আসানসোল, 18 ফেব্রুয়ারি : পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর ৷ আসানসোল উত্তর থানার কাল্লা মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে । আজ 2নং জাতীয় সড়কে একটি লরি বাইকটিতে ধাক্কা মারে বলে অভিযোগ ৷ এরপর বাইকে থাকা 2 আরোহীকে পিষে দিয়ে লরি সহ চালক পালায় ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ বিকেলে 2নং জাতীয় সড়কে দুর্গাপুরের দিকে একটি বাইকে দু‘জন যাচ্ছিলেন । সেই সময় একই দিকে যাওয়া 18 চাকার ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই বাইক আরোহীকে চাপা দেয়। ঘটনাস্থানেই বাইকে থাকা দু’জনের মৃত্যু হয়। উত্তর থানার পুলিশ দেহ দু’টি আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য নিয়ে গেছে। যদিও এখনও পর্যন্ত মৃতদের কোনও পরিচয় জানা যায়নি। পুলিশ গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখে মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে।
আরও পড়ুন : কুয়াশার জেরে পথ দুর্ঘটনা, এগরায় মৃত্য়ু বাইক আরোহীর
স্থানীয় বাসিন্দাদের দাবি, 2নং জাতীয় সড়কের কাল্লা মোড়ে প্রায়শই দুর্ঘটনা ঘটে। রাস্তার উপরে গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য লোহার ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। সেই কারণেই বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি । তারা ব্যারিকেড সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে । এই দুর্ঘটনার ফলে 2নং জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়। পুলিশ দেহ দু’টি সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।