আসানসোল, 24 অগস্ট : আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত আসানসোল বিশেষ সংশোধনাগারে (Asansol Special Correctional Home) জেল হেফাজতে থাকবেন অনুব্রত মণ্ডল । এমনই নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআই কোর্টের (Asansol Special CBI Court) বিচারক রাজেশ চক্রবর্তী । আজ চারদিনের হেফাজত শেষে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) কলকাতা থেকে আসানসোলে সিবিআই (CBI) আদালতে নিয়ে আসা হয় এবং প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষের সওয়াল জবাবের শেষে বিচারক শুনানিতে জানান, 7 সেপ্টেম্বর পর্যন্ত অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতে থাকতে হবে । এই জেল হেফাজতে থাকাকালীন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অনুব্রত মণ্ডলকে জেরা করতে পারে সিবিআই । পাশাপাশি অনুব্রত মণ্ডলের প্রয়োজনীয় সমস্ত চিকিৎসার সুবিধাও দেওয়া হবে ।
বুধবার আদালতে অনুব্রত মণ্ডলকে তোলা হলে অনুব্রতর আইনজীবীরা দাবি করেন, রাজনীতিবিদ বলে তাঁকে টার্গেট করা হয়েছে । এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সিবিআইকে পরিচালনা করছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য । ভোটের ঠিক আগে অনুব্রত মণ্ডলকে নোটিশ দেওয়া হয় ।
যদিও সিবিআই আইনজীবী এই তত্ত্বের ঘোর বিরোধিতা করে বলেন, ‘‘সিবিআই স্বতন্ত্র একটি সংস্থা । এবং সিবিআই নিজের মতো কাজ করছে ।’’ অনুব্রত মণ্ডলের আইনজীবীরা আরও প্রশ্ন তোলেন, সায়গলের সম্পত্তি বিষয়ে অনুব্রত মণ্ডল কেন যুক্ত থাকবেন ? সায়গলের সম্পত্তি তাঁর ব্যক্তিগত ব্যাপার । তার সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনও যোগ নেই ।
সিবিআই আইনজীবীরা পাল্টা বলেন, ‘‘গরু পাচারের ক্ষেত্রে এনামুল হকের টাকা সায়গলের মাধ্যমে অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছে যেত এবং কোটি কোটি টাকার সম্পত্তি অনুব্রত মণ্ডল করেছে । সিবিআই দাবি করে অনুব্রত মণ্ডল তাঁর ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ রায়ের নামে বিপুল সম্পত্তি করে রেখেছে ।
অনুব্রত মণ্ডলের আইনজীবীরা প্রশ্ন তোলেন, বীরভূম থেকে মুর্শিদাবাদ গরু নিয়ে যাওয়া কোনও পাচার নয় (Cattle Smuggling Case) । গরুর হাট থেকে গরু কেউ কিনে নিয়ে যেতেই পারে । কিন্তু ক্রস বর্ডার যে পাচার হয়, তার সঙ্গে বিএসএফ যুক্ত । ক্রস বর্ডার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল কোনোভাবেই যুক্ত নন ।
সিবিআই আইনজীবী বারবারই দাবি করেন, গত 14 দিনের হেফাজতে থাকাকালীন অনুব্রত মণ্ডল তদন্তে কোনও সহযোগিতা করেননি । তাই তাঁকে পুনরায় হেফাজতে নিতে চায় সিবিআই । যদিও শেষ পর্যন্ত বিচারক দু’পক্ষের সওয়াল জবাবের শেষে অনুব্রত মণ্ডলকে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত আসানসোল বিশেষ সংশোধনাগারে পাঠালেন ।
আরও পড়ুন : অনুব্রতকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠাল আসানসোলের আদালত