আসানসোল, 10 জুন : ৫০টি কয়লা ব্লক নিলাম করবে কয়লা মন্ত্রক। আগামীকাল বেসরকারি সংস্থার হাতে নাকি ওই ব্লকগুলি তুলে দেওয়া হবে । দাবি শ্রমিক ইউনিয়নগুলির । এর প্রতিবাদে কুলটির সাঁকতোড়িয়ায় ECL-এর সদর দপ্তরের সামনে আজ বিকেলে অল ইন্ডিয়া কোল ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয় ।
খনি শ্রমিক ইউনিয়নগুলি আগামীকাল কালাদিবস পালন করবে । আজ ECL-এর সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কোল ওয়ার্কাস ফেডারেশনের সর্বভারতীয় সম্পাদক মণ্ডলীর সদস্য সুজিত ভট্টাচার্য । তিনি জানান, “কেন্দ্রীয় সরকার 50টি কয়লা ব্লক নিলাম করতে চলেছে । এই নিলামের বিপক্ষে আমরা । বেসরকারি সংস্থাগুলিকে কয়লা ব্লক তুলে দেওয়া হবে । শুধু তাই নয় এই নিলামের নীতিতে বলা হয়েছে সংস্থাগুলি উৎপাদন শুরু করার পর লাভের চার শতাংশ সরকারকে দিতে হবে । আমাদের প্রশ্ন এই সুযোগ কোল ইন্ডিয়াকে কেন দেওয়া হল না ?”
তিনি আরও অভিযোগ করেন, “গত 40 বছর ধরে লক্ষ্যমাত্রা পুরণ করে আসছে কোল ইন্ডিয়া । তা স্বত্ত্বেও বেসরকারি হাতে কোল ব্লক তুলে দেওয়া একটি বড় কেন্দ্রীয় চক্রান্ত ।”