ETV Bharat / city

Women Security: উৎসব মরশুমে আসানসোল-দুর্গাপুরে মহিলাদের সুরক্ষায় ‘শক্তি’ বাহিনী - আইপিএস সুধীর কুমার নীলকান্তম

উৎসবের মরসুমে নারী সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিল আসানসোল-দুর্গাপুর কমিশনারেট ৷ ‘শক্তি’ বাহিনীর সূচনা করলেন শহরের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম ৷ এই শক্তি বাহিনীতে থাকবে মহিলা পুলিশ কর্মীরা ৷ তাঁরা স্কুটিতে করে শহরের বিভিন্ন এলাকায় ঘুরবেন মহিলাদের নিরাপত্তার স্বার্থে ৷

Deployment of Shakti forces for Women Security in Asansol-Durgapur during Festival Time
উৎসবের আসানসোল-দুর্গাপুরে মহিলাদের সুরক্ষায় ‘শক্তি’ বাহিনী
author img

By

Published : Oct 8, 2021, 5:21 PM IST

আসানসোল, 8 অক্টোবর : দুর্গাপুজো এবং তার পরে অন্যান্য উৎসবে নারী সুরক্ষায় এবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন উদ্যোগ ৷ উৎসবের মরসুমে আসানসোল-দুর্গাপুরের রাস্তায় নামানো হচ্ছে ‘শক্তি’ বাহিনীকে ৷ মহিলা পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা প্রতিদিনই বিকেল থেকে রাত পর্যন্ত বাইক এবং স্কুটার নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় টহল দেবেন ৷ কোনওরকম বিপদে পড়লে বা সমস্যা হলে, শক্তি বাহিনীকে পাশে পাবেন আসানসোল-দুর্গাপুরের মহিলারা ৷

আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তমের মস্তিষ্কপ্রসূত এই ‘শক্তি’ বাহিনী ৷ তবে, শুধু উৎসবেই নয় আগামী দিনেও এই শক্তি বাহিনীর গাড়ি এবং কর্মীদের সংখ্যা বাড়িয়ে আসানসোল-দুর্গাপুরের মহিলাদের সুরক্ষা আরও সুদৃঢ় করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার ৷ তিনি জানিয়েছেন, মহিলাদের সমস্যার কথা মহিলারাই বিশেষ করে বুঝতে পারবেন ৷ আর তাই এবার থেকে শহরে টহল দেবে মহিলা পুলিশ ৷ স্কুটিতে দু’জন করে মহিলা পুলিশ শহরের বিভিন্ন অলিগলিতে টহল দেবেন ৷ পাশাপাশি থাকছেন বাইক নিয়ে সিভিক ভলান্টিয়াররাও ৷

উৎসবের আসানসোল-দুর্গাপুরে মহিলাদের সুরক্ষায় ‘শক্তি’ বাহিনী

আরও পড়ুন : Calcutta High Court : পুজোয় আদালতের নির্দেশ মেনেই খরচ করতে হবে অনুদানের টাকা, জানাল হাইকোর্ট

তাঁরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকবেন ৷ কেউ বিপদে পড়ে কন্ট্রোল রুমে জানালে দ্রুত সেখানে পৌঁছে যাবে পুলিশ কর্মীরা ৷ পাশাপাশি রাস্তা ঘাটে কেউ বিপদে পড়লেও, এই শক্তি বাহিনীর পুলিশ কর্মীরা তাঁদের পাশে থাকবে ৷ আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, আপাতত আসানসোল শহরে 5টি এবং দুর্গাপুর শহরের জন্য 3টি স্কুটি ও মোটরসাইকেল থাকছে ৷ প্রতিটিতে দু’জন করে মহিলা পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা থাকবেন ৷ আগামী দিনে এই সংখ্যা আরও বাড়ানো হবে ৷

আরও পড়ুন : Female Priests : এবার দুর্গাপুজোও করতে চান টোলে প্রশিক্ষণপ্রাপ্ত বৈশাখী

আসানসোল, 8 অক্টোবর : দুর্গাপুজো এবং তার পরে অন্যান্য উৎসবে নারী সুরক্ষায় এবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন উদ্যোগ ৷ উৎসবের মরসুমে আসানসোল-দুর্গাপুরের রাস্তায় নামানো হচ্ছে ‘শক্তি’ বাহিনীকে ৷ মহিলা পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা প্রতিদিনই বিকেল থেকে রাত পর্যন্ত বাইক এবং স্কুটার নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় টহল দেবেন ৷ কোনওরকম বিপদে পড়লে বা সমস্যা হলে, শক্তি বাহিনীকে পাশে পাবেন আসানসোল-দুর্গাপুরের মহিলারা ৷

আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তমের মস্তিষ্কপ্রসূত এই ‘শক্তি’ বাহিনী ৷ তবে, শুধু উৎসবেই নয় আগামী দিনেও এই শক্তি বাহিনীর গাড়ি এবং কর্মীদের সংখ্যা বাড়িয়ে আসানসোল-দুর্গাপুরের মহিলাদের সুরক্ষা আরও সুদৃঢ় করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার ৷ তিনি জানিয়েছেন, মহিলাদের সমস্যার কথা মহিলারাই বিশেষ করে বুঝতে পারবেন ৷ আর তাই এবার থেকে শহরে টহল দেবে মহিলা পুলিশ ৷ স্কুটিতে দু’জন করে মহিলা পুলিশ শহরের বিভিন্ন অলিগলিতে টহল দেবেন ৷ পাশাপাশি থাকছেন বাইক নিয়ে সিভিক ভলান্টিয়াররাও ৷

উৎসবের আসানসোল-দুর্গাপুরে মহিলাদের সুরক্ষায় ‘শক্তি’ বাহিনী

আরও পড়ুন : Calcutta High Court : পুজোয় আদালতের নির্দেশ মেনেই খরচ করতে হবে অনুদানের টাকা, জানাল হাইকোর্ট

তাঁরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকবেন ৷ কেউ বিপদে পড়ে কন্ট্রোল রুমে জানালে দ্রুত সেখানে পৌঁছে যাবে পুলিশ কর্মীরা ৷ পাশাপাশি রাস্তা ঘাটে কেউ বিপদে পড়লেও, এই শক্তি বাহিনীর পুলিশ কর্মীরা তাঁদের পাশে থাকবে ৷ আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, আপাতত আসানসোল শহরে 5টি এবং দুর্গাপুর শহরের জন্য 3টি স্কুটি ও মোটরসাইকেল থাকছে ৷ প্রতিটিতে দু’জন করে মহিলা পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা থাকবেন ৷ আগামী দিনে এই সংখ্যা আরও বাড়ানো হবে ৷

আরও পড়ুন : Female Priests : এবার দুর্গাপুজোও করতে চান টোলে প্রশিক্ষণপ্রাপ্ত বৈশাখী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.