আসানসোল, 20 অক্টোবর : সাংসদ বাবুল সুপ্রিয়র দেখা পাওয়া যায় না ৷ মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারাকেই সমর্থন করেন ৷ এমন দাবি জানিয়েই BJP থেকে তৃণমূলে যোগ দিলেন আসানসোলের শতাধিক বাসিন্দা ৷ CPI(M) থেকেও তৃণমূলে যোগ দিয়েছেন বেশ কয়েকজন ৷ মোট 150 জন তৃণমূলে যোগদান করেন ৷
আসানসোল পুরনিগমের 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁখোয়া গ্রামের স্কুলপাড়া এলাকা ৷ সেখানকারই 150 জন স্থানীয় বাসিন্দা গতকাল তৃণমূলে যোগ দিলেন । মন্ত্রী মলয় ঘটকের দপ্তরে আসেন তাঁরা ৷ মেয়র পারিষদ অভিজিৎ ঘটকের কাছে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন কর্মীরা ।
সদ্য তৃণমূলে যোগদানকারীদের দাবি, BJP ও CPI(M) থেকে এসেই তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন । যোগদানকারীদের বক্তব্য, ''সাংসদ বাবুল সুপ্রিয়কে কখনও এলাকায় দেখা যায় না । সেই কারণে মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারাকে সমর্থন করে তৃণমূলে যোগ দিলাম ।''
মেয়র পারিষদ অভিজিৎ ঘটক বলেন, ''এই এলাকায় তৃণমূলের শক্তি আরও বাড়ল ।'' 2021 বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই রাজনৈতিক অঙ্কের এদিকওদিক হওয়া শুরু হয়েছে ৷ কখনও তৃণমূল থেকে BJP, কখনও BJP থেকে তৃণমূল, কখনও বা CPI(M) থেকে অন্য কোনও দলে যোগদান চলছে ৷