ETV Bharat / city

আসানসোলে 200 কংগ্রেস কর্মী তৃণমূলে, দল বদলাল পার্টি অফিসও - তৃণমূল

কংগ্রেস নেতা-কর্মীরা তৃণমূলে যোগ দিতেই আসানসোল রাহা লেনের কংগ্রেস অফিসটি রাতারাতি তৃণমূলের কার্যালয়ে পরিণত হল ।

200-congress-workers-joined-tmc-at-asansol
200-congress-workers-joined-tmc-at-asansol
author img

By

Published : Apr 6, 2021, 11:49 AM IST

আসানসোল, 6 এপ্রিল : ভোটের মুখে আসানসোল উত্তর বিধানসভায় কংগ্রেসে বড়সড় ভাঙন । কংগ্রেস নেতা শাহিদ পারভেজ, ভিনসেন্ট হুইলার, রণবীর সিং-সহ প্রায় 200 কর্মী-সমর্থক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন । শুধু তাই নয়, কংগ্রেস নেতাকর্মীরা তৃণমূলে যোগ দিতেই আসানসোল রাহা লেনের কংগ্রেস অফিসটি রাতারাতি তৃণমূলের কার্যালয়ে পরিণত হল । এদিন আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী মলয় ঘটকের হাত ধরে কংগ্রেস কর্মীরা তৃণমূলে যোগ দেন ।

অসন্তোষের সূত্রপাত প্রার্থী বাছাইয়ের পর থেকে । কংগ্রেসের একাংশ নেতা-কর্মী আসানসোল উত্তর কেন্দ্রের আইএসএফ প্রার্থীকে মেনে নিতে পারেননি । তাঁদের দাবি ছিল, আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়া হোক । কিন্তু সংযুক্ত মোর্চা আসনটি আইএসএফকেই দেয় । এরপর জল্পনা চলছিল, বিক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব নির্দল আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন । কিন্তু সোমবার রাতে সব জল্পনার অবসান হল । এদিন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা-কর্মীরা যোগ দিলেন তৃণমূলে । এইসঙ্গে কংগ্রেস কার্যালয়টি রাতারাতি তৃণমূল কার্যালয়ে পরিণত হল ৷ মলয় ঘটকের হাত ধরে যোগদান পর্ব চলল ৷ মলয় ঘটকের কথায়, এরপর আসানসোল উত্তর কেন্দ্রে কংগ্রেসের আর কোনও সংগঠনই রইল না ।

আরও পড়ুন: জওয়ানের বিরুদ্ধে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, উত্তপ্ত তারকেশ্বর

দলত্যাগী কংগ্রেস নেতা শাহিদ পারভেজ বলেন, "আমরা বারবার দলকে জানানোর পরেও দল আমাদের অসম্মানিত করেছে । সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে থেকে মানুষের কাজ করব ।"

আসানসোলে 200 কংগ্রেস কর্মী তৃণমূলে

এদিকে, কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, "যারা গিয়েছে তাদের চলে যাওয়ায় কোনও প্রভাব পড়বে না দলে । তারা আগে থেকেই তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখছিল । তবে দলীয় অফিসটিকে তৃণমূলের অফিস বানিয়ে ফেলায় আইনগত ব্যবস্থা নেব ।"

আসানসোল, 6 এপ্রিল : ভোটের মুখে আসানসোল উত্তর বিধানসভায় কংগ্রেসে বড়সড় ভাঙন । কংগ্রেস নেতা শাহিদ পারভেজ, ভিনসেন্ট হুইলার, রণবীর সিং-সহ প্রায় 200 কর্মী-সমর্থক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন । শুধু তাই নয়, কংগ্রেস নেতাকর্মীরা তৃণমূলে যোগ দিতেই আসানসোল রাহা লেনের কংগ্রেস অফিসটি রাতারাতি তৃণমূলের কার্যালয়ে পরিণত হল । এদিন আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী মলয় ঘটকের হাত ধরে কংগ্রেস কর্মীরা তৃণমূলে যোগ দেন ।

অসন্তোষের সূত্রপাত প্রার্থী বাছাইয়ের পর থেকে । কংগ্রেসের একাংশ নেতা-কর্মী আসানসোল উত্তর কেন্দ্রের আইএসএফ প্রার্থীকে মেনে নিতে পারেননি । তাঁদের দাবি ছিল, আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়া হোক । কিন্তু সংযুক্ত মোর্চা আসনটি আইএসএফকেই দেয় । এরপর জল্পনা চলছিল, বিক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব নির্দল আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন । কিন্তু সোমবার রাতে সব জল্পনার অবসান হল । এদিন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা-কর্মীরা যোগ দিলেন তৃণমূলে । এইসঙ্গে কংগ্রেস কার্যালয়টি রাতারাতি তৃণমূল কার্যালয়ে পরিণত হল ৷ মলয় ঘটকের হাত ধরে যোগদান পর্ব চলল ৷ মলয় ঘটকের কথায়, এরপর আসানসোল উত্তর কেন্দ্রে কংগ্রেসের আর কোনও সংগঠনই রইল না ।

আরও পড়ুন: জওয়ানের বিরুদ্ধে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, উত্তপ্ত তারকেশ্বর

দলত্যাগী কংগ্রেস নেতা শাহিদ পারভেজ বলেন, "আমরা বারবার দলকে জানানোর পরেও দল আমাদের অসম্মানিত করেছে । সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে থেকে মানুষের কাজ করব ।"

আসানসোলে 200 কংগ্রেস কর্মী তৃণমূলে

এদিকে, কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, "যারা গিয়েছে তাদের চলে যাওয়ায় কোনও প্রভাব পড়বে না দলে । তারা আগে থেকেই তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখছিল । তবে দলীয় অফিসটিকে তৃণমূলের অফিস বানিয়ে ফেলায় আইনগত ব্যবস্থা নেব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.