আসানসোল,13 জানুয়ারি : কয়লা পাচারকাণ্ডে ফের সিবিআই তল্লাশি । রাজ্যের সাতটি জায়গায় এই তল্লাশি চলছে বলে সিবিআই সূত্রে খবর । আসানসোল, রানিগঞ্জ, জামুড়িয়া সহ কয়েকটি এলাকায় আজ সকাল থেকেই সিবিআই তল্লাশি চালাচ্ছে । সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ।
গত কয়েক মাস ধরেই বেআইনি কয়লার কারবার সামনে এসেছে । কোটি কোটি টাকার এই বেআইনি কারবারে নাম জড়িয়েছে অনুপ মাজি ওরফে লালার। ইতিমধ্যেই কয়েকবার পুরুলিয়ার ভামুরিয়ায় লালার বাড়ি, অফিস ও কলকাতায় লালার বেশ কয়েকটি অফিসে তল্লাশি চালিয়েছে সিবিআই।
ইতিমধ্যেই লালার বিরুদ্ধে লুকআউট নোটিশ দিয়েছে সিবিআই । কিন্তু লালা ফেরার । তাকে পাওয়া যায়নি এখনও। অন্যদিকে লালার দপ্তরে যে নথি পাওয়া গিয়েছিল, তাতে উঠে এসেছে একাধিক নাম। তারই ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে সিবিআই। আজকের এই অভিযানে অনেক রাঘববোয়ালদের নাম উঠে আসতে পারে বলে মনে করছে তারা ।
কয়লা পাচারের কিংপিন অনুপ মাজি ওরফে লালার খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা । এজন্য ইতিমধ্যে চার সদস্যের দল গঠন করা হয়েছে সিবিআইয়ের তরফে ৷ সমস্ত বিষয়টির তদারকি হচ্ছে দিল্লি থেকে । শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভিনরাজ্যেও কয়লা পাচারের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে বলে জানতে পেরেছে তারা ।