ETV Bharat / city

Bengal Civic Polls 2022 : শ্মশান যাওয়ার আছে, হাসপাতাল যাওয়ার রাস্তা নেই, পৌর নির্বাচনে ইস্যু বিনোদবাঁধ - Demand for Binodbandh road is an issue in Asansol municipal election 2022

আসানসোলের বিনোদবাঁধ এলাকার ভাঙাচোরা জরাজীর্ণ রাস্তা এবারের পৌরনির্বাচনে শাসক-বিরোধী সকলেরই ইস্যু (Asansol municipal election 2022 Issues) ৷ বছর কুড়ি এই এলাকায় নেই ভদ্রস্থ রাস্তা ৷ তাই প্রায় বিচ্ছিন্ন এই এলাকা ৷

AMC Election 2022
আসানসোলে পৌর নির্বাচনে ইস্যু বিনোদবাঁধের রাস্তা
author img

By

Published : Feb 10, 2022, 6:30 PM IST

আসানসোল, 10 ফেব্রুয়ারি : গ্রামের ভিতরে ঝকঝকে রাস্তা । রাস্তা রয়েছে দামোদর নদীর তীরে মানিকেশ্বর শ্মশানে যাওয়ার জন্যও । কিন্তু শহর থেকে বিচ্যুত এই গ্রাম । কারণ রাস্তা নেই ৷ রাস্তার কারণেই গত বছর কুড়ি ধরে আসানসোল পৌরনিগমের 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিনোদবাঁধ গ্রাম আসানসোলের থেকে বিচ্যুত হয়ে আছে । ইস্কো বাইপাস রাস্তার রানিসায়ের মোড় থেকে বেজডি হয়ে বিনোদবাঁধ গ্রামে যাওয়ার সাড়ে তিন কিলোমিটার রাস্তা গত কুড়ি বছরের বেশি সময় ধরে সংস্কার হয়নি । তাই গ্রামে ঢোকে না কোনও গাড়ি । কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঘুরপথে নিয়ে যেতে হয় হাসপাতালে ৷ পেরোতে হয় অনেকটা রাস্তা ৷ আসানসোল পৌরনিগমের সব রাজনৈতিক দলেরই এবারের নির্বাচনের ইস্যু বিনোদবাঁধের এই রাস্তা (Asansol municipal election 2022 Issues) ।

আসানসোল পৌরনিগমের 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিনোদবাঁধ, সালনি, জুনুট গ্রাম । এই গ্রামগুলি একেবারে প্রান্তিক এলাকায় দামোদর নদীর ধারে অবস্থিত ৷ কিন্তু চিরকালই অবহেলিত এই গ্রামগুলি । কুলটি পৌরসভার অন্তর্গত থাকাকালীন এই অঞ্চলের কাউন্সিলর ছিলেন সিপিআইএমের প্রিয়ব্রত সরকার । আসানসোল বৃহত্তর পৌরনিগম গঠনের পর 2015 সালে সেই প্রিয়ব্রত সরকারই পুনরায় নির্বাচিত হয়েছিলেন 99 নম্বর ওয়ার্ড থেকে । গত বছর পনেরো তিনি কাউন্সিলর থাকলেও শাসকদলের অভিযোগ, সিপিএম কাউন্সিলর রাস্তা তৈরির ব্যাপারে কোনও উদ্যোগ গ্রহণ করেননি । তৃণমূলের বর্তমান প্রার্থী রবিলাল টুডু বলেন, "গত প্রায় কুড়ি বছর ধরে এই রাস্তা খারাপ ৷ কিন্তু সিপিএম কাউন্সিলর প্রিয়ব্রত সরকার রাস্তা তৈরি করার জন্য চেষ্টা করেনি । কোভিড পরিস্থিতি পেরোলে আমরা এডিডিএ (আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি) থেকে এই রাস্তা তৈরি করব ।"

আসানসোল পৌর নির্বাচনে ইস্যু বিনোদবাঁধের জীর্ণ রাস্তা

অন্যদিকে প্রাক্তন কাউন্সিলর প্রিয়ব্রত সরকার বলেন, "এই রাস্তাটি তৈরি করতেই দু'কোটি টাকা খরচ । সেটা একটা কাউন্সিলরের সীমিত ক্ষমতার মধ্যে সম্ভব নয় । আমার ক্ষমতায় যা ছিল আমি সবটাই করেছি । গ্রামের ভিতরে সমস্ত রাস্তা পাকা করা হয়েছে । এমনকি মানিকেশ্বরে দামোদর নদীর ঘাট পর্যন্ত যাওয়ার রাস্তাও করা হয়েছে । এডিডিএ ভাইস চেয়ারম্যান, কুলটির প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় এই রাস্তা তৈরি করে দেবেন বলেছিলেন । কিন্তু তিনি করেননি । তাই পুরোপুরি দোষ রাজ্য সরকারের ।"

স্থানীয় মানুষজন পুরোটাই জানেন এই রাস্তা তৈরির গল্প । যদিও স্থানীয় বাসিন্দারা রাজনীতির কুটকাচালিতে যেতে রাজি নন ৷ তাঁরা চাইছেন যাতে শীঘ্র রাস্তাটা তৈরি করা হয় ৷ না হলে এই গ্রাম অতল অন্ধকারেই থেকে যাবে ৷

আরও পড়ুন : Vaccine center vandalise : ভ্যাকসিন নেওয়ার ভিডিয়ো তুলতে মানা, রাগে কম্পিউটার আছড়াল দুই ছাত্রী !

