ETV Bharat / city

Police Officers Transferred : আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের 25 পুলিশ আধিকারিকের বদলি

আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের 25 পুলিশ আধিকারিকের বদলি করল স্বরাষ্ট্র দফতর (25 Police Officers of Asansol-Durgapur Commissionerate are Transferred) ৷ বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ির ওসি এবং আইসি-দের বদলি করা হয়েছে ৷ যেখানে একাধিক থানার আইসি-দের ওসি পদে এবং ওসি-দের ফাঁড়ির আইসি পদে বদলি করা হয়েছে ৷

25 Police Officers of Asansol-Durgapur Commissionerate are Transferred
25 Police Officers of Asansol-Durgapur Commissionerate are Transferred
author img

By

Published : Jun 8, 2022, 1:58 PM IST

আসানসোল, 8 জুন : আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের 25 জন পুলিশ আধিকারিককে একসঙ্গে বদলি করা হল (25 Police Officers of Asansol-Durgapur Commissionerate are Transferred) ৷ যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নিছকই রুটিন বদলি ৷ কিন্তু, একসঙ্গে থানা এবং ফাঁড়ির পুলিশ মিলে 25 জনকে বদলি করার ঘটনা আসানসোল-দুর্গাপুরের আইনশৃঙ্খলার ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ ৷

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (Asansol-Durgapur Commissionerate) এর অন্তর্গত বেশ কয়েকটি বড় থানা ও ফাঁড়ির পুলিশ আধিকারিকদের বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বরাষ্ট্র দফতরের তরফে ৷ কোনও-কোনও ক্ষেত্রে থানার ওসিদের নিয়ে যাওয়া হয়েছে ফাঁড়ির আইসি পদে ৷ আবার ফাঁড়ির আইসি-দেরও কোনও কোনও বিভাগের ওসি করা হয়েছে ৷ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পরেই রীতিমত হইচই পড়ে গিয়েছে পুলিশ মহলে ৷

বারাবনি, চিত্তরঞ্জন, রানীগঞ্জ এবং দুর্গাপুরের কোকোভ্যান থানার ওসি বদলি করা হয়েছে ৷ তেমনই কুলটির নিয়ামতপুর, জামুড়িয়ার কেন্দা, শ্রীপুর, রানিগঞ্জের বল্লভপুর, সালানপুর, রুপনারায়ণপুর, দুর্গাপুরের ফরিদপুর-সহ বিভিন্ন ফাঁড়ির আইসি বদলি করা হয়েছে ৷ জানা গিয়েছে, রুপনারায়ণপুর ফাঁড়ির আইসি রাহুলদেব মণ্ডল গত কয়েকদিনে পুরনো কয়েকটি মামলার সমাধান করে চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন ৷ সেই রাহুলদেব মণ্ডলকে এ বার কমিশনারেটের গোয়েন্দা বিভাগে নিয়ে আসা হয়েছে ৷ মনে করা হচ্ছে তাঁর অপরাধী খোঁজার কৌশলের কারণে তাঁকে গুরুত্বপূর্ণ বিভাগে নিয়ে আসা হয়েছে ৷

আরও পড়ুন : প্রশাসনিক রদবদল কমিশনের, এডিজি আইনশৃঙ্খলা থেকে সরানো হল জাভেদ শামিমকে

ভোটের সময় জামুড়িয়া থানার ওসি সঞ্জীব দে-কে বসিয়ে দেওয়া হয়েছিল ভোট পর্যবেক্ষকদের নির্দেশে ৷ এ বার সেই সঞ্জীব দে-কে দুর্গাপুরের এনটিএস থানার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি সূত্রের দাবি, পুরো বিষয়টি রুটিন বদলি ৷

আসানসোল, 8 জুন : আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের 25 জন পুলিশ আধিকারিককে একসঙ্গে বদলি করা হল (25 Police Officers of Asansol-Durgapur Commissionerate are Transferred) ৷ যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নিছকই রুটিন বদলি ৷ কিন্তু, একসঙ্গে থানা এবং ফাঁড়ির পুলিশ মিলে 25 জনকে বদলি করার ঘটনা আসানসোল-দুর্গাপুরের আইনশৃঙ্খলার ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ ৷

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (Asansol-Durgapur Commissionerate) এর অন্তর্গত বেশ কয়েকটি বড় থানা ও ফাঁড়ির পুলিশ আধিকারিকদের বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বরাষ্ট্র দফতরের তরফে ৷ কোনও-কোনও ক্ষেত্রে থানার ওসিদের নিয়ে যাওয়া হয়েছে ফাঁড়ির আইসি পদে ৷ আবার ফাঁড়ির আইসি-দেরও কোনও কোনও বিভাগের ওসি করা হয়েছে ৷ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পরেই রীতিমত হইচই পড়ে গিয়েছে পুলিশ মহলে ৷

বারাবনি, চিত্তরঞ্জন, রানীগঞ্জ এবং দুর্গাপুরের কোকোভ্যান থানার ওসি বদলি করা হয়েছে ৷ তেমনই কুলটির নিয়ামতপুর, জামুড়িয়ার কেন্দা, শ্রীপুর, রানিগঞ্জের বল্লভপুর, সালানপুর, রুপনারায়ণপুর, দুর্গাপুরের ফরিদপুর-সহ বিভিন্ন ফাঁড়ির আইসি বদলি করা হয়েছে ৷ জানা গিয়েছে, রুপনারায়ণপুর ফাঁড়ির আইসি রাহুলদেব মণ্ডল গত কয়েকদিনে পুরনো কয়েকটি মামলার সমাধান করে চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন ৷ সেই রাহুলদেব মণ্ডলকে এ বার কমিশনারেটের গোয়েন্দা বিভাগে নিয়ে আসা হয়েছে ৷ মনে করা হচ্ছে তাঁর অপরাধী খোঁজার কৌশলের কারণে তাঁকে গুরুত্বপূর্ণ বিভাগে নিয়ে আসা হয়েছে ৷

আরও পড়ুন : প্রশাসনিক রদবদল কমিশনের, এডিজি আইনশৃঙ্খলা থেকে সরানো হল জাভেদ শামিমকে

ভোটের সময় জামুড়িয়া থানার ওসি সঞ্জীব দে-কে বসিয়ে দেওয়া হয়েছিল ভোট পর্যবেক্ষকদের নির্দেশে ৷ এ বার সেই সঞ্জীব দে-কে দুর্গাপুরের এনটিএস থানার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি সূত্রের দাবি, পুরো বিষয়টি রুটিন বদলি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.