আসানসোল, 3 ফেব্রুয়ারি : গত দু’টি আর্থিক বর্ষে পরপর উৎপাদনের নিরিখে লিমকা বুক অফ রেকর্ডে নাম তুলেছিল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। কোভিড পরিস্থিতিতে সেই উৎপাদনে ভাটা পড়লেও আগামী অর্থবর্ষে উৎপাদনে সব রেকর্ডকেই ভেঙে দেবে বলে দাবি করছেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার সতীশ কাশ্যপ। আগামী অর্থবর্ষে 500 রেল ইঞ্জিন বানানোর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে তিনি জানান।
সম্প্রতি রেলমন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশকে আত্মনির্ভর করতে অনুসারী শিল্পগুলিতে বিনিয়োগ করা হবে। মোট 5 হাজার কোটি টাকা বিনিয়োগ হবে অনুসারী শিল্পগুলিতে। জানা গিয়েছে যে রেল ইঞ্জিন বানানোর যন্ত্রাংশ এই ছোট ছোট অনুসারী শিল্প কারখানাগুলি থেকেই ক্রয় করবে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। ফলে আগামিদিনে রেল ইঞ্জিন কারখানার উন্নতির সঙ্গে সঙ্গে ছোট শিল্পগুলিরও উন্নয়ন হবে। সম্প্রতি প্রায় 50 টি অনুসারী ছোট শিল্প কারখানার সঙ্গে "ভেন্ডার্স মিট" করেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার সতীশ কাশ্যপ ও অনান্য আধিকারিকরা।
রেল সূত্রে জানা গিয়েছে, আগামী অর্থবর্ষে দেশে 1100 রেল ইঞ্জিনের প্রয়োজন হবে। যার প্রায় অর্ধেক রেল ইঞ্জিন বানাবে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। আগামী 2021-22 অর্থবর্ষে 500 রেল ইঞ্জিন বানানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেলারেল ম্যানেজার সতীশ কাশ্যপ।
আরও পড়ুন : জাতীয় সড়কে লরি-গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত 4
তিনি বলেন, "গত আর্থিক বছরে 431 টি রেল ইঞ্জিন বানিয়ে রেকর্ড করেছিলাম আমরা। চলতি বছরে কোভিডের কারণে উৎপাদনের গতি হ্রাস হয়েছে। এই আর্থিক বছরে 391 টি রেল ইঞ্জিন বানানো হয়েছে। আগামী আর্থিক বছরে সব বাধা কাটিয়ে আমরা 500 রেল ইঞ্জিন তৈরি করব।"