ETV Bharat / city

Anubrata Mondal 7 সেপ্টেম্বর পর্যন্ত কেষ্টর ঠিকানা আসানসোল বিশেষ সংশোধনাগার - আসানসোল বিশেষ সংশোধনাগার

গত 11 অগস্ট গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করে সিবিআই ৷ বুধবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত অনুব্রতকে জেল হেফাজতে পাঠিয়েছে ৷ তাই আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত কেষ্টর ঠিকানা আসানসোল বিশেষ সংশোধনাগার ৷

Anubrata Mondal will be imprisoned in Asansol Special Correctional Home In Cattle Smuggling Case
Anubrata Mondal 7 সেপ্টেম্বর পর্যন্ত কেষ্টর ঠিকানা আসানসোল বিশেষ সংশোধনাগার
author img

By

Published : Aug 24, 2022, 7:07 PM IST

Updated : Aug 24, 2022, 7:34 PM IST

আসানসোল, 24 অগস্ট : আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত আসানসোল বিশেষ সংশোধনাগারে (Asansol Special Correctional Home) জেল হেফাজতে থাকবেন অনুব্রত মণ্ডল । এমনই নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআই কোর্টের (Asansol Special CBI Court) বিচারক রাজেশ চক্রবর্তী । আজ চারদিনের হেফাজত শেষে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) কলকাতা থেকে আসানসোলে সিবিআই (CBI) আদালতে নিয়ে আসা হয় এবং প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষের সওয়াল জবাবের শেষে বিচারক শুনানিতে জানান, 7 সেপ্টেম্বর পর্যন্ত অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতে থাকতে হবে । এই জেল হেফাজতে থাকাকালীন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অনুব্রত মণ্ডলকে জেরা করতে পারে সিবিআই । পাশাপাশি অনুব্রত মণ্ডলের প্রয়োজনীয় সমস্ত চিকিৎসার সুবিধাও দেওয়া হবে ।

বুধবার আদালতে অনুব্রত মণ্ডলকে তোলা হলে অনুব্রতর আইনজীবীরা দাবি করেন, রাজনীতিবিদ বলে তাঁকে টার্গেট করা হয়েছে । এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সিবিআইকে পরিচালনা করছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য । ভোটের ঠিক আগে অনুব্রত মণ্ডলকে নোটিশ দেওয়া হয় ।

Anubrata Mondal will be imprisoned in Asansol Special Correctional Home In Cattle Smuggling Case
আসানসোল আদালতে অনুব্রত মণ্ডল

যদিও সিবিআই আইনজীবী এই তত্ত্বের ঘোর বিরোধিতা করে বলেন, ‘‘সিবিআই স্বতন্ত্র একটি সংস্থা । এবং সিবিআই নিজের মতো কাজ করছে ।’’ অনুব্রত মণ্ডলের আইনজীবীরা আরও প্রশ্ন তোলেন, সায়গলের সম্পত্তি বিষয়ে অনুব্রত মণ্ডল কেন যুক্ত থাকবেন ? সায়গলের সম্পত্তি তাঁর ব্যক্তিগত ব্যাপার । তার সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনও যোগ নেই ।

সিবিআই আইনজীবীরা পাল্টা বলেন, ‘‘গরু পাচারের ক্ষেত্রে এনামুল হকের টাকা সায়গলের মাধ্যমে অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছে যেত এবং কোটি কোটি টাকার সম্পত্তি অনুব্রত মণ্ডল করেছে । সিবিআই দাবি করে অনুব্রত মণ্ডল তাঁর ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ রায়ের নামে বিপুল সম্পত্তি করে রেখেছে ।

অনুব্রত মণ্ডলের আইনজীবীরা প্রশ্ন তোলেন, বীরভূম থেকে মুর্শিদাবাদ গরু নিয়ে যাওয়া কোনও পাচার নয় (Cattle Smuggling Case) । গরুর হাট থেকে গরু কেউ কিনে নিয়ে যেতেই পারে । কিন্তু ক্রস বর্ডার যে পাচার হয়, তার সঙ্গে বিএসএফ যুক্ত । ক্রস বর্ডার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল কোনোভাবেই যুক্ত নন ।

