আসানসোল, 6 এপ্রিল : ভোটের মুখে আসানসোল উত্তর বিধানসভায় কংগ্রেসে বড়সড় ভাঙন । কংগ্রেস নেতা শাহিদ পারভেজ, ভিনসেন্ট হুইলার, রণবীর সিং-সহ প্রায় 200 কর্মী-সমর্থক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন । শুধু তাই নয়, কংগ্রেস নেতাকর্মীরা তৃণমূলে যোগ দিতেই আসানসোল রাহা লেনের কংগ্রেস অফিসটি রাতারাতি তৃণমূলের কার্যালয়ে পরিণত হল । এদিন আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী মলয় ঘটকের হাত ধরে কংগ্রেস কর্মীরা তৃণমূলে যোগ দেন ।
অসন্তোষের সূত্রপাত প্রার্থী বাছাইয়ের পর থেকে । কংগ্রেসের একাংশ নেতা-কর্মী আসানসোল উত্তর কেন্দ্রের আইএসএফ প্রার্থীকে মেনে নিতে পারেননি । তাঁদের দাবি ছিল, আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়া হোক । কিন্তু সংযুক্ত মোর্চা আসনটি আইএসএফকেই দেয় । এরপর জল্পনা চলছিল, বিক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব নির্দল আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন । কিন্তু সোমবার রাতে সব জল্পনার অবসান হল । এদিন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা-কর্মীরা যোগ দিলেন তৃণমূলে । এইসঙ্গে কংগ্রেস কার্যালয়টি রাতারাতি তৃণমূল কার্যালয়ে পরিণত হল ৷ মলয় ঘটকের হাত ধরে যোগদান পর্ব চলল ৷ মলয় ঘটকের কথায়, এরপর আসানসোল উত্তর কেন্দ্রে কংগ্রেসের আর কোনও সংগঠনই রইল না ।
আরও পড়ুন: জওয়ানের বিরুদ্ধে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, উত্তপ্ত তারকেশ্বর
দলত্যাগী কংগ্রেস নেতা শাহিদ পারভেজ বলেন, "আমরা বারবার দলকে জানানোর পরেও দল আমাদের অসম্মানিত করেছে । সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে থেকে মানুষের কাজ করব ।"
এদিকে, কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, "যারা গিয়েছে তাদের চলে যাওয়ায় কোনও প্রভাব পড়বে না দলে । তারা আগে থেকেই তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখছিল । তবে দলীয় অফিসটিকে তৃণমূলের অফিস বানিয়ে ফেলায় আইনগত ব্যবস্থা নেব ।"