ETV Bharat / city

BJP-Hirapur : তিন দলীয় কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বিজেপির হীরাপুর থানা ঘেরাও - Asansol

গতকাল রাতে বিজেপির তিনকর্মী কৌশিক গুপ্ত, প্রসেন দাস এবং রাজীব সাহাকে গ্রেফতার করেছে হীরাপুর থানার পুলিশ । ধৃত তিনজনের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখা-সহ বিভিন্ন মামলা দেওয়া হয়েছে ।

bjp show protest outside hirapur police station after their 3 worker arrested
BJP-Hirapur : তিন বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বিজেপির হিরাপুর থানা ঘেরাও
author img

By

Published : Aug 20, 2021, 5:36 PM IST

আসানসোল, 20 অগস্ট : তিন বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় গ্রেফতার করার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের হীরাপুর থানা এলাকায় ৷ প্রতিবাদে ওই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা, কর্মী ও সমর্থকরা ।

আরও পড়ুন : Pandabeshwar : পাণ্ডবেশ্বরে অত্যাধুনিক কার্বাইন-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত 1

গতকাল রাতে বিজেপির তিনকর্মী কৌশিক গুপ্ত, প্রসেন দাস এবং রাজীব সাহাকে গ্রেফতার করেছে হিরাপুর থানার পুলিশ । আজ তাদের আসানসোল মহকুমা আদালতে তোলা হয়েছে । তবে আদালতের নির্দেশ এখনও জানা যায়নি ৷ ধৃত তিনজনের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখা-সহ বিভিন্ন মামলা দেওয়া হয়েছে । আর এই ঘটনার প্রতিবাদে হীরাপুর থানা ঘেরাও করেন বিজেপির নেতা-কর্মীরা ।

আরও পড়ুন : Asansol flex : আসানসোল পৌরনিগমের বোর্ডে বানান ভুল নিয়ে বিতর্ক, গুরুত্ব দিলেন না প্রশাসক

বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, ‘‘আসানসোল দক্ষিণে বিজেপি জেতার পর থেকেই পুলিশের অত্যাচার শুরু হয়েছে । গতকাল রাতে আমাদের তিন কর্মীকে ওয়ারেন্টে ছাড়াই তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে । তাঁদের গ্রেফতার দেখিয়ে থানাতেও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জেনেছি ।’’

তিনি আরও বলেন, ‘‘পুলিশ আধিকারিক আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন না । মিথ্যে মামলায় আমাদের কর্মীদের ফাঁসানো হচ্ছে । এই জিনিস কোনও মতেই মেনে নেওয়া হবে না । আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা হাঁটব ।"

আরও পড়ুন : Fake vaccination : আসানসোল পৌরনিগমের নামে ভুয়ো ভ্যাকসিন কেন্দ্রের ঠিকানা সোশ্যাল মিডিয়ায়

আসানসোল, 20 অগস্ট : তিন বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় গ্রেফতার করার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের হীরাপুর থানা এলাকায় ৷ প্রতিবাদে ওই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা, কর্মী ও সমর্থকরা ।

আরও পড়ুন : Pandabeshwar : পাণ্ডবেশ্বরে অত্যাধুনিক কার্বাইন-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত 1

গতকাল রাতে বিজেপির তিনকর্মী কৌশিক গুপ্ত, প্রসেন দাস এবং রাজীব সাহাকে গ্রেফতার করেছে হিরাপুর থানার পুলিশ । আজ তাদের আসানসোল মহকুমা আদালতে তোলা হয়েছে । তবে আদালতের নির্দেশ এখনও জানা যায়নি ৷ ধৃত তিনজনের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখা-সহ বিভিন্ন মামলা দেওয়া হয়েছে । আর এই ঘটনার প্রতিবাদে হীরাপুর থানা ঘেরাও করেন বিজেপির নেতা-কর্মীরা ।

আরও পড়ুন : Asansol flex : আসানসোল পৌরনিগমের বোর্ডে বানান ভুল নিয়ে বিতর্ক, গুরুত্ব দিলেন না প্রশাসক

বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, ‘‘আসানসোল দক্ষিণে বিজেপি জেতার পর থেকেই পুলিশের অত্যাচার শুরু হয়েছে । গতকাল রাতে আমাদের তিন কর্মীকে ওয়ারেন্টে ছাড়াই তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে । তাঁদের গ্রেফতার দেখিয়ে থানাতেও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জেনেছি ।’’

তিনি আরও বলেন, ‘‘পুলিশ আধিকারিক আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন না । মিথ্যে মামলায় আমাদের কর্মীদের ফাঁসানো হচ্ছে । এই জিনিস কোনও মতেই মেনে নেওয়া হবে না । আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা হাঁটব ।"

আরও পড়ুন : Fake vaccination : আসানসোল পৌরনিগমের নামে ভুয়ো ভ্যাকসিন কেন্দ্রের ঠিকানা সোশ্যাল মিডিয়ায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.