ETV Bharat / city

ETV Bharat News Impact : ইটিভি ভারতের খবরের জের, স্বপ্নের নীড় পেলেন আসানসোলের কিশোরকণ্ঠী

author img

By

Published : Nov 2, 2021, 4:12 PM IST

Updated : Nov 2, 2021, 6:28 PM IST

ইটিভি ভারতের খবরের জের ৷ নতুন বাড়ির চাবি হাতে পেলেন ‘আসানসোলের কিশোরকুমার’ দুর্গা রানা ৷ দুঃস্থ সঙ্গীতশিল্পীর জন্য বাড়ি তৈরি করে দেয় আসানসোল পৌর প্রশাসন ৷

ETV Bharat news impact : poor artist got new home in asansol
ETV Bharat News Impact : ইটিভি ভারতের খবরের জেরে স্বপ্নের নীর পেলেন আসানসোলের কিশোরকণ্ঠী

আসানসোল, 2 নভেম্বর : শেষ পর্যন্ত নতুন বাড়ি পেলেন ‘আসানসোলের কিশোরকুমার’ দুর্গা রানা ৷ মঙ্গলবার আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় নতুন বাড়ির চাবি তুলে দেন শিল্পী দুর্গা রানার হাতে ৷ উল্লেখ্য, ইটিভি ভারতই প্রথম দুর্গা রানার দুর্দশার ছবি তুলে ধরেছিল ৷ তার জেরেই তাঁর মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত হয়েছে বলে মনে করেন প্রবীণ শিল্পী ৷ এর জন্য ইটিভি ভারতের সংশ্লিষ্ট প্রতিনিধিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷ সংবাদমাধ্যমের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন মুখ্য পৌরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ও ৷ একই সুর শোনা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের গলাতেও ৷

আরও পড়ুন : অবশেষে শুরু হল আসানসোলের ‘কিশোর কুমার’-এর বাড়ি তৈরির কাজ

পশ্চিম বর্ধমানের কুলটির বাসিন্দা সঙ্গীতশিল্পী দুর্গা রানা ৷ 10 ফুট বাই 10 ফুটের একটি ঘরই ছিল তাঁর বাসস্থান ৷ সেখানেই স্ত্রী ও ছেলেকে নিয়ে কোনও মতে দিন গুজরান করতেন শিল্পী ৷ কিশোরকণ্ঠী হওয়ায় শিল্পী হিসাবে বরাবরই সুনাম ছিল দুর্গার ৷ কিন্তু, করোনাকালে লকডাউনের সময় অনুষ্ঠান করার বরাত আর পেতেন না তিনি ৷ আগে ছোটখাটো একটি চাকরি করতেন ৷ অসুস্থতার কারণে সেই কাজেও নিয়মিত যেতে পারতেন না দুর্গা ৷ দিন কাটছিল কখনও অর্ধাহার, আবার কখনও অনাহারে ৷

ইটিভি ভারতে এই খবর প্রকাশ হওয়ার পরই আসানসোলের তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি দুর্গা রানার বাড়ি যান ৷ তাঁর অবস্থা দেখে আর্থিক সহায়তা করার পাশাপাশি একটি নতুন বাড়ি তৈরির ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন জিতেন্দ্র ৷ কিন্তু, তিনি মেয়র পদে ইস্তফা দিতেই বন্ধ হয়ে যায় দুর্গা রানার বাড়ি তৈরির কাজ ৷ উপরন্তু তাঁর যে পুরনো ঘরটি ছিল, নতুন বাড়ি তৈরির জন্য সেটিও ভেঙে ফেলা হয় ৷ ফলে আরও বিপদে পড়ে শিল্পীর পরিবার ৷ ফের ইটিভি ভারতে সেই খবর তুলে ধরা হয় ৷ তারপরই নড়েচড়ে বসেন আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় ও প্রাক্তন প্রশাসক অভিজিৎ ঘটক ৷ তাঁরা গিয়ে নতুন করে বাড়ি তৈরির কাজ শুরু করেন ৷ মঙ্গলবার নবনির্মিত সেই বাড়ির চাবি তুলে দেওয়া হল শিল্পী দুর্গা রানার হাতে ৷

আরও পড়ুন : "নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়...", অসহায় অবস্থা আসানসোলের কিশোর কুমারের