আসানসোল, 10 ফেব্রুয়ারি : গ্রামের ভিতরে ঝকঝকে রাস্তা । রাস্তা রয়েছে দামোদর নদীর তীরে মানিকেশ্বর শ্মশানে যাওয়ার জন্যও । কিন্তু শহর থেকে বিচ্যুত এই গ্রাম । কারণ রাস্তা নেই ৷ রাস্তার কারণেই গত বছর কুড়ি ধরে আসানসোল পৌরনিগমের 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিনোদবাঁধ গ্রাম আসানসোলের থেকে বিচ্যুত হয়ে আছে । ইস্কো বাইপাস রাস্তার রানিসায়ের মোড় থেকে বেজডি হয়ে বিনোদবাঁধ গ্রামে যাওয়ার সাড়ে তিন কিলোমিটার রাস্তা গত কুড়ি বছরের বেশি সময় ধরে সংস্কার হয়নি । তাই গ্রামে ঢোকে না কোনও গাড়ি । কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঘুরপথে নিয়ে যেতে হয় হাসপাতালে ৷ পেরোতে হয় অনেকটা রাস্তা ৷ আসানসোল পৌরনিগমের সব রাজনৈতিক দলেরই এবারের নির্বাচনের ইস্যু বিনোদবাঁধের এই রাস্তা (Asansol municipal election 2022 Issues) ।

আসানসোল পৌরনিগমের 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিনোদবাঁধ, সালনি, জুনুট গ্রাম । এই গ্রামগুলি একেবারে প্রান্তিক এলাকায় দামোদর নদীর ধারে অবস্থিত ৷ কিন্তু চিরকালই অবহেলিত এই গ্রামগুলি । কুলটি পৌরসভার অন্তর্গত থাকাকালীন এই অঞ্চলের কাউন্সিলর ছিলেন সিপিআইএমের প্রিয়ব্রত সরকার । আসানসোল বৃহত্তর পৌরনিগম গঠনের পর 2015 সালে সেই প্রিয়ব্রত সরকারই পুনরায় নির্বাচিত হয়েছিলেন 99 নম্বর ওয়ার্ড থেকে । গত বছর পনেরো তিনি কাউন্সিলর থাকলেও শাসকদলের অভিযোগ, সিপিএম কাউন্সিলর রাস্তা তৈরির ব্যাপারে কোনও উদ্যোগ গ্রহণ করেননি । তৃণমূলের বর্তমান প্রার্থী রবিলাল টুডু বলেন, "গত প্রায় কুড়ি বছর ধরে এই রাস্তা খারাপ ৷ কিন্তু সিপিএম কাউন্সিলর প্রিয়ব্রত সরকার রাস্তা তৈরি করার জন্য চেষ্টা করেনি । কোভিড পরিস্থিতি পেরোলে আমরা এডিডিএ (আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি) থেকে এই রাস্তা তৈরি করব ।"

আসানসোল পৌর নির্বাচনে ইস্যু বিনোদবাঁধের জীর্ণ রাস্তা

অন্যদিকে প্রাক্তন কাউন্সিলর প্রিয়ব্রত সরকার বলেন, "এই রাস্তাটি তৈরি করতেই দু'কোটি টাকা খরচ । সেটা একটা কাউন্সিলরের সীমিত ক্ষমতার মধ্যে সম্ভব নয় । আমার ক্ষমতায় যা ছিল আমি সবটাই করেছি । গ্রামের ভিতরে সমস্ত রাস্তা পাকা করা হয়েছে । এমনকি মানিকেশ্বরে দামোদর নদীর ঘাট পর্যন্ত যাওয়ার রাস্তাও করা হয়েছে । এডিডিএ ভাইস চেয়ারম্যান, কুলটির প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় এই রাস্তা তৈরি করে দেবেন বলেছিলেন । কিন্তু তিনি করেননি । তাই পুরোপুরি দোষ রাজ্য সরকারের ।"

স্থানীয় মানুষজন পুরোটাই জানেন এই রাস্তা তৈরির গল্প । যদিও স্থানীয় বাসিন্দারা রাজনীতির কুটকাচালিতে যেতে রাজি নন ৷ তাঁরা চাইছেন যাতে শীঘ্র রাস্তাটা তৈরি করা হয় ৷ না হলে এই গ্রাম অতল অন্ধকারেই থেকে যাবে ৷

আরও পড়ুন : Vaccine center vandalise : ভ্যাকসিন নেওয়ার ভিডিয়ো তুলতে মানা, রাগে কম্পিউটার আছড়াল দুই ছাত্রী !

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.