ETV Bharat / city

3 দিন বন্ধ পোষ্ট অফিস, পরিষেবা না পেয়ে গ্রাহকদের বিক্ষোভ - আসানসোলের বারাবনি

লাগাতার 3 দিন পরিষেবা না পেয়ে পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা ৷ পোস্ট মাস্টারের বাবা অসুস্থ হয়ে পড়ায় তিনি চলে যান ৷ ফলে সিস্টেমের পাসওয়ার্ড না থাকায় কাজ করতে পারেননি অন্য়ান্য কর্মীরা ৷ আজ নতুন পোস্ট মাস্টার এলেও, তিনিও সিস্টেমের পাসওয়ার্ড জানতেন না ৷ ফলে কোনও লাভ হয়নি ৷ যারপরেই গ্রাহকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷

consumers showes agitation in front of post office in asansol
3 দিন বন্ধ পোষ্ট অফিস, পরিষেবা না পেয়ে গ্রাহকদের বিক্ষোভ
author img

By

Published : Feb 4, 2021, 10:16 PM IST

আসানসোল, 4 ফেব্রুয়ারি : গত তিনদিন ধরে আসানসোলের বারাবনির পানুড়িয়া পোস্ট অফিস বন্ধ। বাসিন্দারা আসছেন, ঘুরে যাচ্ছেন। টাকা তোলা, জমা দেওয়া কিছুই হচ্ছে না। গেটে ঝুলছে তালা। আজ গেট খুললেও, কাজ কিছুই হল না। পরিষেবা না পেয়ে শেষে গ্রাহকদের ধৈর্যচ্যুতি ঘটে। তারই প্রতিবাদে আজ বিক্ষোভ দেখান গ্রাহকরা ৷

বারাবনির পানুড়িয়া পোষ্ট অফিসের ওপর এলাকার প্রায় কুড়ি হাজার মানুষ নির্ভরশীল। দূরদূরান্ত থেকে মানুষ আসে এখানে। কিন্তু তারা কেউই পরিষেবা পাচ্ছেন না তিনদিন ধরে।
জানা গিয়েছে যে পানুড়িয়া পোষ্ট অফিসের পোষ্ট মাস্টারের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে চলে যেতে হয়েছে। গত দু’দিন সেই কারণে পোষ্ট অফিস বন্ধ। আজ অভিষেক শর্মা নামে এক পোষ্টমাস্টার জয়েন করলেও সিস্টেমের পাসওয়ার্ড না পাওয়ায় তিনিও কাজ করতে পারেননি। ফলে দূরদূরান্ত থেকে আসা গ্রাহকরা বিক্ষোভে ফেটে পড়ে।

আরও পড়ুন : রাস্তা ও নর্দমার বেহাল দশা, চিত্তরঞ্জনে ফের রাস্তা অবরোধ

আজ বিক্ষোভ দেখানোর পাশাপাশি গ্রাহকরা পঞ্চায়েতে বিষয়টি জানান। এরপরেই পঞ্চায়েত প্রধান রাজেশ হাঁসদা ও উপ প্রধান বিশ্বজিৎ সিংহ গ্রাহকদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন ৷ বিষয়টি নিয়ে আসানসোল হেড পোস্ট অফিসের সুপারিন্টেনডেন্ট বিমল কুমার প্রামাণিক জানান, ওই পোষ্ট অফিসের পোস্টমাস্টারের নিকট আত্মীয় অসুস্থ। নতুন যাকে নিয়োগ করা হয়েছে, তিনিও সিস্টেমের বিড়ম্বনায় কাজ শুরু করতে পারেননি। আগামিকাল থেকে পরিষেবা শুরু হয়ে যাবে।

আসানসোল, 4 ফেব্রুয়ারি : গত তিনদিন ধরে আসানসোলের বারাবনির পানুড়িয়া পোস্ট অফিস বন্ধ। বাসিন্দারা আসছেন, ঘুরে যাচ্ছেন। টাকা তোলা, জমা দেওয়া কিছুই হচ্ছে না। গেটে ঝুলছে তালা। আজ গেট খুললেও, কাজ কিছুই হল না। পরিষেবা না পেয়ে শেষে গ্রাহকদের ধৈর্যচ্যুতি ঘটে। তারই প্রতিবাদে আজ বিক্ষোভ দেখান গ্রাহকরা ৷

বারাবনির পানুড়িয়া পোষ্ট অফিসের ওপর এলাকার প্রায় কুড়ি হাজার মানুষ নির্ভরশীল। দূরদূরান্ত থেকে মানুষ আসে এখানে। কিন্তু তারা কেউই পরিষেবা পাচ্ছেন না তিনদিন ধরে।
জানা গিয়েছে যে পানুড়িয়া পোষ্ট অফিসের পোষ্ট মাস্টারের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে চলে যেতে হয়েছে। গত দু’দিন সেই কারণে পোষ্ট অফিস বন্ধ। আজ অভিষেক শর্মা নামে এক পোষ্টমাস্টার জয়েন করলেও সিস্টেমের পাসওয়ার্ড না পাওয়ায় তিনিও কাজ করতে পারেননি। ফলে দূরদূরান্ত থেকে আসা গ্রাহকরা বিক্ষোভে ফেটে পড়ে।

আরও পড়ুন : রাস্তা ও নর্দমার বেহাল দশা, চিত্তরঞ্জনে ফের রাস্তা অবরোধ

আজ বিক্ষোভ দেখানোর পাশাপাশি গ্রাহকরা পঞ্চায়েতে বিষয়টি জানান। এরপরেই পঞ্চায়েত প্রধান রাজেশ হাঁসদা ও উপ প্রধান বিশ্বজিৎ সিংহ গ্রাহকদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন ৷ বিষয়টি নিয়ে আসানসোল হেড পোস্ট অফিসের সুপারিন্টেনডেন্ট বিমল কুমার প্রামাণিক জানান, ওই পোষ্ট অফিসের পোস্টমাস্টারের নিকট আত্মীয় অসুস্থ। নতুন যাকে নিয়োগ করা হয়েছে, তিনিও সিস্টেমের বিড়ম্বনায় কাজ শুরু করতে পারেননি। আগামিকাল থেকে পরিষেবা শুরু হয়ে যাবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.