ETV Bharat / city

Barabani Rural Market: মুখ্যমন্ত্রী আসার আগে সুখবর, বারাবনিতে গ্রামীণ হাট হবে আধুনিক - বারাবনীতে গ্রামীন হাট হবে আধুনিক

বারাবনি ব্লকের দোমোহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বহু বছরের একটি পুরনো হাট আছে (Barabani Rural Market)। সেই হাটকেই প্রায় 87 লক্ষ টাকা খরচ করে তৈরি হবে মার্কেট কমপ্লেক্স (marker complex)।

Barabani rural market to get modern look
Barabani Rural Market
author img

By

Published : Jun 23, 2022, 1:42 PM IST

আসানসোল, 23 জুন: এ বার প্রাচীন গ্রামীণ হাটকে আধুনিক রূপ দেওয়া হবে । বারাবনির দোমোহানিতে এই রকমই একটি হাটকে 87 লক্ষ টাকা ব্যয়ে আধুনিক রূপ দেওয়ার কাজ শুরু হল (Barabani Rural Market)। মুখ্যমন্ত্রী আসার আগেই এই কাজে তোড়জোড় নেওয়া হয়েছে । ইতিমধ্যেই বারাবনির বিডিও, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ অনান্যরা হাট পরিদর্শন করে বিক্রেতাদের একটি তালিকা তৈরি করেছেন । নতুন গড়ে ওঠা মার্কেটিং কমপ্লেক্সে(marker complex)ওই বিক্রেতারাই দোকান পাবেন ।

বারাবনি ব্লকের দোমোহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বহু বছরের একটি পুরোনো হাট আছে । সেই হাটকেই প্রায় 87 লক্ষ টাকা খরচ করে তৈরি হবে মার্কেট কমপ্লেক্স । জানা গিয়েছে, 2017 সালেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই টাকা মঞ্জুর করা হয়েছিল । কিন্তু জমি সংক্রান্ত সমস্যায় কাজটি আটকে পড়েছিল । বর্তমানে সেই সমস্যা মিটেছে । আর তাই দ্রুত কাজটি সম্পন্ন করতে চাইছে ব্লক প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি (Barabani rural market to get modern look)।

এই হাটকে মার্কেটিং কমপ্লেক্স করা হবে । থাকবে শেড, পাটাতন । পানীয় জল, শৌচাগার, নিকাশি ও পার্কিংয়ের উন্নত ব্যবস্থা হবে । যারা হাটে বসেন, তাঁদেরই এই দোকান দেওয়া হবে । দোকানদারদের ভিডিয়ো রেকর্ড করে নাম নথিভুক্ত করেন বিডিও সৌমিত্র প্রতীম প্রধান । তিনি বলেন, "খুব দ্রুত এই পুরনো হাটকে মার্কেট কমপ্লেক্সে পরিণত করা হবে । হাটের দোকানিরাই যাতে সেই দোকানগুলি পান তাই ভিডিয়ো রেকর্ড করে নাম নথিভুক্ত করা হল । যতদিন মার্কেট কমপ্লেক্স তৈরি না হচ্ছে ততদিন স্থানীয় একটি মাঠে এই হাট হবে ।"

হাটকে 87 লক্ষ টাকা ব্যয়ে আধুনিক রূপ দেওয়ার কাজ শুরু হল

আরও পড়ুন: Mamata Banerjee: আসানসোলবাসীকে ধন্যবাদ জানাতে আসছেন মমতা, সভাস্থল পরিদর্শনে পৌরপ্রতিনিধিরা

এই প্রসঙ্গে জেলা পরিষদের সদস্য অসিত সিংহ বলেন, "পুরনো হাটের জমি জবর দখল হয়ে যাচ্ছিল । সেই কারণে হাটটিকে আধুনিক রূপ দেওয়া হবে । মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছেতেই এই উন্নয়ন সম্ভব হচ্ছে ।"

আসানসোল, 23 জুন: এ বার প্রাচীন গ্রামীণ হাটকে আধুনিক রূপ দেওয়া হবে । বারাবনির দোমোহানিতে এই রকমই একটি হাটকে 87 লক্ষ টাকা ব্যয়ে আধুনিক রূপ দেওয়ার কাজ শুরু হল (Barabani Rural Market)। মুখ্যমন্ত্রী আসার আগেই এই কাজে তোড়জোড় নেওয়া হয়েছে । ইতিমধ্যেই বারাবনির বিডিও, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ অনান্যরা হাট পরিদর্শন করে বিক্রেতাদের একটি তালিকা তৈরি করেছেন । নতুন গড়ে ওঠা মার্কেটিং কমপ্লেক্সে(marker complex)ওই বিক্রেতারাই দোকান পাবেন ।

বারাবনি ব্লকের দোমোহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বহু বছরের একটি পুরোনো হাট আছে । সেই হাটকেই প্রায় 87 লক্ষ টাকা খরচ করে তৈরি হবে মার্কেট কমপ্লেক্স । জানা গিয়েছে, 2017 সালেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই টাকা মঞ্জুর করা হয়েছিল । কিন্তু জমি সংক্রান্ত সমস্যায় কাজটি আটকে পড়েছিল । বর্তমানে সেই সমস্যা মিটেছে । আর তাই দ্রুত কাজটি সম্পন্ন করতে চাইছে ব্লক প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি (Barabani rural market to get modern look)।

এই হাটকে মার্কেটিং কমপ্লেক্স করা হবে । থাকবে শেড, পাটাতন । পানীয় জল, শৌচাগার, নিকাশি ও পার্কিংয়ের উন্নত ব্যবস্থা হবে । যারা হাটে বসেন, তাঁদেরই এই দোকান দেওয়া হবে । দোকানদারদের ভিডিয়ো রেকর্ড করে নাম নথিভুক্ত করেন বিডিও সৌমিত্র প্রতীম প্রধান । তিনি বলেন, "খুব দ্রুত এই পুরনো হাটকে মার্কেট কমপ্লেক্সে পরিণত করা হবে । হাটের দোকানিরাই যাতে সেই দোকানগুলি পান তাই ভিডিয়ো রেকর্ড করে নাম নথিভুক্ত করা হল । যতদিন মার্কেট কমপ্লেক্স তৈরি না হচ্ছে ততদিন স্থানীয় একটি মাঠে এই হাট হবে ।"

হাটকে 87 লক্ষ টাকা ব্যয়ে আধুনিক রূপ দেওয়ার কাজ শুরু হল

আরও পড়ুন: Mamata Banerjee: আসানসোলবাসীকে ধন্যবাদ জানাতে আসছেন মমতা, সভাস্থল পরিদর্শনে পৌরপ্রতিনিধিরা

এই প্রসঙ্গে জেলা পরিষদের সদস্য অসিত সিংহ বলেন, "পুরনো হাটের জমি জবর দখল হয়ে যাচ্ছিল । সেই কারণে হাটটিকে আধুনিক রূপ দেওয়া হবে । মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছেতেই এই উন্নয়ন সম্ভব হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.