আসানসোল, 9 জুলাই : ডাবরের খোলামুখ খনিতে এক কিশোরীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সালানপুরে ৷ আজ সকালে ডাবরের খোলামুখ খনিতে ওই ছাত্রীর দেহ দেখতে পান শ্রমিকরা ৷ খবর পেয়ে সালানপুর থানার পুলিশ এসে তার দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । মৃত ওই কিশোরীর নাম উষা বাউড়ি, বয়স 17 বছর ৷
পুলিশ সূত্রে খবর, ডাবরের খোলামুখ খনি সংলগ্ন গ্রামেরই বাসিন্দা দ্বাদশ শ্রেণির ছাত্রী উষা বাউড়ি । তার বাবা বরুণ বাউড়ি পেশায় লরি চালক । বরুণ বাউড়ি পুলিশকে জানিয়েছেন, গতকাল দুপুর থেকেই তাঁর মেয়ে উষা নিখোঁজ ছিল ৷ পরিবারের সদস্যরা ভেবেছিলেন উষা বোধহয় বন্ধুর বাড়ি গেছে ৷ কিন্তু, সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তাঁরা খোঁজাখুজি শুরু করেন । উষা ফিরে আসবে মনে করে তাঁরা পুলিশেও খবর দেননি ৷ কিন্তু, পুরো রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি সে । আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান ডাবর খনিতে পড়ে রয়েছে এক কিশোরীর দেহ । সেই খবর পেয়ে উষার পরিবারের লোকেরা সেখানে যান ৷ সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ৷ এর পর পরিবারের সদস্যরা উষার দেহ শনাক্ত করেন ৷
আরও পড়ুন : 44 ঘণ্টা পর কালীপাহাড়ির বেআইনি কয়লা খাদান থেকে উদ্ধার দেহ
সালানপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । তবে, ঠিক কী কারণে মৃত্যু হয়েছে উষার ? তা এখনও জানা যায়নি ৷ খুন না আত্মহত্যা তা জানতে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