আসানসোল,14 ফেব্রুয়ারি: ভালোবাসার দিনেই রক্তে রাঙা হয়েছিল পুলওয়ামা । ঠিক এক বছর আগে । পুলওয়ামায় CRPF কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা হয় । এই ঘটনায় প্রাণ হারান 40 জন জওয়ান । আজ শহিদ স্মরণ । দেশের মানুষের সুরক্ষার জন্য জওয়ানরা প্রাণ তুচ্ছ করে লড়াই করছেন । শহিদ পরিবারের প্রত্যেক মানুষের চোখে আজও শোকের অশ্রু মুছে যায়নি । আর তাই আসানসোলে ভ্যালেন্টাইন ডে-তে প্রিয়জনকে গোলাপ নয়, শহিদ স্মরণে ফুল নিবেদন করল আসানসোলের একদল যুবক-যুবতি।
আসানসোল রবীন্দ্রভবনে আসানসোল পৌরনিগমের উদ্যোগে তৈরি হয়েছে আজাদ হিন্দ স্মৃতিসৌধ। আজ সেখানেই একদল যুবক যুবতি আসেন । তাঁরা পুলওয়ামায় নিহত শহিদদের স্মৃতিতে ফুল দেন। পুষ্পার্ঘ্য দিতে আসা এক যুবতি শর্মিষ্ঠা আচার্য জানালেন, "ভালোবাসার দিনে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা অর্পণ করে আত্মতৃপ্তি লাগছে। এর চেয়ে বড় ভালোবাসা আর হয় না। আমাদের কাছে ভ্যালেন্টাইন'স ডে নয়, শহিদ দিবস পালন করাটাই শ্রেয় বলে মনে হয়েছে। তাই ভ্যালেন্টাইনের কোনও স্পেশাল প্ল্যান না করে এখানে আসাটাই গুরুত্ব বেশি আমার কাছে।"
কিন্তু কেন আজাদ হিন্দ স্মৃতি সৌধে শ্রদ্ধা? উত্তরে সুপ্রদীপ মুখোপাধ্যায় নামে এক যুবক জানালেন, "আজাদ হিন্দের শহিদ ও পুলওয়ামার শহিদদের মধ্যে কোনও পার্থক্য নেই আমাদের কাছে। সবাই দেশমাতৃকার জন্য বলিদান দিয়েছেন। তাই আজাদ হিন্দ স্মৃতি সৌধে এসে পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা জানালাম।"