি, সে খুন করেনি । "নিজের ছেলেকে কি বাবা মারতে পারে ?" প্রশ্ন তার ।

Father arrested in association with young sharandeep murder case
শরণদীপ খুনের ঘটনায় ধৃত বাবা
author img

By

Published : Jun 3, 2020, 1:15 PM IST

আসানসোল, ৩ জুন : আসানসোলে কিশোর খুনের ঘটনায় শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হল তার বাবাকে । আজ অভিযুক্ত ভূপিন্দর সিংকে আসানসোল মহকুমা আদালতে তোলা হয় । তার বিরুদ্ধে খুন, খুনের ঘটনাকে চাপা দেওয়া এবং বেআইনি অস্ত্র রাখা ও ব্যবহারের ধারায় মামলা রুজু করা হয়েছে । যদিও ধৃত ভূপিন্দর সিংয়ের দাবি, সে নির্দোষ । তাকে ফাঁসানো হয়েছে।

সোমবার রাতে হীরাপুর থানার অন্তর্গত রাধানগর রোড পঞ্জাবি পাড়া এলাকায় নিজের বাড়িতে উদ্ধার হয় শরণদীপ সিংয়ের গুলিবিদ্ধ মৃতদেহ । তার কপালে গুলি লেগেছিল । শরণদীপের বাবা ভূপিন্দর সিং দাবি করেছিলেন, ঘটনার সময় তিনি দোকানে গিয়েছিলেন এবং বাড়ি তালাবন্ধ করে বেরিয়েছিলেন । ফিরে এসে তালা খুলে দেখে, ছেলের মৃতদেহ ঘরের মধ্যে পড়ে আছে ।

তালা-বন্ধ ঘরে কীভাবে ওই কিশোর খুন হল তা নিয়ে প্রথম থেকেই ধন্দ তৈরি হয়েছিল পুলিশের মনে । কিশোরের বাবা ভূপিন্দর সিং দাবি করেছিল, বাড়ির জানালা খোলা ছিল, সেখান থেকেই কেউ গুলি চালিয়ে মেরে ফেলেছে ছেলেকে । এই তত্ত্বে বিশ্বাস করেনি পুলিশ । তাই দফায় দফায় ভূপিন্দরকে জিজ্ঞাসাবাদ করা হয় । প্রাথমিকভাবে পুলিশ অনুমান করেছিল, যদি শরণদীপ আত্মহত্যা করে তাহলে ঘটনাস্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হত । তা পাওয়া যায়নি । জানালার বাইরে থেকে যদি গুলি করা হয়, তাহলে কপালে আরও বড় গর্ত হত কিংবা খুলি উড়ে যাওয়ার সম্ভাবনা ছিল । এক্ষেত্রে তাও হয়নি । মনে করা হয়, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়েছে ।

তদন্তের গতি প্রকৃতি যত এগিয়েছে ভূপিন্দরের প্রতি পুলিশের সন্দেহ তত বেড়েছে । শেষ পর্যন্ত গতরাতে গ্রেপ্তার করা হয় ভূপিন্দরকে । পুলিশের দাবি, জেরার মুখে খুনের কথা ভূপিন্দর স্বীকার করেছে । যদিও খুনের মোটিভ কী, তা নিয়ে পুলিশ খোলসা করেনি । আজ ধৃতকে আসানসোল মহকুমা আদালতে তোলা হয় । তাঁঁর বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩০২, ২০১ এবং অস্ত্র আইনের ২৫ ও ২৭ (এ) খুন, খুনের পর তথ্য গোপন এবং বেআইনি অস্ত্র রাখা ও ব্যবহারের মামলা রুজু করা হয়েছে । যদিও ভূপিন্দর সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, “নিজের ছেলেকে কি বাবা মারতে পারে ?”

আসানসোল, ৩ জুন : আসানসোলে কিশোর খুনের ঘটনায় শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হল তার বাবাকে । আজ অভিযুক্ত ভূপিন্দর সিংকে আসানসোল মহকুমা আদালতে তোলা হয় । তার বিরুদ্ধে খুন, খুনের ঘটনাকে চাপা দেওয়া এবং বেআইনি অস্ত্র রাখা ও ব্যবহারের ধারায় মামলা রুজু করা হয়েছে । যদিও ধৃত ভূপিন্দর সিংয়ের দাবি, সে নির্দোষ । তাকে ফাঁসানো হয়েছে।

সোমবার রাতে হীরাপুর থানার অন্তর্গত রাধানগর রোড পঞ্জাবি পাড়া এলাকায় নিজের বাড়িতে উদ্ধার হয় শরণদীপ সিংয়ের গুলিবিদ্ধ মৃতদেহ । তার কপালে গুলি লেগেছিল । শরণদীপের বাবা ভূপিন্দর সিং দাবি করেছিলেন, ঘটনার সময় তিনি দোকানে গিয়েছিলেন এবং বাড়ি তালাবন্ধ করে বেরিয়েছিলেন । ফিরে এসে তালা খুলে দেখে, ছেলের মৃতদেহ ঘরের মধ্যে পড়ে আছে ।

তালা-বন্ধ ঘরে কীভাবে ওই কিশোর খুন হল তা নিয়ে প্রথম থেকেই ধন্দ তৈরি হয়েছিল পুলিশের মনে । কিশোরের বাবা ভূপিন্দর সিং দাবি করেছিল, বাড়ির জানালা খোলা ছিল, সেখান থেকেই কেউ গুলি চালিয়ে মেরে ফেলেছে ছেলেকে । এই তত্ত্বে বিশ্বাস করেনি পুলিশ । তাই দফায় দফায় ভূপিন্দরকে জিজ্ঞাসাবাদ করা হয় । প্রাথমিকভাবে পুলিশ অনুমান করেছিল, যদি শরণদীপ আত্মহত্যা করে তাহলে ঘটনাস্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হত । তা পাওয়া যায়নি । জানালার বাইরে থেকে যদি গুলি করা হয়, তাহলে কপালে আরও বড় গর্ত হত কিংবা খুলি উড়ে যাওয়ার সম্ভাবনা ছিল । এক্ষেত্রে তাও হয়নি । মনে করা হয়, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়েছে ।

তদন্তের গতি প্রকৃতি যত এগিয়েছে ভূপিন্দরের প্রতি পুলিশের সন্দেহ তত বেড়েছে । শেষ পর্যন্ত গতরাতে গ্রেপ্তার করা হয় ভূপিন্দরকে । পুলিশের দাবি, জেরার মুখে খুনের কথা ভূপিন্দর স্বীকার করেছে । যদিও খুনের মোটিভ কী, তা নিয়ে পুলিশ খোলসা করেনি । আজ ধৃতকে আসানসোল মহকুমা আদালতে তোলা হয় । তাঁঁর বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩০২, ২০১ এবং অস্ত্র আইনের ২৫ ও ২৭ (এ) খুন, খুনের পর তথ্য গোপন এবং বেআইনি অস্ত্র রাখা ও ব্যবহারের মামলা রুজু করা হয়েছে । যদিও ভূপিন্দর সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, “নিজের ছেলেকে কি বাবা মারতে পারে ?”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.