ETV Bharat / city

216 দিনে 300 টি রেলইঞ্জিন বানালো চিত্তরঞ্জনের রেল কারখানা - পশ্চিম বর্ধমান

216 দিনে 300 টি রেলইঞ্জিন বানাল চিত্তরঞ্জন ৷ গত দু'বছর ধরে 300 লোকো ইঞ্জিন নির্মাণ করতে 292 দিন সময় লাগত ৷ সেখানে এই বছর 28 শতাংশ কম দিনেই তা করা সম্ভব হয়েছে ৷ মাত্র 216 দিনেই 300 ইঞ্জিন তৈরি করে ফেলেছে চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস ।

Chittaranjan
চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা
author img

By

Published : Dec 25, 2019, 7:42 AM IST

চিত্তরঞ্জন, 24 ডিসেম্বর : 216 দিনে 300 টি রেলইঞ্জিন বানাল চিত্তরঞ্জন লোকোমোটিভ ৷ ফের নিজেদের রেকর্ড ভাঙল চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা । এর আগের দু'বছরে 300 টি ইঞ্জিন বানাতে 292 দিন সময় লেগেছিল ৷ চলতি আর্থিক বছরে মাত্র 216 দিনে এই লক্ষ্যমাত্রা ছুঁল চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস ৷

চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার মুখপাত্র মন্তার সিং জানিয়েছেন, গত দু'বছর ধরে 300 লোকো ইঞ্জিন নির্মাণ করতে 292 দিন সময় লাগত ৷ সেখানে এই বছর 28 শতাংশ কম দিনেই তা করা সম্ভব হয়েছে ৷ মাত্র 216 দিনেই 300 ইঞ্জিন তৈরি করে ফেলেছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস । চলতি আর্থিক বছরে চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কসের লক্ষ্য রয়েছে 390 টি রেল ইঞ্জিন নির্মাণের ।

Rail
200 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগেরও ইঞ্জিন বানাচ্ছে চিত্তরঞ্জন

গত বছর 402টি রেল ইঞ্জিন বানাতে সক্ষম হয়েছিল চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা । যে গতিতে উৎপাদন বেড়ে চলেছে, তাতে গতবারের সেই রেকর্ডও ভেঙে যাবে বলে দাবি কারখানার মুখপাত্র মন্তার সিংয়ের ।

দেখুন ভিডিয়ো

তবে শুধু সংখ্যার নিরিখেই নয়, উন্নত মানের রেলইঞ্জিন বানানোর ক্ষেত্রেও এগিয়ে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা (CLW) । WAP-7 মডেলের রেলইঞ্জিন ইতিমধ্যেই বানিয়েছে চিত্তরঞ্জন ৷ এই ইঞ্জিন প্যাসেঞ্জার ট্রেনকে 160 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে টেনে নিয়ে যেতে সক্ষম । এবার 200 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগেরও ইঞ্জিন বানিয়ে ফেলেছে চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা ৷ খুব শীঘ্রই তার ট্রায়াল রান হবে বলেও জানানো হয়েছে ।

চিত্তরঞ্জন, 24 ডিসেম্বর : 216 দিনে 300 টি রেলইঞ্জিন বানাল চিত্তরঞ্জন লোকোমোটিভ ৷ ফের নিজেদের রেকর্ড ভাঙল চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা । এর আগের দু'বছরে 300 টি ইঞ্জিন বানাতে 292 দিন সময় লেগেছিল ৷ চলতি আর্থিক বছরে মাত্র 216 দিনে এই লক্ষ্যমাত্রা ছুঁল চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস ৷

চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার মুখপাত্র মন্তার সিং জানিয়েছেন, গত দু'বছর ধরে 300 লোকো ইঞ্জিন নির্মাণ করতে 292 দিন সময় লাগত ৷ সেখানে এই বছর 28 শতাংশ কম দিনেই তা করা সম্ভব হয়েছে ৷ মাত্র 216 দিনেই 300 ইঞ্জিন তৈরি করে ফেলেছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস । চলতি আর্থিক বছরে চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কসের লক্ষ্য রয়েছে 390 টি রেল ইঞ্জিন নির্মাণের ।

Rail
200 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগেরও ইঞ্জিন বানাচ্ছে চিত্তরঞ্জন

গত বছর 402টি রেল ইঞ্জিন বানাতে সক্ষম হয়েছিল চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা । যে গতিতে উৎপাদন বেড়ে চলেছে, তাতে গতবারের সেই রেকর্ডও ভেঙে যাবে বলে দাবি কারখানার মুখপাত্র মন্তার সিংয়ের ।

দেখুন ভিডিয়ো

তবে শুধু সংখ্যার নিরিখেই নয়, উন্নত মানের রেলইঞ্জিন বানানোর ক্ষেত্রেও এগিয়ে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা (CLW) । WAP-7 মডেলের রেলইঞ্জিন ইতিমধ্যেই বানিয়েছে চিত্তরঞ্জন ৷ এই ইঞ্জিন প্যাসেঞ্জার ট্রেনকে 160 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে টেনে নিয়ে যেতে সক্ষম । এবার 200 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগেরও ইঞ্জিন বানিয়ে ফেলেছে চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা ৷ খুব শীঘ্রই তার ট্রায়াল রান হবে বলেও জানানো হয়েছে ।

Intro:চিত্তরঞ্জনঃ আবারও নিজেদের রেকর্ড ভাঙল চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা। লোকো ইঞ্জিন উত্পাদনে এবার নতুন রেকর্ড তৈরি করল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। চলতি আর্থিক বছরে মাত্র ২১৬ দিনে ৩০০ রেলইঞ্জিন তৈরি করে ফেলেছে চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস। সংস্থার মুখপাত্র মন্তার সিং জানিয়েছেন, গত দুবছর ধরে এই ৩০০ লোকো ইঞ্জিন নির্মান করতে ২৯২ দিন লাগত, সেখানে এবছর ২৮ শতাংশ কর্মদিবস হ্রাস করে মাত্র ২১৬ দিনেই ৩০০ ইঞ্জিন তৈরি করে ফেলেছে চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস।Body:চলতি আর্থিক বছরে চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কসের টার্গেট রয়েছে ৩৯০ টি রেল ইঞ্জিন নির্মান। গত বছর ৪০২ টি রেল ইঞ্জিন বানাতে সক্ষম হয়েছিল চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা। যে গতিতে উত্পাদন বেড়ে চলেছে, তাতে গতবারের সেই রেকর্ডও ভেঙে যাবে বলে দাবি কারখানার মুখপাত্র মন্তার সিংয়ের।
তবে শুধু সংখ্যার নিরিখে নয়, উন্নত মানের রেলইঞ্জিন বানানোর ক্ষেত্রেও এগিয়ে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বা সিএলডব্লউ। WAP7 মডেলের রেলইঞ্জিন ইতিমধ্যে বানিয়েছে CLW. এই ইঞ্জিন প্যাসেঞ্জার ট্রেনকে ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে টেনে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয় এবার ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগেরও ইঞ্জিন বানিয়ে ফেলেছে CLW. খুব শীঘ্রই তার ট্রায়াল রান হবে।


Conclusion:আগামী দিনে আরও বেশী উত্পাদন ও উন্নত ইঞ্জিন বানানোর লক্ষ্যের দিকেই এগোচ্ছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.