আসানসোল, 10 সেপ্টেম্বর : গলায় ক্ষতচিহ্ন ৷ আর সেই ক্ষত দিয়ে ঝরছে রক্ত ৷ সেই অবস্থায় আসানসোল স্টেশন সংলগ্ন রাস্তায় পড়ে রয়েছেন এক ব্যক্তি ৷ আজ ভরদুপুরে এমনই ভয়াবহ দৃশ্য দেখা গেল আসানসোলে ৷ জানা গিয়েছে, গুরুতর জখম ওই ব্যক্তির নাম খুরশিদ আলম ৷ তাঁর বাড়ি আসানসোল উত্তর থানা এলাকার শ্রীনগরে ৷ আজ তাঁকে ওই অবস্থায় দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন ৷ পুলিশ খুরশিদ আলমকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেছে ৷ সেখানে আপাতত তিনি চিকিৎসাধীন ৷
জানা গিয়েছে, খুরশিদ আলম আসানসোলে হকারির কাজ করতেন ৷ লকডাউনের কারণে বর্তমানে তিনি কর্মহীন ছিলেন ৷ আজ বেলার দিকে হঠাৎই খুরশিদ আলমকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ দেখা যায় তাঁর গলায় গভীর একটি ক্ষত রয়েছে ৷ আর সেই ক্ষত দিয়ে অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছে ৷ এমনই অবস্থা যে তিনি কথাও বলতে পারছিলেন না ৷ এই অবস্থায় খুরশিদ আলম শুধু একটি ফোন নম্বর লিখে দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর ৷ স্থানীয়রাই পুলিশে খবর দিয়েছিল ৷ পুলিশ এসে খুরশিদ আলমকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় ৷
আরও পড়ুন : Bansdroni Firing: বাঁশদ্রোণীতে প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ
আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন খুরশিদ আলম ৷ তবে, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, না কি কেউ তাঁকে খুন করার উদ্দেশ্যে গলা কাটার চেষ্টা করেছিল, তা এখনও জানা যায়নি ৷ এর জন্য খুরশিদ আলম সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ পুলিশ সূত্রে খবর প্রাথমিক তদন্তে এটা হামলার ঘটনা বলেই মনে করছেন তদন্তকারীরা ৷ কারণ, যেভাবে খুরশিদ আলমের গলা কাটা হয়েছে, তাতে নিজে থেকে গলায় আঘাত করলে ওই ক্ষত তৈরি হতে পারে না ৷ তবে, পুরো বিষয়টিই এখনও পর্যন্ত অনুমানের উপর রয়েছে ৷ পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ৷ আসানসোল স্টেশন রোড সংলগ্ন সব দোকানে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ হঠাৎ করে সেখানে খুরশিদ আলম কোথা থেকে এলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷
আরও পড়ুন : Gold Smuggling: এনজেপি স্টেশন থেকে উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট, গ্রেফতার 2