ETV Bharat / city

কেন্দ্রীয় শ্রম আইনের বিরুদ্ধে প্রতিবাদ ভারতীয় মজদুর সংঘের - স্মরকলিপি পেশ

কেন্দ্রের এনডিএ সরকারের শ্রম আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ সংঘ সমর্থিত ভারতীয় মজদুর সংঘের৷ শুক্রবার আসানসোলে ইসিএলের সদর দপ্তরে অবস্থান বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা৷ 17 দফা দাবি সামনে রেখে জমা দেন স্মারকলিপি৷ দাবিপূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সংগঠনের নেতাদের৷

wb_asn_BMS_demonstrated_in_ECL_head_quarter_7203430
কেন্দ্রীয় শ্রম আইনের বিরুদ্ধে প্রতিবাদ ভারতীয় মজদুর সংঘের
author img

By

Published : Feb 5, 2021, 8:04 PM IST

আসানসোল, 5 ফেব্রুয়ারি: কেন্দ্রের নয়া শ্রম আইনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করল সংঘ সমর্থিত ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস। ভারতীয় মজদুর সংঘের কয়লা খনি শ্রমিক সংগঠন, খান শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার আসানসোলে ইসিএলের সদর দপ্তরে অবস্থান বিক্ষোভ করা হয়। পরে বিএমএসের কয়েকজন প্রতিনিধি ইসিএল সদরদপ্তরে গিয়ে স্মারকলিপি পেশ করেন।

আরও পড়ুন: কোভিড পরিস্থিতিতেও দুরন্ত ফর্ম চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের

বিএমএস নেতা গোবিন্দ মাজি জানান, ‘‘কেন্দ্রীয় সরকারের শ্রমিকবিরোধী নীতির বিরুদ্ধেই আমাদের লড়াই। যেভাবে কয়লা ব্লকগুলির বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে, শ্রমিক স্বার্থবিরোধী নানা আইন আনছে কেন্দ্রীয় সরকার, তার প্রতিবাদ জানাচ্ছি আমরা৷ 17 দফা দাবি নিয়ে আজ আমরা ইসিএলের সদর দপ্তরে অবস্থান বিক্ষোভ করেছি এবং স্মারকলিপি জমা দিয়েছি। কেন্দ্র আমাদের দাবি না মানলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিএমএস।’’

আসানসোল, 5 ফেব্রুয়ারি: কেন্দ্রের নয়া শ্রম আইনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করল সংঘ সমর্থিত ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস। ভারতীয় মজদুর সংঘের কয়লা খনি শ্রমিক সংগঠন, খান শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার আসানসোলে ইসিএলের সদর দপ্তরে অবস্থান বিক্ষোভ করা হয়। পরে বিএমএসের কয়েকজন প্রতিনিধি ইসিএল সদরদপ্তরে গিয়ে স্মারকলিপি পেশ করেন।

আরও পড়ুন: কোভিড পরিস্থিতিতেও দুরন্ত ফর্ম চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের

বিএমএস নেতা গোবিন্দ মাজি জানান, ‘‘কেন্দ্রীয় সরকারের শ্রমিকবিরোধী নীতির বিরুদ্ধেই আমাদের লড়াই। যেভাবে কয়লা ব্লকগুলির বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে, শ্রমিক স্বার্থবিরোধী নানা আইন আনছে কেন্দ্রীয় সরকার, তার প্রতিবাদ জানাচ্ছি আমরা৷ 17 দফা দাবি নিয়ে আজ আমরা ইসিএলের সদর দপ্তরে অবস্থান বিক্ষোভ করেছি এবং স্মারকলিপি জমা দিয়েছি। কেন্দ্র আমাদের দাবি না মানলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিএমএস।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.