আসানসোল, 21 মে : এবার মাধ্যমিকে পাশের হার 86.07 শতাংশ । আর সেখানেই ঠিক উলটো রেকর্ড গড়ল আসানসোলের কুলটির মিঠানি হাইস্কুল । এই স্কুলের 47 শতাংশ ছাত্রছাত্রী অনুত্তীর্ণ ।
এবারে মাধ্যমিকে পাশের হার পর্ষদের ইতিহাসে রেকর্ড গড়েছে । এমনই জানিয়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । অন্যদিকে আসানসোল কুলটির মিঠানি হাইস্কুল থেকে এবছর পরীক্ষা দিয়েছিল 232 জন ছাত্রছাত্রী । উত্তীর্ণ হয়েছে 124 জন । অর্থাৎ পাশ করেছে 53 শতাংশ । 47 শতাংশ পাশ করেনি । অভিভাবকরা অবশ্য এর জন্য স্কুলের পরিচালন কমিটি ও প্রধান শিক্ষক বৃন্দাবন পালকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন । অভিভাবকদের একাংশের অভিযোগ, প্রধান শিক্ষকের কারণে স্কুলে সারাবছর অশান্তি লেগেই থাকে । তাই পড়াশোনা না হওয়ায় ছাত্রছাত্রীরা পাশ করতে পারেনি ।
অন্যদিকে প্রধান শিক্ষক বৃন্দাবন পাল অবশ্য ছাত্রছাত্রীদের এই রেজ়াল্টে বেশ সন্তুষ্ট । বলেন, "যে লেভেল থেকে আমরা ছেলেমেয়েদের পাচ্ছি, সেই হিসেবে আমাদের যা রেজ়াল্ট হয়েছে তাতে আমি সন্তুষ্ট । " তবে সেইসঙ্গে এও স্বীকার করেন, ছাত্রছাত্রীদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে । ছাত্রছাত্রীদেরও আরও বেশি পড়াশোনা করতে হবে । তিনি আরও বলেন, "অত্যন্ত দুঃস্থ পরিবার থেকে ছাত্রছাত্রীরা আসে । তাদের অনেকেরই আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ । আমরা যখন পঞ্চম শ্রেণিতে ভরতি নেই তখন শূন্য পাওয়া ছেলেকেও ভরতি নিতে হয় । সেখান থেকে চালিয়ে আমরা এই জায়গায় টেনে নিয়ে আসি । এটা আমাদের ভালো লাগছে । আমরা যদি আরও একটু বেশি পরিশ্রম করি তাহলে তাদের আরও উপরে তুলে নিয়ে যেতে পারব ।"