ETV Bharat / city

Burdwan Sunmarg Chit Fund Case : চিটফান্ড কাণ্ডে বর্ধমানের পৌরসভার প্রশাসককে আদালতে পেশ - Court Produce of Burdwan Municipality Administrator

বর্ধমান সানমার্গ চিটফান্ড কাণ্ডে বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে আজ আসানসোল আদালতে পেশ করা হয়েছে (Burdwan Sunmarg Chit Fund Case) ৷ গত বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷ শুক্রবার প্রণব চট্টোপাধ্যায়কে 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ আজ ফের সেই মামলার শুনানি ৷

Burdwan Sunmarg Chit Fund Case
বর্ধমানের পৌরসভার প্রশাসককে আদালতে পেশ করল সিবিআই
author img

By

Published : Dec 13, 2021, 1:44 PM IST

আসানসোল, 13 ডিসেম্বর : চারদিনের সিবিআই হেফাজত শেষ হওয়ার পর আজ ফের আসানসোল সিজিএম আদালতে তোলা হল বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে (Burdwan Sunmarg Chit Fund Case) ৷ গত শুক্রবার তাঁকে আসানসোল সিজিএম আদালতের বিচারক তরুণ মণ্ডলের এজলাসে তোলা হয়েছিল ৷

প্রসঙ্গত, বর্ধমান সানমার্গ নামে একটি চিটফান্ড সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ গত বৃহস্পতিবার প্রণব চট্টোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করে সিবিআই ৷ সেই সময় তাঁকে 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ আদালতে প্রণব চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, তিনি চিটফান্ড সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না ৷ তিনি চিটফান্ড সংস্থাকে বাড়িভাড়া দিয়েছিলেন এবং আইনি উপদেষ্টা ছিলেন ৷ কিন্তু, সরাসরি কোনওভাবেই প্রণববাবু ওই সংস্থার সঙ্গে জড়িত ছিলেন না ৷ (Court Produce of Burdwan Municipality Administrator) ৷

আরকও পড়ুন : Burdwan Municipality Administrator Arrested : চিটফান্ড মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়

2018 সালে বর্ধমান সানমার্গ চিটফান্ডের তদন্ত শুরু করে সিবিআই ৷ সেই মামলার চার্জশিটও জমা দেওয়া হয়েছে ৷ সেই চার্জশিটে প্রণব চট্টোপাধ্যায়ের নাম না থাকলেও, গত বৃহস্পতিবার সিবিআইয়ের তরফে তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় ৷ কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদের জবাবে সন্তুষ্ট না হওয়ায়, তাঁকে গ্রেফতার করে ৷ অভিযোগ, লক্ষাধিক টাকার লেনদেন হয়েছিল প্রণব চট্টোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৷ এমনকি তাঁর স্ত্রীর নামও এই মামলায় উঠে এসেছে ৷

আসানসোল, 13 ডিসেম্বর : চারদিনের সিবিআই হেফাজত শেষ হওয়ার পর আজ ফের আসানসোল সিজিএম আদালতে তোলা হল বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে (Burdwan Sunmarg Chit Fund Case) ৷ গত শুক্রবার তাঁকে আসানসোল সিজিএম আদালতের বিচারক তরুণ মণ্ডলের এজলাসে তোলা হয়েছিল ৷

প্রসঙ্গত, বর্ধমান সানমার্গ নামে একটি চিটফান্ড সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ গত বৃহস্পতিবার প্রণব চট্টোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করে সিবিআই ৷ সেই সময় তাঁকে 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ আদালতে প্রণব চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, তিনি চিটফান্ড সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না ৷ তিনি চিটফান্ড সংস্থাকে বাড়িভাড়া দিয়েছিলেন এবং আইনি উপদেষ্টা ছিলেন ৷ কিন্তু, সরাসরি কোনওভাবেই প্রণববাবু ওই সংস্থার সঙ্গে জড়িত ছিলেন না ৷ (Court Produce of Burdwan Municipality Administrator) ৷

আরকও পড়ুন : Burdwan Municipality Administrator Arrested : চিটফান্ড মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়

2018 সালে বর্ধমান সানমার্গ চিটফান্ডের তদন্ত শুরু করে সিবিআই ৷ সেই মামলার চার্জশিটও জমা দেওয়া হয়েছে ৷ সেই চার্জশিটে প্রণব চট্টোপাধ্যায়ের নাম না থাকলেও, গত বৃহস্পতিবার সিবিআইয়ের তরফে তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় ৷ কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদের জবাবে সন্তুষ্ট না হওয়ায়, তাঁকে গ্রেফতার করে ৷ অভিযোগ, লক্ষাধিক টাকার লেনদেন হয়েছিল প্রণব চট্টোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৷ এমনকি তাঁর স্ত্রীর নামও এই মামলায় উঠে এসেছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.