আসানসোল, 3 সেপ্টেম্বর: চিটফান্ড মামলায় (Chit Fund Case) হালিশহর পৌরসভার (Halisahar Municipality) চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজু সাহানিকে (Raju Sahani) শুক্রবার গ্রেফতার করেছিল সিবিআই (CBI) ৷ শনিবার তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন (5 days cbi custody for Raju Sahani) ৷
বর্ধমান সনমার্গ নামে একটি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছিল 2014 সালে । প্রথমে সেই মামলার তদন্ত সিআইডি করলেও পরবর্তীকালে উচ্চ আদালতের নির্দেশে 2018 সাল থেকে এই মামলার তদন্ত সিবিআই করছে । ইতিমধ্যেই এই মামলায় বর্ধমান পৌরসভার প্রাক্তন প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই । বর্তমানে অবশ্য তিনি জামিনে মুক্ত রয়েছেন ।
আরও পড়ুন: চিটফান্ড মামলায় গ্রেফতার তৃণমূল নেতা, ফ্ল্যাটে উদ্ধার নগদ 80 লক্ষ ও আগ্নেয়াস্ত্র
শুক্রবার হালিশহরের পৌরপ্রধান রাজু সাহানিকেও গ্রেফতার করে সিবিআই (Halisahar Municipality Chairman Raju Sahani)। তার কাছ থেকে 80 লক্ষ টাকা নগদ এবং একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে সিবিআই (CBI Arrests Halisahar Municipality Chairman Raju Sahani)। শনিবার রাজু সাহানিকে আসানসোল সিবিআই কোর্টে তোলা হয় । তাঁর বিরুদ্ধে অভিযোগ, বর্ধমান সনমার্গের কোনও কর্ণধারের কাছে তিনি টাকা নিয়েছিলেন । যদিও রাজু সাহানির আইনজীবী প্রদীপ কর কোর্টে দাবি করেন, রাজু সাহানির পরিচিত ছিলেন বর্ধমান সনমার্গের কোনও কর্ণধার এবং তাঁর কাছে ব্যবসার জন্য টাকা ধার করেছিল রাজু সাহানি । সেই টাকা পরবর্তীকালে ফেরতও দেয় রাজু । সেই কাগজপত্র সিবিআইকে দেওয়া হয়েছে বলে আদালতে জানিয়েছেন রাজুর আইনজাবী ৷ তাঁর আরও দাবি, যেহেতু রাজু সাহানি রাজনৈতিক ব্যক্তিত্ব । যেহেতু তিনি তৃণমূল করেন, সেই কারণেই তাঁকে হেনস্থা করা হচ্ছে ।
অন্যদিকে সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়, এই ঘটনায় রাজু সাহানিকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে । সেই কারণেই তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই । দু'পক্ষের সওয়াল-জবাব শেষে রাজু সাহানির জামিন নামঞ্জুর করে তাঁকে 5 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