আসানসোল, 16 সেপ্টেম্বর : বেআইনি কয়লা পাচার কাণ্ডে এবার ইসিএল আধিকারিকের ফ্ল্যাটে হানা দিল সিবিআই ৷ আজ সকালে আসানসোলের সুগম পার্কের একটি বহুতল আবাসনে ওই ইসিএল আধিকারিকের ফ্ল্যাটে যায় সিবিআই আধিকারিকদের একটি দল ৷ সেখানে দীর্ঘক্ষণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তল্লাশি চালায় ৷ তবে, ওই আধিকারিকের ফ্ল্যাট থেকে কিছু উদ্ধার হয়েছে কি না, তা জানা যায়নি ৷ এ নিয়ে সিবিআইয়ের তরফে কোনও কথা বলা হয়নি ৷ সূত্রের খবর, বেআইনি কয়লা পাচারের সঙ্গে জড়িত অনুপ মাজির সঙ্গে একাধিক ইসিএল আধিকারিকের যোগসাজশ ছিল বলে জানতে পেরেছে সিবিআই ৷
বেআইনি কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আগামী 21 সেপ্টেম্বর ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ইডির সদর দফতরে ডাকা হয়েছে ৷ তার আগে রাজ্যের বেআইনি কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় সংস্থা ইসিএলের জেনারেল ম্যানেজার পদের এক আধিকারিককের বাড়িতে এবার হানা দিলেন সিবিআই আধিকারিকরা ৷ আসানসোলের সুগম পার্কে ওই আধিকারিকের বহুতলে ফ্ল্যাটে আজ সকাল থেকে তল্লাশি শুরু করে সিবিআই ৷ জানা গিয়েছে, এর আগে বেশ কয়েকজন ইসিএল আধিকারিককে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে ৷ এমনকি তাঁদের বাড়িতে তল্লাশিও করা হয়েছে ৷
আরও পড়ুন : Illegal Weapon : পাচারে ঝুঁকি, বাড়িতে এসেই অস্ত্র বানিয়ে দিচ্ছে ভিনরাজ্যের কারিগররা
তবে সূত্রের খবর, আজ যে ইসিএল আধিকারিকের বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছে, তাঁর সঙ্গে কয়লা পাচারে সরাসরি যুক্ত অভিযুক্ত অনুপ মাজির যোগসাজশ ছিল ৷ তবে, আজকের এই তল্লাশিতে সিবিআই আধিকারিকরা কোনও তথ্য পেয়েছেন কি না, বা কিছু বাজেয়াপ্ত করা হয়েছে কি না, তা জানানো হয়নি ৷
আরও পড়ুন : Moloy Ghatak : কয়লা-কাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিস দিল ইডি