ETV Bharat / city

Agnimitra Paul : পানীয় জলের কষ্ট শুনেই পিএইচই দফতরে অগ্নিমিত্রা - পাড়ায় পাড়ায় দিদিভাই

মধ্যরাত্রে টাইম কলে পানীয় জল আসছে শুনে জনস্বাস্থ্য কারিগরি দফতরে গেলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra pal in PHE Department for drinking water problem)৷ সম্প্রতি তিনি 'পাড়ায় পাড়ায় দিদিভাই' কর্মসূচি শুরু করেছেন ৷

agnimitra pal in PHE Department for drinking water problem
Agnimitra Paul
author img

By

Published : May 25, 2022, 8:50 PM IST

আসানসোল, 25 মে : মানুষের সমস্যার কথা জানতে তিনি 'পাড়ায় পাড়ায় দিদিভাই' কর্মসূচি শুরু করেছেন । আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল তাঁর বিধানসভার বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং সেখানে মানুষের সমস্যার কথা শুনছেন (Agnimitra pal in PHE Department for drinking water problem)। সম্প্রতি তিনি শুনতে পেয়েছেন যে তার বিধানসভার অন্তর্গত নরসমুদা গ্রামে মধ্যরাত্রে টাইম কলে পানীয় জল আসছে । আর সেই কারণে সারা রাত ধরে মানুষজনকে জল নিতে হচ্ছে ।

শুধু তাই নয়, তাঁর বিধানসভায় আদিবাসী বেশ কয়েকটি গ্রামে তীব্র পানীয় জলের সংকট । আর এই সংকটের কথা জেনেই তিনি এবার গেলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরে । সেখানে গিয়ে তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেন এবং যাতে দ্রুত পানীয় জল পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য ৷

মধ্যরাত্রে টাইম কলে পানীয় জল আসছে শুনে জনসাস্থ্য কারিগরি দফতরে গেলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল

আরও পড়ুন : Paray Paray Didibhai : আসানসোলবাসীদের জন্য অগ্নিমিত্রার পাড়ায় পাড়ায় দিদিভাই !

অগ্নিমিত্রা পাল জানান, যদি পরিষেবা স্বাভাবিক না-হয় তাহলে আগামিদিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা । অন্যদিকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের আসানসোল মেকানিক্যাল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রনি সরকার বলেন "আমি নতুন এসেছি তাই ওই জায়গাগুলি সম্পর্কে আমার খুব বেশি জানা নেই । আমি দ্রুত সমাধান করার চেষ্টা করছি ।"

আসানসোল, 25 মে : মানুষের সমস্যার কথা জানতে তিনি 'পাড়ায় পাড়ায় দিদিভাই' কর্মসূচি শুরু করেছেন । আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল তাঁর বিধানসভার বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং সেখানে মানুষের সমস্যার কথা শুনছেন (Agnimitra pal in PHE Department for drinking water problem)। সম্প্রতি তিনি শুনতে পেয়েছেন যে তার বিধানসভার অন্তর্গত নরসমুদা গ্রামে মধ্যরাত্রে টাইম কলে পানীয় জল আসছে । আর সেই কারণে সারা রাত ধরে মানুষজনকে জল নিতে হচ্ছে ।

শুধু তাই নয়, তাঁর বিধানসভায় আদিবাসী বেশ কয়েকটি গ্রামে তীব্র পানীয় জলের সংকট । আর এই সংকটের কথা জেনেই তিনি এবার গেলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরে । সেখানে গিয়ে তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেন এবং যাতে দ্রুত পানীয় জল পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য ৷

মধ্যরাত্রে টাইম কলে পানীয় জল আসছে শুনে জনসাস্থ্য কারিগরি দফতরে গেলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল

আরও পড়ুন : Paray Paray Didibhai : আসানসোলবাসীদের জন্য অগ্নিমিত্রার পাড়ায় পাড়ায় দিদিভাই !

অগ্নিমিত্রা পাল জানান, যদি পরিষেবা স্বাভাবিক না-হয় তাহলে আগামিদিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা । অন্যদিকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের আসানসোল মেকানিক্যাল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রনি সরকার বলেন "আমি নতুন এসেছি তাই ওই জায়গাগুলি সম্পর্কে আমার খুব বেশি জানা নেই । আমি দ্রুত সমাধান করার চেষ্টা করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.