আসানসোল, 5 জুন : স্কুল বন্ধ । চেনা সেই ইউনিফর্মটা কতদিন গায়ে ওঠেনি । তবু ভার্চুয়াল ক্লাসে স্যারেরা এলে জামাটা যেমন তেমন করে গলিয়েই নিত শুভদীপ, সোমনাথ, অর্ঘ, শ্রীকান্তরা । কিন্তু আজ সকাল থেকেই এক অনন্য আনন্দ ওদের । ওরা আসানসোল ইস্টার্ন রেলওয়ে বয়েজ স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্র । 32 জন ছাত্র অনলাইন মিটেই বাড়ি থেকে অংশ নিল বৃক্ষরোপণ কর্মসূচিতে ৷ অভিনব এই উদ্যোগ স্কুলের চেষ্টাতেই হয়েছে বলে জানা গিয়েছে ।
এর আগে আসানসোল ইস্টার্ন রেলওয়ে স্কুলের ছাত্ররা স্কুলের মধ্যেই ভার্টিকাল গার্ডেন করে চমকে দিয়েছিল । প্লাস্টিকের যে বোতল ফেলে দেওয়া হত, সেই বোতলে অভিনব উপায়ে দেওয়ালে ভার্টিকাল গার্ডেন তৈরি করে তারা ।
কিন্তু বছর খানেকের কাছাকাছি স্কুল বন্ধ । নেই টিউশনও । কাছের বন্ধু বা স্যারেদের দেখা সেই মোবাইলে ভিডিও মিটে । তবু যাতে ছাত্ররা একটু অন্য আনন্দ পায়, তার জন্য অন্যরকমের উদ্যোগ নিয়েছেন ইস্টার্ন রেলওয়ে স্কুল ।
স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র জানান, কোভিডের ভয়ানক হতাশা যখন বাচ্চাদের মনকে ঘিরে রেখেছে । তখন ইস্টার্ন রেলওয়ে স্কুলের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর 32 জন ক্ষুদে পড়ুয়া বৃক্ষচারা রোপণ করল ৷ অনলাইন ক্লাসের মাঝেই প্রস্তুতি চলছিল গত কয়েকদিন ধরে ৷ সেটাই পূর্ণাঙ্গ রূপ পেল পরিবেশ দিবসে । বিশ্বনাথবাবু ছাত্রদের উৎসাহ দিতে তাদের ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন । তাঁর আহ্বান এভাবে সব স্কুল যদি ছাত্রছাত্রীদের নিয়ে এরকম গঠনমূলক ভাবনা ভাবে তাহলে এই কঠিন সময়েও ছাত্রছাত্রীরা একটু আনন্দ ও উৎসাহ পায় ।
আরও পড়ুন : সবুজ স্কুটারে নস্ট্যালজিক আজ্জু