আসানসোল, 12 জুলাই: তাঁর বিধানসভার অন্তর্গত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঠিকভাবে মিড ডে মিল দেওয়া হয় না । শিশুদের দেওয়া হচ্ছে না ডিম কিংবা পুষ্টিকর খাবার । স্কুলের শৌচাগারের অবস্থা অস্বাস্থ্যকর । কোনও জলের ব্যবস্থা নেই । সংক্রমণ ছড়াতে পারে যখন তখন । এছাড়াও স্কুল চত্বর আগাছা, জঙ্গলে ভর্তি । সাপের উৎপাত এবং মশা তো আছেই । অভিভাবকদের কাছে এমন অভিযোগ পেয়ে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা হঠাৎ পরিদর্শনে গেলেন নরসমুদা প্রাথমিক বিদ্যালয়ে । সেখানে গিয়ে স্কুলের শৌচাগার থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা সব ঘুরে দেখেন তিনি । প্রধান শিক্ষিকার সঙ্গেও কথা বলেন অগ্নিমিত্রা পল(Agnimitra Paul visits in Asansol school) ।
বিধায়ক বলেন, "যা অভিযোগ শুনেছিলাম সব সত্যি । বাথরুমে জল নেই । বালতি করে ছাত্রছাত্রীদের খাবার জলের জায়গা থেকে নিজেদের জল আনতে হয় । মিড ডে মিলে পুষ্টিকর খাবার নেই । এমনকী ডিম দেওয়া হয় না । শিক্ষিকাদের জিজ্ঞেস করায় তাঁরা অদ্ভুত যুক্তি দিচ্ছেন । বলছেন গরমের জন্য বাচ্চাদের ডিম দেওয়া হচ্ছে না । স্কুলের পরিকাঠামোও খুব খারাপ ।"
আরও পড়ুন: শিশুমৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা, ভাঙচুর আসানসোল জেলা হাসপাতালে
অন্যদিকে নরসমুদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বৈদর্ভী বরাট জানিয়েছেন "আমাদের মূল সমস্যা হল টাকা পাওয়া যাচ্ছে না । টাকার অভাবে স্কুল বিল্ডিংয়ের সংস্কার, স্কুলের রঙ, পাইপ লাইনের কাজ এগুলো কিছুই হচ্ছে না । টাকা মঞ্জুর হলেই স্কুলের শ্রী ফিরবে ।" স্থানীয় তৃণমূল কাউন্সিলর সমিত মাজি বলেন "অগ্নিমিত্রা পল নাটক করতে এসেছেন । এতদিন দেখা যায়নি । 2024-এ ভোট আছে তাই তাঁর আনাগোনা ।"