ETV Bharat / city

ISSF Junior Shooting World Cup : ঘরে ফিরল জুনিয়র শুটিং বিশ্বকাপে রুপো জয়ী শুটার অভিনব সাউ - Youngest Khelo India shooting champion Abhinav Shaw

আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপে (ISSF Junior Shooting World Cup) রুপো জিতে ফিরল আসানসোলের শুটার অভিনব সাউ ৷ এর আগে সে খেলো ইন্ডিয়া শুটিং চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম থেকেছে (Youngest Khelo India shooting champion Abhinav Shaw) ৷ 14 বছরের অভিনব 10 মিটার এয়ার রাইফেলে রুপো জিতেছে ৷ আজ তাকে স্বাগত জানাতেন আসানসোল স্টেশনে ছিল মানুষের ঢল ৷

abhinav shaw Wins Silver Medal in Junior Shooting World Cup Returns Home
Abhinav Show Wins Silver Medal in Junior Shooting World Cup Returns Home
author img

By

Published : May 17, 2022, 2:15 PM IST

আসানসোল, 17 মে : জার্মানিতে আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপে (ISSF Junior Shooting World Cup) রুপো জয় জিতে ফিরল আসানসোলের কিশোর শুটার অভিনব সাউ (Abhinav Shaw wins silver in ISSF Junior Shooting World Cup) ৷ আজ সকালে রাজধানী এক্সপ্রেসে আসানসোলে নামে সে ৷ আর তারপরই তাকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়লেন আসানসোলবাসী ৷ জাতীয় পতাকা, ঢাক-ঢোল বাজিয়ে তাকে স্বাগত জানাল সকলে ৷ উপস্থিত ছিলেন আসানসোল রাইফেল ক্লাবের সদস্যরা ৷

জার্মানিতে সদ্যসমাপ্ত হওয়া আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপের 10 মিটার এয়ার রাইফেল বিভাগে রুপো জিতেছে অভিনব সাউ ৷ মাত্র 14 বছর বয়সেই তাক লাগিয়েছে সে ৷ অভিনব সাউ জানিয়েছে, ‘‘প্রথমবার এত বড় প্রতিযোগিতায় যাওয়া ৷ তাই একটু নার্ভাস ছিলাম ৷ পরে সব ঠিক হয়ে গেল ৷ আগামীতেও আমার এই সাফল্য ধরে রাখার চেষ্টা করব ৷’’

জুনিয়র শুটিং বিশ্বকাপে রুপো জয়ী শুটার অভিনব সাউকে ঘিরে উচ্ছ্বাস

আরও পড়ুন : Lakshya on Thomas Cup Victory : বিশ্বাস ছিল যে কোনও দলকে হারাতে পারি : লক্ষ্য

অভিনব সাউয়ের বাবা রুপেশ কুমার সাউ জানিয়েছেন, ‘‘আমার ছেলের বয়স মাত্র 14 বছর ৷ এত কম বয়সে শুটিংয়ে ইন্টারন্যাশনাল পদক নিয়ে আসা গোটা আসানসোলবাসীর জন্য গর্বের ৷ আগামী দিনে আরও বেশ কয়েকটি প্রতিযোগিতা আছে ৷ সেই কারণে আবারও প্রস্তুতি শুরু ৷ আশা করি আগামী দিনে ও আরও ভাল ফলাফল করবে ৷’’

এদিন আসানসোল রেলস্টেশনে অভিনবকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন আসানসোল রাইফেল ক্লাবের সভাপতি বীরেন্দ্র কুমার ঢল ৷ তিনি জানান ‘‘আসানসোল রাইফেল ক্লাবের জন্য গর্বের বিষয় ৷ অভিনব এত কম বয়সে সফল হয়েছে ৷ আগামী দিনে ও আরও সফলতা পাবে এমনটাই আশা করি ৷’’

আসানসোল, 17 মে : জার্মানিতে আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপে (ISSF Junior Shooting World Cup) রুপো জয় জিতে ফিরল আসানসোলের কিশোর শুটার অভিনব সাউ (Abhinav Shaw wins silver in ISSF Junior Shooting World Cup) ৷ আজ সকালে রাজধানী এক্সপ্রেসে আসানসোলে নামে সে ৷ আর তারপরই তাকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়লেন আসানসোলবাসী ৷ জাতীয় পতাকা, ঢাক-ঢোল বাজিয়ে তাকে স্বাগত জানাল সকলে ৷ উপস্থিত ছিলেন আসানসোল রাইফেল ক্লাবের সদস্যরা ৷

জার্মানিতে সদ্যসমাপ্ত হওয়া আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপের 10 মিটার এয়ার রাইফেল বিভাগে রুপো জিতেছে অভিনব সাউ ৷ মাত্র 14 বছর বয়সেই তাক লাগিয়েছে সে ৷ অভিনব সাউ জানিয়েছে, ‘‘প্রথমবার এত বড় প্রতিযোগিতায় যাওয়া ৷ তাই একটু নার্ভাস ছিলাম ৷ পরে সব ঠিক হয়ে গেল ৷ আগামীতেও আমার এই সাফল্য ধরে রাখার চেষ্টা করব ৷’’

জুনিয়র শুটিং বিশ্বকাপে রুপো জয়ী শুটার অভিনব সাউকে ঘিরে উচ্ছ্বাস

আরও পড়ুন : Lakshya on Thomas Cup Victory : বিশ্বাস ছিল যে কোনও দলকে হারাতে পারি : লক্ষ্য

অভিনব সাউয়ের বাবা রুপেশ কুমার সাউ জানিয়েছেন, ‘‘আমার ছেলের বয়স মাত্র 14 বছর ৷ এত কম বয়সে শুটিংয়ে ইন্টারন্যাশনাল পদক নিয়ে আসা গোটা আসানসোলবাসীর জন্য গর্বের ৷ আগামী দিনে আরও বেশ কয়েকটি প্রতিযোগিতা আছে ৷ সেই কারণে আবারও প্রস্তুতি শুরু ৷ আশা করি আগামী দিনে ও আরও ভাল ফলাফল করবে ৷’’

এদিন আসানসোল রেলস্টেশনে অভিনবকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন আসানসোল রাইফেল ক্লাবের সভাপতি বীরেন্দ্র কুমার ঢল ৷ তিনি জানান ‘‘আসানসোল রাইফেল ক্লাবের জন্য গর্বের বিষয় ৷ অভিনব এত কম বয়সে সফল হয়েছে ৷ আগামী দিনে ও আরও সফলতা পাবে এমনটাই আশা করি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.