চিত্তরঞ্জন, 24 ডিসেম্বর : 216 দিনে 300 টি রেলইঞ্জিন বানাল চিত্তরঞ্জন লোকোমোটিভ ৷ ফের নিজেদের রেকর্ড ভাঙল চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা । এর আগের দু'বছরে 300 টি ইঞ্জিন বানাতে 292 দিন সময় লেগেছিল ৷ চলতি আর্থিক বছরে মাত্র 216 দিনে এই লক্ষ্যমাত্রা ছুঁল চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস ৷
চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার মুখপাত্র মন্তার সিং জানিয়েছেন, গত দু'বছর ধরে 300 লোকো ইঞ্জিন নির্মাণ করতে 292 দিন সময় লাগত ৷ সেখানে এই বছর 28 শতাংশ কম দিনেই তা করা সম্ভব হয়েছে ৷ মাত্র 216 দিনেই 300 ইঞ্জিন তৈরি করে ফেলেছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস । চলতি আর্থিক বছরে চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কসের লক্ষ্য রয়েছে 390 টি রেল ইঞ্জিন নির্মাণের ।
![Rail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-asn-02-clw-package-image3-tarak-7203430_24122019183139_2412f_1577192499_247.jpeg)
গত বছর 402টি রেল ইঞ্জিন বানাতে সক্ষম হয়েছিল চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা । যে গতিতে উৎপাদন বেড়ে চলেছে, তাতে গতবারের সেই রেকর্ডও ভেঙে যাবে বলে দাবি কারখানার মুখপাত্র মন্তার সিংয়ের ।
তবে শুধু সংখ্যার নিরিখেই নয়, উন্নত মানের রেলইঞ্জিন বানানোর ক্ষেত্রেও এগিয়ে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা (CLW) । WAP-7 মডেলের রেলইঞ্জিন ইতিমধ্যেই বানিয়েছে চিত্তরঞ্জন ৷ এই ইঞ্জিন প্যাসেঞ্জার ট্রেনকে 160 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে টেনে নিয়ে যেতে সক্ষম । এবার 200 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগেরও ইঞ্জিন বানিয়ে ফেলেছে চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা ৷ খুব শীঘ্রই তার ট্রায়াল রান হবে বলেও জানানো হয়েছে ।