ETV Bharat / city

CPI(M) ও BJP-র বিভিন্ন দাবি নিয়ে BDO-অফিসে ঘেরাও কর্মসূচি - রানীগঞ্জ ও জামুরিয়া ব্লক

ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় CPI(M) ও BJP-র দুই দলের কর্মী- সমর্থকেরা । বিভিন্ন দাবি নিয়ে দুই দলের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে । দুই দলের স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় BDO- অফিসে ।

BDO
ঘেরাও কর্মসূচি
author img

By

Published : May 4, 2020, 5:14 PM IST

রানিগঞ্জ ,4 মে : রানীগঞ্জ ও জামুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় CPI(M) ও BJP-র দুই দলের কর্মী- সমর্থকেরা । বিভিন্ন দাবি নিয়ে দুই দলের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে । দুই দলের স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় BDO- অফিসে । রানিগঞ্জ ও জামুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককের অফিসের সামনে পুলিশবাহিনী মোতায়ন করা হয়।

আজ রানিগঞ্জ ও জামুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি নেওয়া হয় । প্রথমে BJP-র পক্ষ থেকে BDO অফিসের গেটের বাইরে বসে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । BJP-র পক্ষ থেকে রেশন দুর্নীতি , বিদ্যুৎ মাশুলের দাবি , কৃষকদের ঋণ মুকুব সহ অন্যান্য দাবি নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। BJP-র পক্ষ থেকে অভিযোগ , স্মারকলিপি জমাকে কেন্দ্র করে রানিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। BJP-র কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের সঙ্গে বচসা বেধে যায়।

BJP- পর CPI(M)- শ্রমিক সংগঠন (CITU) পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি নেওয়া হয় । CITU পক্ষ থেকে দাবি করা হয়, পরিযায়ী শ্রমিকদের বিনা খরচায় রাজ্যে ফিরিয়ে আনতে হবে ও রাজ্যে কর্মহীন শ্রমিকদের খাদ্যের ব্যবস্থা করতে হবে । এই সমস্ত দাবি নিয়েই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে স্মারকলিপি তুলে দেওয়া হয়।স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ মোতায়ন করা হয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে।.

রানিগঞ্জ ,4 মে : রানীগঞ্জ ও জামুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় CPI(M) ও BJP-র দুই দলের কর্মী- সমর্থকেরা । বিভিন্ন দাবি নিয়ে দুই দলের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে । দুই দলের স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় BDO- অফিসে । রানিগঞ্জ ও জামুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককের অফিসের সামনে পুলিশবাহিনী মোতায়ন করা হয়।

আজ রানিগঞ্জ ও জামুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি নেওয়া হয় । প্রথমে BJP-র পক্ষ থেকে BDO অফিসের গেটের বাইরে বসে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । BJP-র পক্ষ থেকে রেশন দুর্নীতি , বিদ্যুৎ মাশুলের দাবি , কৃষকদের ঋণ মুকুব সহ অন্যান্য দাবি নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। BJP-র পক্ষ থেকে অভিযোগ , স্মারকলিপি জমাকে কেন্দ্র করে রানিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। BJP-র কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের সঙ্গে বচসা বেধে যায়।

BJP- পর CPI(M)- শ্রমিক সংগঠন (CITU) পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি নেওয়া হয় । CITU পক্ষ থেকে দাবি করা হয়, পরিযায়ী শ্রমিকদের বিনা খরচায় রাজ্যে ফিরিয়ে আনতে হবে ও রাজ্যে কর্মহীন শ্রমিকদের খাদ্যের ব্যবস্থা করতে হবে । এই সমস্ত দাবি নিয়েই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে স্মারকলিপি তুলে দেওয়া হয়।স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ মোতায়ন করা হয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে।.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.