জামুড়িয়া ,৪ই মে : জামুড়িয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার পনিহাটি গুরুদোয়ারা পাড়ায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ । একাধিক মোটরসাইকেল ও চারচাকা গাড়ি ভাঙচুর করা হয় । এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ।
এ নিয়ে বিজেপির নেতা সন্তোষ সিং বলেন, ‘‘আমাদের এক বিজেপি কর্মী পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছিলেন । ওই বিজেপি কর্মীকে আজ সকালে বাজার থেকে ফেরার পথে তৃণমূলের দুষ্কৃতীরা বাড়ির সামনেই বেধড়ক মারধর করে । দুই বিজেপি কর্মীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে । বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা মোটর সাইকেল ও দু’টি চার চাকার গাড়িতেও ভাঙচুর চালানো হয়’’ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছায় ।
আরও পড়ুন : মমতার শপথের দিন দেশজুড়ে ধর্না বিজেপির
তবে জামুড়িয়ার জয়ী তৃণমূল প্রার্থী হরেরাম সিং কর্মী-সমর্থকদের সংযত থাকতে আবেদন করেছেন । এ নিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শান্তি বৈঠক করবেন বলেও জানান তিনি ৷ হরেরাম সিং জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি তৃণমূলের প্রত্যেক কর্মীকে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন ৷