ETV Bharat / city

জামুড়িয়ায় তৃণমূল প্রার্থীর হয়ে রোড শো দেবাংশুর - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

জামুড়িয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিং-এর হয়ে রোড শো করলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ৷ যে রোড শো থেকে সিপিআইএম প্রার্থী ঐশী ঘোষকে নিশানা করলেন তিনি ৷ সেই সঙ্গে আসানসোলের বিজেপি সাংসদকেও একহাত নেন দেবাংশু ৷

bengal election 2021 Debangshu Bhattacharya did election campaign for Trinamool candidate in Jamuria
জামুড়িয়ায় তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন দেবাংশু ভট্টাচার্য
author img

By

Published : Apr 22, 2021, 8:09 PM IST

আসানসোল, 22 এপ্রিল : সংযুক্ত মোর্চা সমর্থিত জামুড়িয়ার সিপিআইএম প্রার্থী ঐশী ঘোষকে আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ৷ বললেন, ঐশী ভোটে জিতলেও জামুড়িয়ায় থাকবেন না ৷ তিনি দিল্লি গিয়ে কানাইয়া কুমারের সঙ্গে ঘণ্টা বাজাবেন ৷ আজ জামুড়িয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিং-এর হয়ে প্রচারে যান তৃণমূলের এই উঠতি নেতা ৷ জামুড়িয়ার রোড শো থেকে আসানসোলের সাংসদ তথা টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কেও নিশানা করেন দেবাংশু ৷

তৃণমূল প্রার্থী হরেরাম সিং-র সমর্থনে আজ জামুড়িয়ার আখলপুর ব্রিজ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন দেবাংশু ৷ যে জনসভায় বিজেপি ও সিপিআইএম প্রার্থীকে আক্রমণ করলেন তিনি ৷ বাবুল সুপ্রিয়কে নিশানা করে বলেন, ‘‘বাবুল সুপ্রিয় আসানসোলের কোনও বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াননি, কারণ সেখান থেকে দাঁড়ালে জমানত বাজেয়াপ্ত হত ৷ সেই কারণেই টালিগঞ্জে গিয়ে ভোটে দাঁড়িয়েছেন ৷’’


আরও পড়ুন :2016 সালের রেজাল্টকে ছাপিয়ে যাবে এ বছর : দেবাংশু

পাশাপাশি সিপিআইএম প্রার্থী ঐশী ঘোষকেও নিশানা করেন দেবাংশু ৷ তাঁর কথায়, ‘‘ঐশী ভোটে জিতে বিধায়ক হলে, জামুড়িয়ার মানুষ তাঁর দেখা পাবেন না ৷ কারণ ঐশী তখন দিল্লিতে গিয়ে কানাইয়া কুমারের সঙ্গে আন্দোলনে ঘণ্টা বাজাবেন ৷’’

আসানসোল, 22 এপ্রিল : সংযুক্ত মোর্চা সমর্থিত জামুড়িয়ার সিপিআইএম প্রার্থী ঐশী ঘোষকে আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ৷ বললেন, ঐশী ভোটে জিতলেও জামুড়িয়ায় থাকবেন না ৷ তিনি দিল্লি গিয়ে কানাইয়া কুমারের সঙ্গে ঘণ্টা বাজাবেন ৷ আজ জামুড়িয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিং-এর হয়ে প্রচারে যান তৃণমূলের এই উঠতি নেতা ৷ জামুড়িয়ার রোড শো থেকে আসানসোলের সাংসদ তথা টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কেও নিশানা করেন দেবাংশু ৷

তৃণমূল প্রার্থী হরেরাম সিং-র সমর্থনে আজ জামুড়িয়ার আখলপুর ব্রিজ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন দেবাংশু ৷ যে জনসভায় বিজেপি ও সিপিআইএম প্রার্থীকে আক্রমণ করলেন তিনি ৷ বাবুল সুপ্রিয়কে নিশানা করে বলেন, ‘‘বাবুল সুপ্রিয় আসানসোলের কোনও বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াননি, কারণ সেখান থেকে দাঁড়ালে জমানত বাজেয়াপ্ত হত ৷ সেই কারণেই টালিগঞ্জে গিয়ে ভোটে দাঁড়িয়েছেন ৷’’


আরও পড়ুন :2016 সালের রেজাল্টকে ছাপিয়ে যাবে এ বছর : দেবাংশু

পাশাপাশি সিপিআইএম প্রার্থী ঐশী ঘোষকেও নিশানা করেন দেবাংশু ৷ তাঁর কথায়, ‘‘ঐশী ভোটে জিতে বিধায়ক হলে, জামুড়িয়ার মানুষ তাঁর দেখা পাবেন না ৷ কারণ ঐশী তখন দিল্লিতে গিয়ে কানাইয়া কুমারের সঙ্গে আন্দোলনে ঘণ্টা বাজাবেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.