ETV Bharat / city

বাবুলের উদ্যোগে শুরু থমকে থাকা রেল উড়ালপুল নির্মাণের কাজ - Asansol BJP MP Babul Supriyo take initiative

কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র উদ্যোগে উড়ালপুল নির্মাণের কাজ ফের শুরু হতে চলেছে ৷ যদিও এ বিষয়ে কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাননি বাবুল ৷

পুনরায় শুরু হতে চলেছে রেল উড়ালপুল নির্মাণের কাজ
author img

By

Published : Aug 28, 2019, 1:14 PM IST

Updated : Aug 28, 2019, 6:10 PM IST

আসানসোল, 28 অগাস্ট : তিন বছর আটকে ছিল আসানসোলের কুমারপুর রেল উড়ালপুলের কাজ ৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র উদ্যোগে উড়ালপুল নির্মাণের কাজ ফের শুরু হতে চলেছে ৷ যদিও এ বিষয়ে কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাননি বাবুল ৷

কুমারপুরে GT রোডের উপর একটি রেললাইন রয়েছে ৷ লাইনটি দিয়ে মূলত IISCO কারখানার মালপত্র আসা যাওয়া করে ৷ ফলে মালগাড়ি যাওয়ার জন্য দিনে বেশ কয়েকবার রেলগেট বন্ধ থাকে ৷ আর একবার গেট হলে আধ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ যানজটের জেরে অ্যাম্বুলেন্স আটকে গিয়ে রোগী মৃত্যুর মত ঘটনা পর্যন্ত ঘটেছে ৷ তাই এখানে উড়ালপুলের দাবি এলাকাবাসীর বহু দিনের ৷

বাবুল সুপ্রিয়র বক্তব্য

2016 সালে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু রেল বাজেটে ঘোষণা করেছিলেন উড়ালপুল নির্মাণের কথা । ঠিক হয়েছিল অর্ধেক টাকা দেবে রেল ৷ বাকি অর্ধেক দেবে SAIL । বাজেট ধার্য হয় 27 কোটি টাকা ৷ কাজও শুরু হয় । কিন্তু এলাকার ব্যবসায়ীদের নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আন্দোলন শুরু করে ৷ কারণ ওই এলাকায় GT রোডের ধারে যে সমস্ত দোকান রয়েছে তার বেশিরভাগই সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছে ৷

ঠিক হয়েছিল উড়ালপুলটি 900 মিটার লম্বা ও 9 মিটার চওড়া হবে । কিন্তু এতে বেঁকে বসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস । বক্তব্য, চওড়া 9 মিটার নয়, 11 মিটার করতে হবে ৷ যদিও রাজ্য সড়কের উপরে 9 মিটারের বেশি চওড়া উড়ালপুল বানানোর নিয়ম নেই । বাবুলের চেষ্টায় মঞ্জুরি মেলে ৷ কিন্তু তারপরও কাজ বন্ধ ।

এই সেই রেল লাইন ৷ দেখুন ভিডিয়ো

বাবুল সুপ্রিয় ফের সাংসদ নির্বাচিত হওয়ার পর উড়ালপুলটি নির্মাণের উদ্যোগ নেন ৷ সম্প্রতি জেলাশাসক, রেলের DRM এবং ব্রিজ এন্ড রুফের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি । জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে । বাবুল বলেন, "কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাই না । ব্রিজটি তৈরি হলে নেতা-অভিনেতা থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই ব্যবহার করবেন । "

আসানসোল, 28 অগাস্ট : তিন বছর আটকে ছিল আসানসোলের কুমারপুর রেল উড়ালপুলের কাজ ৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র উদ্যোগে উড়ালপুল নির্মাণের কাজ ফের শুরু হতে চলেছে ৷ যদিও এ বিষয়ে কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাননি বাবুল ৷

কুমারপুরে GT রোডের উপর একটি রেললাইন রয়েছে ৷ লাইনটি দিয়ে মূলত IISCO কারখানার মালপত্র আসা যাওয়া করে ৷ ফলে মালগাড়ি যাওয়ার জন্য দিনে বেশ কয়েকবার রেলগেট বন্ধ থাকে ৷ আর একবার গেট হলে আধ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ যানজটের জেরে অ্যাম্বুলেন্স আটকে গিয়ে রোগী মৃত্যুর মত ঘটনা পর্যন্ত ঘটেছে ৷ তাই এখানে উড়ালপুলের দাবি এলাকাবাসীর বহু দিনের ৷

বাবুল সুপ্রিয়র বক্তব্য

2016 সালে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু রেল বাজেটে ঘোষণা করেছিলেন উড়ালপুল নির্মাণের কথা । ঠিক হয়েছিল অর্ধেক টাকা দেবে রেল ৷ বাকি অর্ধেক দেবে SAIL । বাজেট ধার্য হয় 27 কোটি টাকা ৷ কাজও শুরু হয় । কিন্তু এলাকার ব্যবসায়ীদের নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আন্দোলন শুরু করে ৷ কারণ ওই এলাকায় GT রোডের ধারে যে সমস্ত দোকান রয়েছে তার বেশিরভাগই সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছে ৷

ঠিক হয়েছিল উড়ালপুলটি 900 মিটার লম্বা ও 9 মিটার চওড়া হবে । কিন্তু এতে বেঁকে বসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস । বক্তব্য, চওড়া 9 মিটার নয়, 11 মিটার করতে হবে ৷ যদিও রাজ্য সড়কের উপরে 9 মিটারের বেশি চওড়া উড়ালপুল বানানোর নিয়ম নেই । বাবুলের চেষ্টায় মঞ্জুরি মেলে ৷ কিন্তু তারপরও কাজ বন্ধ ।

