আসানসোল, 17 এপ্রিল : এবারের বঙ্গ-ভোটের প্রথম দফা থেকেই প্রকাশ্যে চলে আসছে কোনও না কোনও অডিয়ো টেপ ৷ শনিবার পঞ্চম দফার ভোটের আগের সন্ধ্যায় বিজেপির তরফে প্রকাশ করা হয় একটি অডিয়ো টেপ ৷ তার পর সেই অডিয়ো টেপের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন নরেন্দ্র মোদি ৷
আজ আসানসোলে নির্বাচনী জনসভা করতে আসেন প্রধানমন্ত্রী ৷ সেই সভার মঞ্চ থেকেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অডিয়ো টেপ নিয়ে কটাক্ষ করেন ৷ সরাসরি অভিযোগ তোলেন, ‘‘মৃতদেহ নিয়ে রাজনীতি দিদির (মমতা) বহুদিনের অভ্যাস ৷’’
উল্লেখ্য, গত 10 এপ্রিল চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জন নিহত হন ৷ তার পরই মমতা কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতীম রায়কে ফোন করেন বলে অভিযোগ তোলে বিজেপি ৷ এই নিয়ে একটি অডিয়ো টেপ প্রকাশ করা হয় বিজেপির তরফে ৷ তাতে এক মহিলার কণ্ঠস্বর শোনা যায় ৷ তিনি কাউকে ফোনে নির্দেশ দেন যে শীতলকুচির ঘটনায় আইনজীবীকে দিয়ে পুলিশে অভিযোগ করাতে হবে ৷ এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনী, কোচবিহারের এসপি ও স্থানীয় আইসিকে ফাঁসাতে হবে ৷ মৃতদেহ নিয়ে মিছিল করা হবে ৷
যদিও এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ তবে তৃণমূল সাংবাদিক বৈঠকে অডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন এড়িয়ে যায় ৷ কিন্তু মমতার ফোন ট্যাপ করা হচ্ছে কি না, সেই প্রশ্ন তোলে রাজ্যের শাসক দল ৷ অন্যদিকে এই নিয়ে শনিবার নির্বাচন কমিশনে অভিযোগও জানায় বিজেপি ৷
আরও পড়ুন : করোনা সংক্রমণ বাগে আনতে ‘‘প্রতীকী’’ কুম্ভমেলা পালনের আবেদন প্রধানমন্ত্রীর
আর এই পরিস্থিতি গোটা বিষয়টি অন্য মাত্রা পেল প্রধানমন্ত্রী এই নিয়ে মন্তব্য করায় ৷ এদিন আসানসোলের জনসভা থেকে মোদি বলেন, ‘‘পাঁচজন লোকের দুঃখজনক মৃত্যুর পর দিদি (মমতা) কীভাবে রাজনীতি করছেন ৷’’ মৃতদেহ নিয়ে মিছিল করার কথা মমতা বলছেন, অডিয়োতে তা শোনা যাচ্ছে বলে মোদি দাবি করেন ৷ এর পর মোদি প্রশ্ন তোলেন, ‘‘ভোট ব্যাঙ্কের জন্য কতদূর যাবেন ?’’ একই সঙ্গে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ‘‘কোচবিহারে মৃতদের নিয়ে রাজনীতি করতে চেয়েছে দিদি ৷ মৃতদেহ নিয়ে রাজনীতি দিদির বহুদিনের অভ্যাস ৷’’