ETV Bharat / city

AMC By Poll 2022 আসানসোল পৌর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূলের বিধান উপাধ্যায়

author img

By

Published : Aug 24, 2022, 8:57 AM IST

Updated : Aug 24, 2022, 10:12 AM IST

আসানসোল পৌর উপনির্বাচনের গণনা শুরু হয়েছে (AMC By Poll 2022)৷ শুরু থেকেই বিপুল ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় (Asansol municipal by poll counting)৷

AMC By Poll 2022 counting starts
আসানসোল পৌর উপনির্বাচনের গণনার শুরু, বিপুল ভোটে এগিয়ে বিধান উপাধ্যায়

কলকাতা, 24 অগস্ট: আসানসোল পৌরনিগমের উপনির্বাচনের (AMC By Poll 2022) বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় ৷ তিনি 5 হাজার 477 ভোটে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সুভাশিস মণ্ডললকে পরাজিত করেছেন । শুভাশিষ মণ্ডল পেয়েছেন 1206 টি ভোট ।

6নং ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 21 অগস্ট । বুধবার সকাল 8টা থেকে আসানসোলের মহকুমা শাসকের দফতরে গণনা শুরু হয় । নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল 10,236 জন । তার মধ্যে 83 শতাংশ ভোট পড়েছিল । প্রার্থীরা ছিলেন তৃণমূলের বিধান উপাধ্যায় । অন্যদিকে সিপিআই(এম) প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভাশিস মণ্ডল ৷ বিজেপির পক্ষ থেকে শ্রীদীপ চক্রবর্তী ও কংগ্রেসের পক্ষ থেকে সোমনাথ চট্টোপাধ্যায় ভোটে লড়ছেন । ভোটের দিনেই অবাধ ভোট এবং প্রহসনের অভিযোগ তুলেছিল বিরোধীরা ৷

কলকাতা, 24 অগস্ট: আসানসোল পৌরনিগমের উপনির্বাচনের (AMC By Poll 2022) বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় ৷ তিনি 5 হাজার 477 ভোটে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সুভাশিস মণ্ডললকে পরাজিত করেছেন । শুভাশিষ মণ্ডল পেয়েছেন 1206 টি ভোট ।

6নং ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 21 অগস্ট । বুধবার সকাল 8টা থেকে আসানসোলের মহকুমা শাসকের দফতরে গণনা শুরু হয় । নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল 10,236 জন । তার মধ্যে 83 শতাংশ ভোট পড়েছিল । প্রার্থীরা ছিলেন তৃণমূলের বিধান উপাধ্যায় । অন্যদিকে সিপিআই(এম) প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভাশিস মণ্ডল ৷ বিজেপির পক্ষ থেকে শ্রীদীপ চক্রবর্তী ও কংগ্রেসের পক্ষ থেকে সোমনাথ চট্টোপাধ্যায় ভোটে লড়ছেন । ভোটের দিনেই অবাধ ভোট এবং প্রহসনের অভিযোগ তুলেছিল বিরোধীরা ৷

আরও পড়ুন: জামুড়িয়ায় ভোট লুঠের অভিযোগ, মহকুমা শাসকের দফতরের সামনে ধর্নায় বিজেপি

Last Updated : Aug 24, 2022, 10:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.