ETV Bharat / city

করোনা রোগীর দেহ নিয়ে যেতে 4টি ভ্যান কিনল আসানসোল পৌরনিগম - আসানসোল

করোনা রোগীর দেহ বহন করতে 4 টি বিশেষ ভ্য়ান কিনল আসানসোল পৌরনিগম ৷ যার 3টি ভ্যান মহকুমা শাসকের দফতরে দিয়েছে কর্তৃপক্ষ ৷

Asansol Municipality bought 4 vans to take the body of Corona patient
করোনা রোগীর দেহ নিয়ে যেতে 4টি ভ্যান কিনল আসানসোল পৌরনিগম
author img

By

Published : May 11, 2021, 7:37 PM IST

আসানসোল, 11মে : করোনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ এই পরিস্থিতিতে আসানসোলে করোনায় মৃতদের দেহ নিয়ে যেতে 4টি গাড়ি কিনল পৌরনিগম ৷ করোনার রোগীর দেহ নিয়ে যেতে এই বিশেষ ভ্য়ান কেনা হয়েছে ৷ যার মধ্যে মহকুমা শাসকের দফতরে 3টি ভ্যান দেওয়া হয়েছে ৷ একটি রাখা হয়েছে আসানসোল পৌরনিগমে ৷

আরও পড়ুন : নিয়মের তোয়াক্কা না করেই সময়ের পরও বাজার খোলা ভাঙড়ে

এখনও পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়ে 218 জনের মৃত্যু হয়েছে ৷ আগামী দিনে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে, এই আশঙ্কায় 4টি বিশেষ শববাহী গাড়ি কিনেছে আসানসোল পৌরনিগম ৷ ভ্যানগুলিতে একসঙ্গে 2টি দেহ নিয়ে যাওয়া যাবে ৷ এই মুহূর্তে 3টি ভ্যান মহকুমা শাসকের দফতরে দেওয়া হয়েছে ৷ আর একটি ভ্যান আসানসোল পৌরনিগমে রাখা হয়েছে ৷ এ নিয়ে পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামীদিনে প্রয়োজনে আরও ভ্যান কেনা হতে পারে ৷ তবে, তিনি আশা করেন, সেই পরিস্থিতি যেন তৈরি না হয় ৷

আসানসোল, 11মে : করোনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ এই পরিস্থিতিতে আসানসোলে করোনায় মৃতদের দেহ নিয়ে যেতে 4টি গাড়ি কিনল পৌরনিগম ৷ করোনার রোগীর দেহ নিয়ে যেতে এই বিশেষ ভ্য়ান কেনা হয়েছে ৷ যার মধ্যে মহকুমা শাসকের দফতরে 3টি ভ্যান দেওয়া হয়েছে ৷ একটি রাখা হয়েছে আসানসোল পৌরনিগমে ৷

আরও পড়ুন : নিয়মের তোয়াক্কা না করেই সময়ের পরও বাজার খোলা ভাঙড়ে

এখনও পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়ে 218 জনের মৃত্যু হয়েছে ৷ আগামী দিনে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে, এই আশঙ্কায় 4টি বিশেষ শববাহী গাড়ি কিনেছে আসানসোল পৌরনিগম ৷ ভ্যানগুলিতে একসঙ্গে 2টি দেহ নিয়ে যাওয়া যাবে ৷ এই মুহূর্তে 3টি ভ্যান মহকুমা শাসকের দফতরে দেওয়া হয়েছে ৷ আর একটি ভ্যান আসানসোল পৌরনিগমে রাখা হয়েছে ৷ এ নিয়ে পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামীদিনে প্রয়োজনে আরও ভ্যান কেনা হতে পারে ৷ তবে, তিনি আশা করেন, সেই পরিস্থিতি যেন তৈরি না হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.