ETV Bharat / city

আমার মনোনয়ন বাতিল হয়নি, জল্পনা ওড়ালেন কৃষ্ণেন্দু

গোটা বিষয়টা চক্রান্ত বলে দাবি করলেন আসানসোল উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী ৷

author img

By

Published : Apr 8, 2021, 5:26 PM IST

krishnendu Mukherjee  claim, TMC has spread rumors of cancellation of nomination
krishnendu Mukherjee claim, TMC has spread rumors of cancellation of nomination

আসানসোল, 8 এপ্রিল : আসানসোল উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের মনোনয়ন বাতিল হতে পারে । কারণ, তিনি একাধিক তথ্য গোপন করেছেন । পরিবর্তে তাঁর স্ত্রী মনোনয়ন দাখিল করতে পারেন ৷ আসানসোল শহরজুড়ে এমন জল্পনা চলছিল ৷ আজ সেই জল্পনা উড়িয়ে দিলেন খোদ বিজেপি প্রার্থী ।

গোটা বিষয়টা চক্রান্ত বলে দাবি করলেন আসানসোল উত্তর কেন্দ্রের বিজেপি নেতা ৷ শাসক শিবিরের গেমপ্ল্যান বলেও মনে করেন তিনি ৷ গতকাল কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের মনোনয়ন বাতিল হচ্ছে, এই খবর ছড়ানোর পর আজ সাংবাদিক বৈঠক সেই জল্পনার অবসান ঘটালেন প্রার্থী নিজেই ৷

মনোনয়ন বাতিল হয়নি, সাংবাদিক বৈঠকে জানালেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়

আরও পড়ুন: প্রচারে বেরিয়ে ঝাঁটা-জুতো দেখলেন লাভপুরের বিজেপি প্রার্থী

এদিন কৃষ্ণেন্দু বললেন, "গোটা বিষয়টি গুজব । আমার বিষয়ে সমস্ত তথ্যই আমি নির্বাচন কমিশনে দিয়েছি । কোন তথ্যই গোপন করিনি ৷ যথারীতি আজ আমার মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হয়েছে ।" কৃষ্ণেন্দুর দাবি, "আমার মনোনয়ন বাতিল করানোর চক্রান্ত হয়েছিল ৷ এই চক্রান্তে যেমন তৃণমূল রয়েছে, তেমনি কিছু সরকারি আধিকারিকও রয়েছেন।"

গতকালই পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজিকে সরানো হয়েছে । মনে করা হচ্ছে, বিজেপির অভিযোগের ভিত্তিতেই পূর্ণেন্দু মাজিকে সরিয়েছে কমিশন ৷

আসানসোল, 8 এপ্রিল : আসানসোল উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের মনোনয়ন বাতিল হতে পারে । কারণ, তিনি একাধিক তথ্য গোপন করেছেন । পরিবর্তে তাঁর স্ত্রী মনোনয়ন দাখিল করতে পারেন ৷ আসানসোল শহরজুড়ে এমন জল্পনা চলছিল ৷ আজ সেই জল্পনা উড়িয়ে দিলেন খোদ বিজেপি প্রার্থী ।

গোটা বিষয়টা চক্রান্ত বলে দাবি করলেন আসানসোল উত্তর কেন্দ্রের বিজেপি নেতা ৷ শাসক শিবিরের গেমপ্ল্যান বলেও মনে করেন তিনি ৷ গতকাল কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের মনোনয়ন বাতিল হচ্ছে, এই খবর ছড়ানোর পর আজ সাংবাদিক বৈঠক সেই জল্পনার অবসান ঘটালেন প্রার্থী নিজেই ৷

মনোনয়ন বাতিল হয়নি, সাংবাদিক বৈঠকে জানালেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়

আরও পড়ুন: প্রচারে বেরিয়ে ঝাঁটা-জুতো দেখলেন লাভপুরের বিজেপি প্রার্থী

এদিন কৃষ্ণেন্দু বললেন, "গোটা বিষয়টি গুজব । আমার বিষয়ে সমস্ত তথ্যই আমি নির্বাচন কমিশনে দিয়েছি । কোন তথ্যই গোপন করিনি ৷ যথারীতি আজ আমার মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হয়েছে ।" কৃষ্ণেন্দুর দাবি, "আমার মনোনয়ন বাতিল করানোর চক্রান্ত হয়েছিল ৷ এই চক্রান্তে যেমন তৃণমূল রয়েছে, তেমনি কিছু সরকারি আধিকারিকও রয়েছেন।"

গতকালই পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজিকে সরানো হয়েছে । মনে করা হচ্ছে, বিজেপির অভিযোগের ভিত্তিতেই পূর্ণেন্দু মাজিকে সরিয়েছে কমিশন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.