আসানসোল, 30 অগস্ট : আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন সুধীর কুমার নীলকান্তম । আর দায়িত্ব নিয়েই সক্রিয়ভাবে বেআইনি কয়লা ও বালি পাচার রোধ করতে নেমে পড়েছেন তিনি ৷ এ নিয়ে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের অন্তর্গত সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে । গতকাল থেকেই সালানপুর এবং কুলটিতে অভিযান চালায় পুলিশ ৷ বেআইনিভাবে বালি ও কয়লা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে ৷ আটক করা হয়েছে বেআইনি বালি ও কয়লা পাচারের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে ৷
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার অন্তর্গত রূপনারায়াণপুর ফাঁড়ি, কল্যাণেশ্বরী ফাঁড়ি, সামডি, আলকুশা, জিৎপুর সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয় । এসিপি (কুলটি) ওমর আলি মোল্লা, সালানপুর থানার আধিকারিক, কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উৎপল ঘোষাল, রূপনারায়াণপুর ফাঁড়ির ইনচার্জ রাহুলদেব মণ্ডলের যৌথ অভিযানে জিৎপুর বালিঘাট থেকে 6 হাজার 400 সিএফটি অবৈধভাবে খনন করা বালি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ সেই সঙ্গে নারায়ণ মণ্ডল নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷ সামডি ও আলকুশা থেকে দু’টি কয়লা ডিপোতে হানা দিয়ে 20 টন বেআইনিভাবে খনন করা কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে । অন্যদিকে, কল্যাণেশ্বরী এলাকা থেকে একটি অবৈধ স্ক্রাপ ভর্তি মিনি ট্রাক আটক করা হয় ৷
আরও পড়ুন : Dilip Ghosh : রাজ্যের গাফিলতিতে জঙ্গিদের আশ্রয়স্থল বাংলা, অভিযোগ দিলীপের
একই ভাবে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি এলাকায় কয়লা ভর্তি বস্তা সহ বেশ কয়েকটি সাইকেল আটক করা হয়েছে ৷ সেই সঙ্গে 14 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ বরাকর নদীতে অবৈধ বালিঘাট থেকে আটক করা হয়েছে কয়েক হাজার সিএফটি বালি ৷ পুলিশ জানিয়েছে আটক করা কয়লা ও বালির পরিমাপ চলছে ৷ আগামী দিনে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ ৷
আরও পড়ুন : East Bengal : মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আইএসএলে ইস্টবেঙ্গল এবার 11-তে থাকবে, কটাক্ষ দিলীপের