কলকাতা, 25 অগস্ট: আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসানসোল জেল হাসপাতালে নিয়ে যাওয়া হল গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। পুলিশের কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজ তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অনুব্রতর শারীরিক পরীক্ষা করেন ৷
অনুব্রত মণ্ডলকে তাঁর সব ওষুধ ও শ্বাসকষ্ট প্রশমনের যন্ত্রপাতি সংশোধনাগারে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত ৷ 48 ঘণ্টা অন্তর তাঁর শারীরিক পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সেই নির্দেশ মেনেই আজ বেলা 11টা নাগাদ অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ গোটা হাসপাতাল চত্ত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ৷
আরও পড়ুন: আসানসোল সংশোধনাগারের প্রথম রাত হাসপাতালেই কাটল কেষ্টর
আসানসোল সংশোধনাগারে প্রথম রাত হাসপাতালের সেলেই কাটিয়েছেন কেষ্ট । জেল সূত্রে জানা গিয়েছে, খুব ভালো ঘুম হয়নি বীরভূমের দাপুটে তৃণমূল নেতার । সারারাতই উসখুস করেছেন তিনি ৷
বুধবার তাঁর 14 দিনের জেল হেফাজতের নির্দেশে দেয় আসানসোল সিবিআই বিশেষ আদালত ৷ এরপর তাঁকে আসানসোলের বিশেষ সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় । নিয়মমাফিক প্রথমে তাঁকে সংশোধনাগারের আইসোলেশন সেলে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর কোভিড পরীক্ষা হয় । রিপোর্ট নেগেটিভ আসে । এরপর তাঁকে শারীরিক অসুস্থতার কারণে আসানসোল সংশোধনাগারেই হাসপাতালে রাখা হয় । অনুব্রতর বরাতে জুটেছে একটি ছোট বেড । একটিমাত্র সিলিং ফ্যান ঘুরছে মাথার উপর ।