ETV Bharat / city

কম্বল বিতরণ অনুষ্ঠানে RAF, বিরক্তি প্রকাশ বাবুলের - Asansol

বাবুল সুপ্রিয় বলেন, "আমি সামান্য কম্বল বিতরণ করতে গেছিলাম ৷ আমি যেখানে কম্বল বিতরণ করছিলাম তার পাশের মাঠে রাতারাতি আরও একটি কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ গরিব মানুষ কম্বল পাবে তাতে কোনও আপত্তি নেই ৷ কিন্তু RAF দিয়ে ঘিরে দেওয়া হল ৷ লজ্জাজনক বিষয় ৷ পুলিশ বর্ম পরে, হেলমেট পরে দাঁড়িয়ে ৷ কী হচ্ছে, না কম্বল বিতরণ হচ্ছে ৷ "

Babul Supriyo
বাবুল সুপ্রিয়
author img

By

Published : Dec 29, 2019, 11:30 PM IST

আসানসোল, 29 ডিসেম্বর : "আসানসোলে আমার কোনও অনুষ্ঠান থাকলে তৃণমূলের চারজন নেতার বাড়ি RAF দিয়ে ঘিরে ফেলা হোক । তাহলে দেখবেন আর কোনও অশান্তি হবে না । " আজ আসানসোলে একথা বলেন BJP নেতা তথা স্থানীয় সাংসদ বাবুল সুপ্রিয় ৷ দুপুরে পাণ্ডবেশ্বরে একটি কম্বল বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন বাবুল ৷ গিয়ে দেখেন তাঁর অনুষ্ঠানের জায়গাটি RAF ও পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে ৷ পরে আসানসোল ফিরে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরক্তি প্রকাশ করেন বাবুল ৷

বাবুল বলেন, "আমি সামান্য কম্বল বিতরণ করতে গেছিলাম ৷ আমি যেখানে কম্বল বিতরণ করছিলাম তার পাশের মাঠে রাতারাতি আরও একটি কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ গরিব মানুষ কম্বল পাবে তাতে কোনও আপত্তি নেই ৷ কিন্তু RAF দিয়ে ঘিরে দেওয়া হল ৷ লজ্জাজনক বিষয় ৷ পুলিশ বর্ম পরে, হেলমেট পরে দাঁড়িয়ে ৷ কী হচ্ছে, না কম্বল বিতরণ হচ্ছে ৷ " তিনি আরও বলেন, "RAF কেন দেওয়া হয়েছে ? তাহলে নিশ্চয়ই পুলিশও কোথাও ভাবছে তৃণমূলের ছেলেরা বাবুল সুপ্রিয়কে ইট-পাটকেল মারতে পারে ৷ কিন্তু আমার বিনীত অনুরোধ এভাবে নিজেদের হাস্যকর করবেন না ৷ ওই কালো পোশাকের লোকগুলোকে প্রশিক্ষণ দিয়েছেন, তাদের রাখুন ৷ নিজেদের মধ্যে যখন মারামারি করেন, গোষ্ঠীদ্বন্দ্ব হয়, গুলি চলে সেক্ষেত্রে আপনাদের RAF লাগবে ৷ "

দেখুন ভিডিয়ো...

বাবুল আরও বলেন, "আমার একটি বিনীত অনুরোধ আছে । আসানসোলে আমার কোনও অনুষ্ঠান থাকলে সেদিন তৃণমূলের চারজন নেতার বাড়ি RAF দিয়ে ঘিরে ফেলা হোক এবং তাদের ফোন বন্ধ করে দেওয়া হোক । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে যেরকম জ্যামার লাগানো থাকে, তাদের বাড়ির ছাদে বড় বড় জ্যামার লাগিয়ে দেওয়া হোক । দেখবেন আর কোনও অশান্তি হবে না । "

যদিও ওই চার নেতার নাম প্রকাশ্যে আনেননি বাবুল । এ বিষয়ে তৃণমূল নেতৃত্বকে প্রশ্ন করা হলে তাঁরা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ৷

আসানসোল, 29 ডিসেম্বর : "আসানসোলে আমার কোনও অনুষ্ঠান থাকলে তৃণমূলের চারজন নেতার বাড়ি RAF দিয়ে ঘিরে ফেলা হোক । তাহলে দেখবেন আর কোনও অশান্তি হবে না । " আজ আসানসোলে একথা বলেন BJP নেতা তথা স্থানীয় সাংসদ বাবুল সুপ্রিয় ৷ দুপুরে পাণ্ডবেশ্বরে একটি কম্বল বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন বাবুল ৷ গিয়ে দেখেন তাঁর অনুষ্ঠানের জায়গাটি RAF ও পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে ৷ পরে আসানসোল ফিরে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরক্তি প্রকাশ করেন বাবুল ৷

