ETV Bharat / city

পুলিশের নাকের ডগায় অস্ত্র কারখানা, তদন্তের দাবি BJP-র

কুলটি থানার নিয়ামতপুর নুরনগরে বেআইনি অস্ত্র কারখানার হদিস পায় STF । আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার অফিসের প্রায় নাকের ডগায় এই অস্ত্র কারখানা গড়ে উঠলেও তার কোনও খবর জানত না এখানকার পুলিশ । এই ঘটনার প্রতিবাদে আজ BJP -র পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয় কমিশনার অফিসে । BJP -র অভিযোগ, তৃণমূল এবং পুলিশের মদতেই এসব হচ্ছে।

bjp asansol submitted deputation
পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন BJP-র
author img

By

Published : Jun 4, 2020, 5:42 PM IST

Updated : Jun 4, 2020, 8:33 PM IST

আসানসোল, 4 জুন : পুলিশ কমিশনারের অফিস থেকে মাত্র 6 কিমি দূরত্বে বেআইনি অস্ত্র কারখানার হদিস পায় STF । অথচ এই অস্ত্র কারখানার বিষয়ে কোনও খোঁজ ছিল না পুলিশের কাছে । পুলিশের এই উদাসীনতার প্রতিবাদে পথে নামল BJP । আজ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিতে যায় জেলা BJP নেতৃত্ব। পুলিশ কমিশনার অফিসে না থাকায় দপ্তরে ডেপুটেশন জমা দেন তাঁরা ।

গত 29 মে কুলটির নিয়ামতপুর নুরনগর থেকে বেআইনি অস্ত্র কারখানার হদিস পেয়েছিল স্পেশাল ট্রাস্ক ফোর্স। আসানসোল দুর্গাপুর পুলিশের সাহায্যে পাঁচজনকে গ্রেপ্তার করে STF । উদ্ধার হয় প্রায় 350 টি 7mm পিস্তলের যন্ত্রাংশ। কুলটির নিয়ামতপুর থেকে কিছুদূরে বেআইনি অস্ত্র কারখানা গড়ে উঠেছে । অথচ তার খোঁজ ছিল না পুলিশের কাছে। কলকাতা থেকে এসে STF গ্রেপ্তার করে অস্ত্র কারবারীদের।

ডেপুটেশন জেলা BJP-র

BJP-র জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুইয়ের নেতৃত্বে BJP-র কর্মী-সমর্থকেরা জমায়েত হন । তারপর BJP-র 5 জন প্রতিনিধি গিয়ে ডেপুটেশন দেয় পুলিশ কমিশনারের কাছে। লক্ষ্মণ ঘোড়ুই বলেন "কমিশনার অফিস থেকে কিছু দূরে অস্ত্র কারখানা চলছিল। অথচ পুলিশ উদাসীন। পুলিশ কমিশনার ছিলেন না। তাই দপ্তরেই ডেপুটেশন জমা দেওয়া হয় ।

আসানসোল, 4 জুন : পুলিশ কমিশনারের অফিস থেকে মাত্র 6 কিমি দূরত্বে বেআইনি অস্ত্র কারখানার হদিস পায় STF । অথচ এই অস্ত্র কারখানার বিষয়ে কোনও খোঁজ ছিল না পুলিশের কাছে । পুলিশের এই উদাসীনতার প্রতিবাদে পথে নামল BJP । আজ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিতে যায় জেলা BJP নেতৃত্ব। পুলিশ কমিশনার অফিসে না থাকায় দপ্তরে ডেপুটেশন জমা দেন তাঁরা ।

গত 29 মে কুলটির নিয়ামতপুর নুরনগর থেকে বেআইনি অস্ত্র কারখানার হদিস পেয়েছিল স্পেশাল ট্রাস্ক ফোর্স। আসানসোল দুর্গাপুর পুলিশের সাহায্যে পাঁচজনকে গ্রেপ্তার করে STF । উদ্ধার হয় প্রায় 350 টি 7mm পিস্তলের যন্ত্রাংশ। কুলটির নিয়ামতপুর থেকে কিছুদূরে বেআইনি অস্ত্র কারখানা গড়ে উঠেছে । অথচ তার খোঁজ ছিল না পুলিশের কাছে। কলকাতা থেকে এসে STF গ্রেপ্তার করে অস্ত্র কারবারীদের।

ডেপুটেশন জেলা BJP-র

BJP-র জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুইয়ের নেতৃত্বে BJP-র কর্মী-সমর্থকেরা জমায়েত হন । তারপর BJP-র 5 জন প্রতিনিধি গিয়ে ডেপুটেশন দেয় পুলিশ কমিশনারের কাছে। লক্ষ্মণ ঘোড়ুই বলেন "কমিশনার অফিস থেকে কিছু দূরে অস্ত্র কারখানা চলছিল। অথচ পুলিশ উদাসীন। পুলিশ কমিশনার ছিলেন না। তাই দপ্তরেই ডেপুটেশন জমা দেওয়া হয় ।

Last Updated : Jun 4, 2020, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.