আসানসোল, 24 অগস্ট : সিবিআই হেফাজতের মেয়াদ শেষ, এবার বিচারবিভাগীয় হেফাজতে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ বুধবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত (Asansol Special CBI Court) বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল (Trinamool Congress) নেতাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে ৷
গত 11 অগস্ট বোলপুরে নিচুপট্টিতে অনুব্রতর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷ তার পর থেকে দু’ দফায় 14 দিনের জন্য তিনি সিবিআই হেফাজতে ছিলেন ৷ বুধবার ওই হেফাজতের মেয়াদ শেষ হয় ৷
তাঁকে এদিন বেলা 12টা 50 মিনিট নাগাদ আসানসোল আদালতে পেশ করা হয় ৷ প্রায় ঘণ্টাখানেক সওয়াল জবাবের পর বিচারক অনুব্রতকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠান ৷ আগামী 7 সেপ্টেম্বর আবার আদালতে পেশ করতে হবে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডলকে জেরা করতে চাইছে সিবিআই ৷ তাঁকে মোট ন’বার নোটিস পাঠায় সিবিআই ৷ তার মধ্যে মাত্র একবার তিনি কলকাতার নিজাম প্যালেসে গিয়ে হাজিরা দিয়েছিলেন ৷ আর বাকি প্রতিটি ক্ষেত্রেই তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন ৷
শেষ পর্যন্ত 11 অগস্ট সকালে বোলপুরের নিচুপট্টিতে অনুব্রতর বাড়িতে হাজির হয় সিবিআইয়ের একটি দল ৷ তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর 100 জন জওয়ান ৷ অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী ৷ সিবিআই বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে ৷
তার পর বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি করেছে সিবিআই ৷ একটি ব্যাঙ্কের শাখা থেকে প্রায় 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাতিল করেছেন গোয়েন্দারা ৷ এছাড়া অনুব্রতর আত্মীয়দের নামে থাকা একাধিক রাইস মিলেও সিবিআই অভিযান চালিয়েছে ৷ সেখান থেকে একাধিক নথিও বাজেয়াপ্ত করেছে বলে সূত্রের খবর ৷
গরু পাচার কাণ্ডের তদন্তে আবার জেরার মুখে পড়তে হতে পারে অনুব্রতকে ৷ তাঁকে জেলে গিয়েই জেরা করতে পারে সিবিআই ৷ আদালত এই অনুমতিও দিয়েছে বলে সূত্রের খবর ৷ আপাতত আসানসোল আদালতে রয়েছেন বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের সভাপতি ৷
আরও পড়ুন : কোন উপায়ে সম্পদ বৃদ্ধি বিদ্যুৎবরণের, জানা নেই আত্মীয়দের