এদিন দুর্গা রানা বলেন, ‘‘ইটিভি ভারতকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ৷ তারাই প্রথম আমার অবস্থার কথা জনসমক্ষে তুলে ধরেছিল ৷ তাই আজ আমি বাড়ি পেলাম ৷’’ আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘ইটিভি ভারতকে ধন্যবাদ ৷ ওরা এই খবর করে আমাদের একজন শিল্পীর পাশে থাকার সুযোগ করে দিয়েছেন ৷’’ দুর্গা রানার প্রতিবেশী মানব পাত্র জানান, ‘‘ইটিভি ভারতের খবরের জন্যই স্বপ্নপূরণ হল দুর্গা রানার মতো একজন শিল্পীর ৷’’

আসানসোল, 2 নভেম্বর : শেষ পর্যন্ত নতুন বাড়ি পেলেন ‘আসানসোলের কিশোরকুমার’ দুর্গা রানা ৷ মঙ্গলবার আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় নতুন বাড়ির চাবি তুলে দেন শিল্পী দুর্গা রানার হাতে ৷ উল্লেখ্য, ইটিভি ভারতই প্রথম দুর্গা রানার দুর্দশার ছবি তুলে ধরেছিল ৷ তার জেরেই তাঁর মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত হয়েছে বলে মনে করেন প্রবীণ শিল্পী ৷ এর জন্য ইটিভি ভারতের সংশ্লিষ্ট প্রতিনিধিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷ সংবাদমাধ্যমের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন মুখ্য পৌরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ও ৷ একই সুর শোনা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের গলাতেও ৷

আরও পড়ুন : অবশেষে শুরু হল আসানসোলের ‘কিশোর কুমার’-এর বাড়ি তৈরির কাজ

পশ্চিম বর্ধমানের কুলটির বাসিন্দা সঙ্গীতশিল্পী দুর্গা রানা ৷ 10 ফুট বাই 10 ফুটের একটি ঘরই ছিল তাঁর বাসস্থান ৷ সেখানেই স্ত্রী ও ছেলেকে নিয়ে কোনও মতে দিন গুজরান করতেন শিল্পী ৷ কিশোরকণ্ঠী হওয়ায় শিল্পী হিসাবে বরাবরই সুনাম ছিল দুর্গার ৷ কিন্তু, করোনাকালে লকডাউনের সময় অনুষ্ঠান করার বরাত আর পেতেন না তিনি ৷ আগে ছোটখাটো একটি চাকরি করতেন ৷ অসুস্থতার কারণে সেই কাজেও নিয়মিত যেতে পারতেন না দুর্গা ৷ দিন কাটছিল কখনও অর্ধাহার, আবার কখনও অনাহারে ৷

ইটিভি ভারতে এই খবর প্রকাশ হওয়ার পরই আসানসোলের তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি দুর্গা রানার বাড়ি যান ৷ তাঁর অবস্থা দেখে আর্থিক সহায়তা করার পাশাপাশি একটি নতুন বাড়ি তৈরির ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন জিতেন্দ্র ৷ কিন্তু, তিনি মেয়র পদে ইস্তফা দিতেই বন্ধ হয়ে যায় দুর্গা রানার বাড়ি তৈরির কাজ ৷ উপরন্তু তাঁর যে পুরনো ঘরটি ছিল, নতুন বাড়ি তৈরির জন্য সেটিও ভেঙে ফেলা হয় ৷ ফলে আরও বিপদে পড়ে শিল্পীর পরিবার ৷ ফের ইটিভি ভারতে সেই খবর তুলে ধরা হয় ৷ তারপরই নড়েচড়ে বসেন আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় ও প্রাক্তন প্রশাসক অভিজিৎ ঘটক ৷ তাঁরা গিয়ে নতুন করে বাড়ি তৈরির কাজ শুরু করেন ৷ মঙ্গলবার নবনির্মিত সেই বাড়ির চাবি তুলে দেওয়া হল শিল্পী দুর্গা রানার হাতে ৷

আরও পড়ুন : "নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়...", অসহায় অবস্থা আসানসোলের কিশোর কুমারের

এদিন দুর্গা রানা বলেন, ‘‘ইটিভি ভারতকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ৷ তারাই প্রথম আমার অবস্থার কথা জনসমক্ষে তুলে ধরেছিল ৷ তাই আজ আমি বাড়ি পেলাম ৷’’ আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘ইটিভি ভারতকে ধন্যবাদ ৷ ওরা এই খবর করে আমাদের একজন শিল্পীর পাশে থাকার সুযোগ করে দিয়েছেন ৷’’ দুর্গা রানার প্রতিবেশী মানব পাত্র জানান, ‘‘ইটিভি ভারতের খবরের জন্যই স্বপ্নপূরণ হল দুর্গা রানার মতো একজন শিল্পীর ৷’’

Last Updated : Nov 2, 2021, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.