ETV Bharat / city

"স্থির হয়ে বসতে পারছেন না", মমতাকে কটাক্ষ মুকুলের

বারাবনিতে আজ BJP নেতা মুকুল রায় বলেন, "মমতা কোথাও স্থির হয়ে একটু বসতেও পারছেন না ৷ বসলেই মনে হচ্ছে ওঁর চেয়ারটা বোধহয় কে সরিয়ে নিচ্ছে ৷ "

author img

By

Published : Nov 24, 2019, 11:08 PM IST

Updated : Nov 24, 2019, 11:31 PM IST

মুকুল রায়

বারাবনি, 24 নভেম্বর : আজ আসানসোলের বারাবনিতে BJP-র দলীয় কার্যালয় পুনরুদ্ধারে যান BJP নেতা মুকুল রায় ৷ তাঁর সঙ্গে ছিলেন বাবুল সুপ্রিয় ৷ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মুকুলবাবু বলেন, " এখন মমতা কোথাও স্থির হয়ে একটু বসতেও পারছেন না ৷ বসলেই মনে হচ্ছে ওঁর চেয়ারটা বোধহয় কে সরিয়ে নিচ্ছে ৷ "

আরও পড়ুন : বারাবনিতে বাবুল, মুকুলের নেতৃত্বে দলীয় কার্যালয় পুনর্দখল করল BJP

মুকুল আরও বলেন, "তাই দেখবেন উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বসেন না ৷ এদিক ওদিক চড়কির মত ঘোরেন ৷ যাতে ওঁর চেয়ারটা কেউ তুলে না নিয়ে যায় ৷ আপনি জেনে রেখে দিন, আমিও আপনার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি ৷ আমরা পাপের প্রায়শ্চিত্ত করছি ৷ পাপের প্রায়শ্চিত্তের অঙ্গ হিসেবে আজ এখানে এসেছি ৷ "

বারাবনিতে মঞ্চে BJP নেতা মুকুল রায় ও কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷

আরও পড়ুন: মমতার পুলিশ জোকার, ছবি তুলে ফেসবুকে দিয়ে দিন : বাবুল

বারাবনির বিধায়ক তৃণমূলের বিধান উপাধ্যায়কে নিয়েও তির্যক মন্তব্য করেন মুকুলবাবু ৷ বলেন, " তোমাদের তো আর কয়েকদিন পরেই BJP-তে যোগ দেওয়ার জন্য লাইন দিতে হবে ৷ " যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিধানবাবু ৷

বারাবনি, 24 নভেম্বর : আজ আসানসোলের বারাবনিতে BJP-র দলীয় কার্যালয় পুনরুদ্ধারে যান BJP নেতা মুকুল রায় ৷ তাঁর সঙ্গে ছিলেন বাবুল সুপ্রিয় ৷ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মুকুলবাবু বলেন, " এখন মমতা কোথাও স্থির হয়ে একটু বসতেও পারছেন না ৷ বসলেই মনে হচ্ছে ওঁর চেয়ারটা বোধহয় কে সরিয়ে নিচ্ছে ৷ "

আরও পড়ুন : বারাবনিতে বাবুল, মুকুলের নেতৃত্বে দলীয় কার্যালয় পুনর্দখল করল BJP

মুকুল আরও বলেন, "তাই দেখবেন উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বসেন না ৷ এদিক ওদিক চড়কির মত ঘোরেন ৷ যাতে ওঁর চেয়ারটা কেউ তুলে না নিয়ে যায় ৷ আপনি জেনে রেখে দিন, আমিও আপনার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি ৷ আমরা পাপের প্রায়শ্চিত্ত করছি ৷ পাপের প্রায়শ্চিত্তের অঙ্গ হিসেবে আজ এখানে এসেছি ৷ "

বারাবনিতে মঞ্চে BJP নেতা মুকুল রায় ও কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷

আরও পড়ুন: মমতার পুলিশ জোকার, ছবি তুলে ফেসবুকে দিয়ে দিন : বাবুল

বারাবনির বিধায়ক তৃণমূলের বিধান উপাধ্যায়কে নিয়েও তির্যক মন্তব্য করেন মুকুলবাবু ৷ বলেন, " তোমাদের তো আর কয়েকদিন পরেই BJP-তে যোগ দেওয়ার জন্য লাইন দিতে হবে ৷ " যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিধানবাবু ৷

Intro:"ইদানিং লক্ষ্য করে দেখছি মমতা স্থির হয়ে বসতে পারছে না। কারণ যখনই তিনি মঞ্চের চেয়ারে বসতে যাচ্ছেন, তখনই চেয়ারের তলাটাই মনে হচ্ছে যেন সরে যাচ্ছে। আর তাই তিনি মঞ্চে চরকির মত ঘুরছেন" । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে এমনই মন্তব্য করে গেলেন বিজেপি নেতা মুকুল রায়। আজ আসানসোলের বারাবনিতে বিজেপির দলীয় অফিস পুনরুদ্ধার করতে গিয়ে, বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। পাশাপাশি মুকুল রায় জানান "আমি দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির সঙ্গে রাজনীতি করেছি । আর তাই আজ প্রায়শ্চিত্ত করতে এসেছি। প্রায়শ্চিত্ত করতেই আমার এখানে আসা।
বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়কে নিয়েও তির্যক মন্তব্য করে মুকুল রায় বলেন, "আর কয়েকদিন পরেই বিধান বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন দেবে।"
যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিধান উপাধ্যায় নিজে।


Body:..


Conclusion:
Last Updated : Nov 24, 2019, 11:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.