আসানসোল, 28 অগাস্ট : তিন বছর আটকে ছিল আসানসোলের কুমারপুর রেল উড়ালপুলের কাজ ৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র উদ্যোগে উড়ালপুল নির্মাণের কাজ ফের শুরু হতে চলেছে ৷ যদিও এ বিষয়ে কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাননি বাবুল ৷
কুমারপুরে GT রোডের উপর একটি রেললাইন রয়েছে ৷ লাইনটি দিয়ে মূলত IISCO কারখানার মালপত্র আসা যাওয়া করে ৷ ফলে মালগাড়ি যাওয়ার জন্য দিনে বেশ কয়েকবার রেলগেট বন্ধ থাকে ৷ আর একবার গেট হলে আধ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ যানজটের জেরে অ্যাম্বুলেন্স আটকে গিয়ে রোগী মৃত্যুর মত ঘটনা পর্যন্ত ঘটেছে ৷ তাই এখানে উড়ালপুলের দাবি এলাকাবাসীর বহু দিনের ৷
2016 সালে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু রেল বাজেটে ঘোষণা করেছিলেন উড়ালপুল নির্মাণের কথা । ঠিক হয়েছিল অর্ধেক টাকা দেবে রেল ৷ বাকি অর্ধেক দেবে SAIL । বাজেট ধার্য হয় 27 কোটি টাকা ৷ কাজও শুরু হয় । কিন্তু এলাকার ব্যবসায়ীদের নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আন্দোলন শুরু করে ৷ কারণ ওই এলাকায় GT রোডের ধারে যে সমস্ত দোকান রয়েছে তার বেশিরভাগই সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছে ৷
ঠিক হয়েছিল উড়ালপুলটি 900 মিটার লম্বা ও 9 মিটার চওড়া হবে । কিন্তু এতে বেঁকে বসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস । বক্তব্য, চওড়া 9 মিটার নয়, 11 মিটার করতে হবে ৷ যদিও রাজ্য সড়কের উপরে 9 মিটারের বেশি চওড়া উড়ালপুল বানানোর নিয়ম নেই । বাবুলের চেষ্টায় মঞ্জুরি মেলে ৷ কিন্তু তারপরও কাজ বন্ধ ।
বাবুল সুপ্রিয় ফের সাংসদ নির্বাচিত হওয়ার পর উড়ালপুলটি নির্মাণের উদ্যোগ নেন ৷ সম্প্রতি জেলাশাসক, রেলের DRM এবং ব্রিজ এন্ড রুফের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি । জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে । বাবুল বলেন, "কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাই না । ব্রিজটি তৈরি হলে নেতা-অভিনেতা থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই ব্যবহার করবেন । "