বাবুল বলেন, "আমি সামান্য কম্বল বিতরণ করতে গেছিলাম ৷ আমি যেখানে কম্বল বিতরণ করছিলাম তার পাশের মাঠে রাতারাতি আরও একটি কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ গরিব মানুষ কম্বল পাবে তাতে কোনও আপত্তি নেই ৷ কিন্তু RAF দিয়ে ঘিরে দেওয়া হল ৷ লজ্জাজনক বিষয় ৷ পুলিশ বর্ম পরে, হেলমেট পরে দাঁড়িয়ে ৷ কী হচ্ছে, না কম্বল বিতরণ হচ্ছে ৷ " তিনি আরও বলেন, "RAF কেন দেওয়া হয়েছে ? তাহলে নিশ্চয়ই পুলিশও কোথাও ভাবছে তৃণমূলের ছেলেরা বাবুল সুপ্রিয়কে ইট-পাটকেল মারতে পারে ৷ কিন্তু আমার বিনীত অনুরোধ এভাবে নিজেদের হাস্যকর করবেন না ৷ ওই কালো পোশাকের লোকগুলোকে প্রশিক্ষণ দিয়েছেন, তাদের রাখুন ৷ নিজেদের মধ্যে যখন মারামারি করেন, গোষ্ঠীদ্বন্দ্ব হয়, গুলি চলে সেক্ষেত্রে আপনাদের RAF লাগবে ৷ "

দেখুন ভিডিয়ো...

বাবুল আরও বলেন, "আমার একটি বিনীত অনুরোধ আছে । আসানসোলে আমার কোনও অনুষ্ঠান থাকলে সেদিন তৃণমূলের চারজন নেতার বাড়ি RAF দিয়ে ঘিরে ফেলা হোক এবং তাদের ফোন বন্ধ করে দেওয়া হোক । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে যেরকম জ্যামার লাগানো থাকে, তাদের বাড়ির ছাদে বড় বড় জ্যামার লাগিয়ে দেওয়া হোক । দেখবেন আর কোনও অশান্তি হবে না । "

যদিও ওই চার নেতার নাম প্রকাশ্যে আনেননি বাবুল । এ বিষয়ে তৃণমূল নেতৃত্বকে প্রশ্ন করা হলে তাঁরা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ৷

Intro:আসানসোলে আমার কোনও অনুষ্ঠান থাকলে তৃণমূলের চারজন নেতার বাড়ি RAF ঘিরে ফেলা হোক। তাহলে দেখবেন আর কোন অশান্তি হবে না। মন্তব্য বাবুল সুপ্রিয়ের। পাণ্ডবেশ্বরে একটি কম্বল বিতরণী অনুষ্ঠানে গিয়ে বাবুল সুপ্রিয় দেখেন তার অনুষ্ঠানস্থল RAF ও পুলিশ দিয়ে ঘেরা। আর তা দেখেই বিরক্ত হয়ে আসানসোলে এসে এমন মন্তব্য করলেন সংসদ কেন্দ্রীয় মন্ত্রী।


Body:আজ সন্ধ্যায় আসানসোলের একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় জানান, "পাণ্ডবেশ্বর আজ আমার একটি কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল। গরিব মানুষদের সেখানে কম্বল বিতরণ করা হচ্ছিল। আমার দলের কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে গিয়ে শুনলাম যে রাতারাতি সেখানে আরেকটি কম্বল বিতরণ অনুষ্ঠান করে দেওয়া হয়েছে। সে ভালো গরিব মানুষেরা যত বেশি কম্বল পাবেন ততই ভালো হবে। কিন্তু অনুষ্ঠানস্থলে গিয়ে দেখলাম চারপাশ ঘিরে রেখেছে RAF এবং বর্ম পরিহিত পুলিশ। আমি সেখানে কম্বল বিতরণ করতে গেছি ইঁট পাটকেল ছুঁড়তে যাইনি। অর্থাৎ পুলিশ সন্দেহ করেছিল যে বাইরে থেকে এসব কেউ করতে পারে। ইট-পাটকেল পড়তে পারে।"
বাবুল সুপ্রিয় আরও বলেন, "আমার একটি বিনীত অনুরোধ আছে, আসানসোলে আমার কোনও অনুষ্ঠান থাকলে সেদিন তৃণমূলের চার নেতার বাড়ি RAF দিয়ে ঘিরে ফেলা হোক এবং তাদের ফোন বন্ধ করে দেওয়া হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়-এ যেরকম জ্যামার লাগানো থাকে, তাদের বাড়ির ছাদে বড় বড় জ্যমার যেমন লাগিয়ে দেওয়া হোক। দেখুন আর কোনো অশান্তি আসানসোলে হবেনা।"



Conclusion:যদিও ওই চার নেতার নাম জানাতে চাননি বাবুল। বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্বকে প্রশ্ন করা হলে তারা কেউই উত্তর দিতে চাইনি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.