ETV Bharat / city

Election Campaign of Shatrughan Sinha : আসানসোল উপনির্বাচনের প্রচারে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে খোঁচা ‘বিহারীবাবু’র - Election Campaign of Shatrughan Sinha in Asansol Bypoll

আসানসোল লোকসভার উপনির্বাচনের প্রচারে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Election Campaign of Shatrughan Sinha in Asansol Bypoll) ৷ যেখানে তৃণমূল কর্মীদের ভালবাসায় তিনি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন বলে জানান ৷ সেই সঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করেন বিহারীবাবু ৷

Election Campaign of Shatrughan Sinha in Asansol Bypoll
Election Campaign of Shatrughan Sinha in Asansol Bypoll
author img

By

Published : Mar 22, 2022, 4:50 PM IST

আসানসোল, 22 মার্চ : আসানসোল লোকসভার উপনির্বাচনে জোরকদমে প্রচার শুরু করে দিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Election Campaign of Shatrughan Sinha in Asansol Bypoll) ৷ যেখানে আসানসোলের তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বিহারীবাবুর বার্তা, তৃণমূল কর্মীদের ভালবাসায় তিনি মন্ত্রমুগ্ধই শুধু নন, তিনি বশীভূতও ৷ পাশাপাশি লোকসভা উপনির্বাচনে জিতে, দিল্লিতে আসানসোলের মানুষের দাবি পেশ করবেন বলেও জানান তিনি ৷

এ দিন শত্রুঘ্ন সিনহা মঞ্চে উঠতেই তাঁর সিনেমার ‘‘জিন্দেগি কা নাম দোস্তি, দোস্তি কা নাম জিন্দেগি’’ গানটি বাজানো হয় ৷ আর তাতেই আবেগে ভেসে যান আসানসোল লোকসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী ৷ এদিনের সভায় সরকারি সংস্থার বিলগ্নিকরণের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সরব হন শত্রুঘ্ন সিনহা ৷ পাশাপাশি এফডিআই নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করেন তিনি ৷

আরও পড়ুন : Shatrughan Sinha exclusive: আমি ইতিহাস সৃষ্টি করতে এসেছি, আত্মবিশ্বাসী শত্রুঘ্ন

ভোটে জিতে দিল্লির দরবারে আসানসোলের কথা তুলে ধরার প্রতিশ্রুতিও দিতে শোনা গেল তাঁকে ৷ শত্রুঘ্ন সিনহা বিজেপি ও কংগ্রেসকে নিশানা করে বলেন, ‘‘আসানসোলের সাধারণ মানুষের সমস্যার কথা সংসদে বিজেপি ও কংগ্রেস বলবে না ৷ আসানসোলবাসীর সমস্যার কথা তৃণমূল কংগ্রেসই সংসদে তুলে ধরবে ৷’’

আরও পড়ুন : Shatrughan Sinha Files Nomination : মনোনয়ন জমা দিলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা

দীর্ঘদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর আজ রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম ফের বেড়েছে ৷ যা নিয়ে তৃণমূল প্রার্থী কেন্দ্রকে নিশানা করে বলেন, ‘‘উত্তরপ্রদেশের ভোট মিটে যেতেই রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ পেট্রোল-ডিজেলের দাম বেড়ে গিয়েছে ৷’’ যা নিয়ে শত্রুঘ্ন সিনহা অভিযোগ করলেন, বিজেপির সরকার এভাবেই মানুষের উপরে অত্যাচার করে আসছে ৷ তাই আগামী দিনে কেন্দ্রে ক্ষমতা থেকে বিজেপিকে উৎখাত করতে তৃণমূলকে শক্তিশালী করা প্রয়োজন বলে জানান তিনি ৷

আসানসোল, 22 মার্চ : আসানসোল লোকসভার উপনির্বাচনে জোরকদমে প্রচার শুরু করে দিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Election Campaign of Shatrughan Sinha in Asansol Bypoll) ৷ যেখানে আসানসোলের তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বিহারীবাবুর বার্তা, তৃণমূল কর্মীদের ভালবাসায় তিনি মন্ত্রমুগ্ধই শুধু নন, তিনি বশীভূতও ৷ পাশাপাশি লোকসভা উপনির্বাচনে জিতে, দিল্লিতে আসানসোলের মানুষের দাবি পেশ করবেন বলেও জানান তিনি ৷

এ দিন শত্রুঘ্ন সিনহা মঞ্চে উঠতেই তাঁর সিনেমার ‘‘জিন্দেগি কা নাম দোস্তি, দোস্তি কা নাম জিন্দেগি’’ গানটি বাজানো হয় ৷ আর তাতেই আবেগে ভেসে যান আসানসোল লোকসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী ৷ এদিনের সভায় সরকারি সংস্থার বিলগ্নিকরণের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সরব হন শত্রুঘ্ন সিনহা ৷ পাশাপাশি এফডিআই নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করেন তিনি ৷

আরও পড়ুন : Shatrughan Sinha exclusive: আমি ইতিহাস সৃষ্টি করতে এসেছি, আত্মবিশ্বাসী শত্রুঘ্ন

ভোটে জিতে দিল্লির দরবারে আসানসোলের কথা তুলে ধরার প্রতিশ্রুতিও দিতে শোনা গেল তাঁকে ৷ শত্রুঘ্ন সিনহা বিজেপি ও কংগ্রেসকে নিশানা করে বলেন, ‘‘আসানসোলের সাধারণ মানুষের সমস্যার কথা সংসদে বিজেপি ও কংগ্রেস বলবে না ৷ আসানসোলবাসীর সমস্যার কথা তৃণমূল কংগ্রেসই সংসদে তুলে ধরবে ৷’’

আরও পড়ুন : Shatrughan Sinha Files Nomination : মনোনয়ন জমা দিলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা

দীর্ঘদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর আজ রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম ফের বেড়েছে ৷ যা নিয়ে তৃণমূল প্রার্থী কেন্দ্রকে নিশানা করে বলেন, ‘‘উত্তরপ্রদেশের ভোট মিটে যেতেই রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ পেট্রোল-ডিজেলের দাম বেড়ে গিয়েছে ৷’’ যা নিয়ে শত্রুঘ্ন সিনহা অভিযোগ করলেন, বিজেপির সরকার এভাবেই মানুষের উপরে অত্যাচার করে আসছে ৷ তাই আগামী দিনে কেন্দ্রে ক্ষমতা থেকে বিজেপিকে উৎখাত করতে তৃণমূলকে শক্তিশালী করা প্রয়োজন বলে জানান তিনি ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.