এই সেই রেল লাইন ৷ দেখুন ভিডিয়ো

বাবুল সুপ্রিয় ফের সাংসদ নির্বাচিত হওয়ার পর উড়ালপুলটি নির্মাণের উদ্যোগ নেন ৷ সম্প্রতি জেলাশাসক, রেলের DRM এবং ব্রিজ এন্ড রুফের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি । জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে । বাবুল বলেন, "কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাই না । ব্রিজটি তৈরি হলে নেতা-অভিনেতা থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই ব্যবহার করবেন । "

Intro:গত তিন বছর ধরে রাজনীতির লাল ফাঁসের গেরোয় জমি জটে আটকে ছিল কুমারপুর রেল উড়ালপুলের কাজ। কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয়র উদ্যোগে সেই জমিজট কেটে এবার উড়ালপুল তৈরি করার কাজ শুরু হতে চলেছে। যদিও বাবুল সুপ্রিয় বিষয়টি নিয়ে বর্তমানে আর কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাইছেন না।

আসানসোলের কুমারপুর অঞ্চলে জি টি রোডের উপরে একটি রেল লাইন আছে। মূলত এই রেললাইন দিয়ে SAIL এর IISCO কারখানার কাঁচামাল আনা হয় এবং তৈরি হওয়া মাল সরবরাহ হয় । মালগাড়ি যাওয়ার জন্য একবার রেলগেট পড়লে কমপক্ষে আধ ঘন্টার জন্য জিটি রোড অবরুদ্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যপক যানজটের সৃষ্টি হয়। বহুবার এমন ঘটনা ঘটেছে, এম্বুলেন্স দাঁড়িয়ে পড়েছে ওই যানজটে। রোগীর মৃত্যু পর্যন্ত হয়েছে বলেও স্থানীয় বাসিন্দাদের দাবি। প্রায় ৩০ বছর ধরে এই যন্ত্রণা ভোগ করে আসছিল আসানসোলবাসী। ২০১৬ সালে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু রেল বাজেটে ঘোষণা করেন কুমারপুরে ওই রেললাইনের উপরে সেতু বা উড়ালপুল তৈরি করা হবে। ঠিক হয় অর্ধেক টাকা দেবে রেল এবং বাকি অর্ধেক টাকা দেবে সেইল। ২৭ কোটি টাকা বাজেট ধার্য হয়। কাজও শুরু হয়ে যায়। কিন্তু স্থানীয় তৃণমূল নেতারা ওই এলাকার ব্যবসায়ীদের নিয়ে আন্দোলন শুরু করে পূনর্বাসনের জন্য। ওই এলাকার বেশিরভাগ ব্যবসায়ী যারা জি টি রোড এর ধারে দোকান করেন এবং এই সেতু তৈরি হলে যাদের দোকান ভাঙা পড়বে তারা বেশিরভাগই সরকারি জমি দখল করে আছে। তা সত্ত্বেও রেলসেতুর তলায় তাদের দোকান করে দেওয়ার কথা হয়। ঠিক হয়েছিল সেতুটি ৯০০ মিটার লম্বা ও ৯ মিটার চওড়া হবে। কিন্তু
বেঁকে বসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন ৯ চড়াতে হবে না সেতু করতে হবে ১১ মিটার চওড়া । রাজ্য সড়কের উপরে ৯ মিটারের বেশি চওড়া সেতু বানানোর নিয়ম নেই । বাবুল সুপ্রিয় তা সত্ত্বেও বিশেষ অনুমোদন নিয়ে সেতুটিকে 11 মিটার চওড়া করানোর মঞ্জুরি নিয়ে আসেন। তারপরেও কাজ আটকে যায়। কারণ ওই এলাকার একটি জবরদখলকারী হোটেল কিছুতেই সরানো যাচ্ছিল না । অভিযোগ উঠেছিল স্থানীয় কিছু তৃণমূল নেতার মদতেই ওই হোটেলটি জবরদখল করে রাস্তার পাশে থেকে গিয়েছিল। সেতু তৈরি করেছিল ব্রিজ এন্ড রুফ। মাঝপথে তারা কাজ বন্ধ করে দেয়। কারণ জবরদখলকারীদের না সরানোর তাদের দৈনিক সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা করে ক্ষতি হচ্ছিল। তারা মালপত্র গুটিয়ে নিয়ে মাঝপথে চলে যায়। থমকে যায় কুমারপুরে রেল সেতু তৈরির কাজ।
বাবুল সুপ্রিয় পুনরায় আসানসোলের সাংসদ নির্বাচিত হওয়ার পর তিনি সেই রেলসেতুটি তৈরি করতে উঠে পড়ে লাগেন। সম্প্রতি জেলাশাসক, রেলের DRM এবং ব্রিজ এন্ড রূফের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাবুল সুপ্রিয়। তিনি জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। ইতিমধ্যেই ওই হোটেলটিকে সরানোর কাজ শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি ব্রিজের কাজ আবার নতুন করে শুরু হবে। বাবুল বলেছেন "আর রাজনৈতিক কোনো মন্তব্য করতে চাই না। ব্রিজটি তৈরি হলে আসানসোলে নেতা, অভিনেতা, সাধারণ মানুষ প্রত্যেকে এই ব্রিজ ব্যবহার করবেন। তাই সবাই মিলে সহযোগিতা করে এই ব্রিজের কাজ যত তাড়াতাড়ি শেষ হয় সেটাই করতে হবে।


Body:..


Conclusion:
Last Updated : Aug 28, 2019, 6:10 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.