আসানসোল, 17 নভেম্বর :মতুয়া, লেপচাদের মতো উন্নয়ন পর্ষদের দাবি জানাল এবার বাউরি সমাজ। পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে এই দাবি মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে । গত 3 নভেম্বর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার বাউরি সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার বাউরি সমাজের প্রতিনিধিরা ডাক পায়নি বলে জানা গেছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন সমিতির সভাপতি রাজবংশী বাউরিও এই বৈঠক সম্পর্কে কিছু জানতে পারেননি বলে জানিয়েছেন।
আজ সাংবাদিক বৈঠক করে রাজবংশী বাউরি জানান, লেপচা, মতুয়াদের মতো উন্নয়ন পর্ষদের দাবি জানাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে বাউরি সমাজ পিছিয়ে আছে। তাই সামগ্রিক উন্নয়নের জন্য উন্নয়ন পর্ষদের প্রয়োজন।"