আসানসোল, 20 জানুয়ারি : 14 দিনের জেল হেপাজতের পর গোরুপাচার কাণ্ডে মূলচক্রী এনামুল হককে আজ পুনরায় আসানসোল সিবিআই কোর্টে তোলা হল। গত 6 জানুয়ারি তাকে তোলা হয়েছিল সিবিআই কোর্টে । বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছিলেন। অন্য আসামিদের সঙ্গেই প্রিজন ভ্যানে জেল থেকে সিবিআই কোর্টে নিয়ে আসা হয় তাকে ।
এক নজরে এনামুলের শুনানি প্রক্রিয়া :
- 7 নভেম্বর : দিল্লিতে গ্রেপ্তার হয় গোরুপাচার কান্ডের মূলচক্রী এনামুল হক। এরপর তার কোরোনা পজিটিভ হওয়ায় চিকিৎসাধীন ছিলেন।
- 11 ডিসেম্বর : আসানসোল সিবিআই কোর্টে হাজিরা দেন এনামুল। তার জেল হেপাজত হয়।
- 19 ডিসেম্বর : হাইকোর্টে আবেদনের ভিত্তিতে সিবিআই 5 দিনের হেপাজতে পায় এনামুলকে।
- 24 ডিসেম্বর : এনামুলকে 5 দিনের সিবিআই হেফাজতের শেষে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল । কিন্তু সেদিন আসানসোল কোর্টে এক আইনজীবীর মৃত্যু হওয়ায় শুনানি হয়নি । বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায় তাকে 5 দিনের জন্য জেলে পাঠান ।
- 30 ডিসেম্বর : এনামুলকে পুনরায় আসানসোল সিবিআই আদালতে তোলা হয় । 8 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায়।
- 6 জানুয়ারি : এনামুলকে সিবিআই আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।
আজ তাকে ফের আসানসোল সিবিআই আদালতে তোলা হয়। কোর্ট কী রায় দেয় এখন সেটাই দেখার বিষয় ।