7 সেপ্টেম্বর পর্যন্ত কেষ্টর ঠিকানা আসানসোল বিশেষ সংশোধনাগার

সিবিআই আইনজীবী বারবারই দাবি করেন, গত 14 দিনের হেফাজতে থাকাকালীন অনুব্রত মণ্ডল তদন্তে কোনও সহযোগিতা করেননি । তাই তাঁকে পুনরায় হেফাজতে নিতে চায় সিবিআই । যদিও শেষ পর্যন্ত বিচারক দু’পক্ষের সওয়াল জবাবের শেষে অনুব্রত মণ্ডলকে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত আসানসোল বিশেষ সংশোধনাগারে পাঠালেন ।

আরও পড়ুন : অনুব্রতকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠাল আসানসোলের আদালত

আসানসোল, 24 অগস্ট : আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত আসানসোল বিশেষ সংশোধনাগারে (Asansol Special Correctional Home) জেল হেফাজতে থাকবেন অনুব্রত মণ্ডল । এমনই নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআই কোর্টের (Asansol Special CBI Court) বিচারক রাজেশ চক্রবর্তী । আজ চারদিনের হেফাজত শেষে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) কলকাতা থেকে আসানসোলে সিবিআই (CBI) আদালতে নিয়ে আসা হয় এবং প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষের সওয়াল জবাবের শেষে বিচারক শুনানিতে জানান, 7 সেপ্টেম্বর পর্যন্ত অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতে থাকতে হবে । এই জেল হেফাজতে থাকাকালীন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অনুব্রত মণ্ডলকে জেরা করতে পারে সিবিআই । পাশাপাশি অনুব্রত মণ্ডলের প্রয়োজনীয় সমস্ত চিকিৎসার সুবিধাও দেওয়া হবে ।

বুধবার আদালতে অনুব্রত মণ্ডলকে তোলা হলে অনুব্রতর আইনজীবীরা দাবি করেন, রাজনীতিবিদ বলে তাঁকে টার্গেট করা হয়েছে । এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সিবিআইকে পরিচালনা করছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য । ভোটের ঠিক আগে অনুব্রত মণ্ডলকে নোটিশ দেওয়া হয় ।

Anubrata Mondal will be imprisoned in Asansol Special Correctional Home In Cattle Smuggling Case
আসানসোল আদালতে অনুব্রত মণ্ডল

যদিও সিবিআই আইনজীবী এই তত্ত্বের ঘোর বিরোধিতা করে বলেন, ‘‘সিবিআই স্বতন্ত্র একটি সংস্থা । এবং সিবিআই নিজের মতো কাজ করছে ।’’ অনুব্রত মণ্ডলের আইনজীবীরা আরও প্রশ্ন তোলেন, সায়গলের সম্পত্তি বিষয়ে অনুব্রত মণ্ডল কেন যুক্ত থাকবেন ? সায়গলের সম্পত্তি তাঁর ব্যক্তিগত ব্যাপার । তার সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনও যোগ নেই ।

সিবিআই আইনজীবীরা পাল্টা বলেন, ‘‘গরু পাচারের ক্ষেত্রে এনামুল হকের টাকা সায়গলের মাধ্যমে অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছে যেত এবং কোটি কোটি টাকার সম্পত্তি অনুব্রত মণ্ডল করেছে । সিবিআই দাবি করে অনুব্রত মণ্ডল তাঁর ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ রায়ের নামে বিপুল সম্পত্তি করে রেখেছে ।

অনুব্রত মণ্ডলের আইনজীবীরা প্রশ্ন তোলেন, বীরভূম থেকে মুর্শিদাবাদ গরু নিয়ে যাওয়া কোনও পাচার নয় (Cattle Smuggling Case) । গরুর হাট থেকে গরু কেউ কিনে নিয়ে যেতেই পারে । কিন্তু ক্রস বর্ডার যে পাচার হয়, তার সঙ্গে বিএসএফ যুক্ত । ক্রস বর্ডার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল কোনোভাবেই যুক্ত নন ।

7 সেপ্টেম্বর পর্যন্ত কেষ্টর ঠিকানা আসানসোল বিশেষ সংশোধনাগার

সিবিআই আইনজীবী বারবারই দাবি করেন, গত 14 দিনের হেফাজতে থাকাকালীন অনুব্রত মণ্ডল তদন্তে কোনও সহযোগিতা করেননি । তাই তাঁকে পুনরায় হেফাজতে নিতে চায় সিবিআই । যদিও শেষ পর্যন্ত বিচারক দু’পক্ষের সওয়াল জবাবের শেষে অনুব্রত মণ্ডলকে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত আসানসোল বিশেষ সংশোধনাগারে পাঠালেন ।

আরও পড়ুন : অনুব্রতকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠাল আসানসোলের আদালত

Last Updated : Aug 24, 2022, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.