ETV Bharat / business

Tips on Uses of Credit Card: ক্রেডিট কার্ড নেওয়া ও তার সঠিক ব্যবহার কীভাবে হবে ? জেনে নিন - বাজেট অনুযায়ী ক্রেডিট কার্ড বাছা প্রয়োজন

ক্রেডিট কার্ড আজকের যুগের প্রায় প্রত্যেকের কাছেই একটি জরুরি বস্তু ৷ কিন্তু, এই জরুরি বস্তুটি যাতে মাথা ব্যথার কারণ না-হয়ে দাঁড়ায়, সেটাও মাথায় রাখা দরকার ৷ তাই ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্র এবং নেওয়ার পর খরচের ক্ষেত্রেও সঠিক পরিকল্পনা থাকা জরুরি (Tips on Uses of Credit Card) ৷

Tips on Uses of Credit Card ETV BHARAT
Tips on Uses of Credit Card
author img

By

Published : Jan 27, 2023, 3:48 PM IST

হায়দরাবাদ, 27 জানুয়ারি: একটি ক্রেডিট কার্ড শুধুমাত্র সীমিত মাত্রায় ব্যাংকের থেকে ঋণ নিয়ে খরচের মাধ্যম নয় ৷ এটি এমন একটি কার্ড যা অনেক সুবিধা প্রদান করে ৷ যেমন রিওয়ার্ড পয়েন্টস, ক্যাশ ব্যাক ও ডিসকাউন্টের মতো সুবিধাও প্রদান করে ৷ এই প্রেক্ষাপটে, গ্রাহকের প্রয়োজন অনুযায়ী কোন ক্রেডিট কার্ড নেওয়া সঠিক, সেই সিদ্ধান্ত গ্রহণও জরুরি ৷ একজন ব্যক্তির ক্রেডিট কার্ড ব্যবহারের যোগ্যতা নির্ভর করে তার আয় ও ক্রেডিট স্কোরের উপর (Tips How to Use Credit Card Wisely and Effectively) ৷

ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার সময় সংশ্লিষ্ট গ্রাহককে, তাঁর যোগ্যতার ভিত্তিতে তার খরচের পরিমাণ নির্ধারণ করতে হয় ৷ গ্রাহকের আয় ও ক্রেডিট স্কোর ভালো না-হলে, অনেকক্ষেত্রেই বেশি পরিমাণ অর্থের ক্রেডিট কার্ডের আবেদনপত্র খারিজ হয়ে যায় ৷ যা সংশ্লিষ্ট গ্রাহকের ক্রেডিট স্কোরেও প্রভাব ফেলে ৷ যা পরবর্তী সময়ে ক্রেডিট কার্ডের আবেদন করতে বা ব্যাংক ঋণের ক্ষেত্রে প্রভাব ফেলে ৷

কীভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয় ?

আপনি ক্রেডিট কার্ডটি কীভাবে ব্যবহার করবেন ? তা একটি কার্ড বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৷ উদাহরণস্বরূপ, ধরা যাক কোনও গ্রাহক, টু-হুইলার বেশি ব্যবহার করে ৷ সেক্ষেত্রে এমন কার্ড ব্য়বহার করা উচিত যা, পেট্রল কেনার ক্ষেত্রে ক্যাশ ব্যাক ও হাই রিওয়ার্ড পয়েন্টস দেবে ৷ তেমনি যাঁরা ক্রেডিট কার্ডের মাধ্যমে বেশি কেনাকাটা করেন ৷ তাঁদের ক্ষেত্রে বিভিন্ন ওয়েব সাইট ও ব্র্যান্ডের উপর ডিসকাউন্ট কোন কার্ডে পাওয়া যাবে, তা দেখতে হবে ৷ এমনকি সেই সব সুবিধা ও ছাড় কীভাবে কাজ করে, তা ক্রেডিট কার্ড নেওয়ার আগে শর্তাবলীতে ভালো করে যাচাই করে নিতে হবে ৷ তখনই ব্যাংক ও আর্থিক সংস্থার তরফে দেওয়া ওই ক্রেডিট কার্ড নেওয়া উচিক গ্রাহকের ৷

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা:

যে ক্রেডিট কার্ডগুলিতে খরচে উচ্চসীমা রয়েছে সেই কার্ড বাছাই শ্রেয় ৷ তবে, ব্যাংকগুলি আয় এবং ক্রেডিট স্কোরের উপর ভিত্তি করে খরচের সীমা নির্ধারণ করে ৷ তবে, কার্ডের খরচের সর্বোচ্চ সীমা পর্যন্ত ব্যবহার করা, কখনই বুদ্ধিমানের কাজ নয় ৷ আর সবচেয়ে ভালো ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমার 50 শতাংশের বেশি খরচ না-করা ৷ ওই বাকি 50 শতাংশ জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য রেখে দেওয়া উচিত ৷

বাজেট অনুযায়ী ক্রেডিট কার্ড বাছা প্রয়োজন:

আয় অনুযায়ী গ্রাহককে তাঁর ব্যয়ের বাজেট ঠিক করতে হয় ৷ তেমনি ক্রেডিট কার্ডে খরচের ক্ষেত্রেও একটা পরিকল্পনা করে রাখতে হয় ৷ উদাহরণ স্বরূপ, আপনি কিছু কিনতে চান ৷ যদি আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে আপনাকে 10 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে ৷ তাই সবসময় বিচার বিবেচনা করে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে, তা নিশ্চিত করে ক্রেডিট কার্ড ব্যবহার করা প্রয়োজন ৷

হায়দরাবাদ, 27 জানুয়ারি: একটি ক্রেডিট কার্ড শুধুমাত্র সীমিত মাত্রায় ব্যাংকের থেকে ঋণ নিয়ে খরচের মাধ্যম নয় ৷ এটি এমন একটি কার্ড যা অনেক সুবিধা প্রদান করে ৷ যেমন রিওয়ার্ড পয়েন্টস, ক্যাশ ব্যাক ও ডিসকাউন্টের মতো সুবিধাও প্রদান করে ৷ এই প্রেক্ষাপটে, গ্রাহকের প্রয়োজন অনুযায়ী কোন ক্রেডিট কার্ড নেওয়া সঠিক, সেই সিদ্ধান্ত গ্রহণও জরুরি ৷ একজন ব্যক্তির ক্রেডিট কার্ড ব্যবহারের যোগ্যতা নির্ভর করে তার আয় ও ক্রেডিট স্কোরের উপর (Tips How to Use Credit Card Wisely and Effectively) ৷

ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার সময় সংশ্লিষ্ট গ্রাহককে, তাঁর যোগ্যতার ভিত্তিতে তার খরচের পরিমাণ নির্ধারণ করতে হয় ৷ গ্রাহকের আয় ও ক্রেডিট স্কোর ভালো না-হলে, অনেকক্ষেত্রেই বেশি পরিমাণ অর্থের ক্রেডিট কার্ডের আবেদনপত্র খারিজ হয়ে যায় ৷ যা সংশ্লিষ্ট গ্রাহকের ক্রেডিট স্কোরেও প্রভাব ফেলে ৷ যা পরবর্তী সময়ে ক্রেডিট কার্ডের আবেদন করতে বা ব্যাংক ঋণের ক্ষেত্রে প্রভাব ফেলে ৷

কীভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয় ?

আপনি ক্রেডিট কার্ডটি কীভাবে ব্যবহার করবেন ? তা একটি কার্ড বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৷ উদাহরণস্বরূপ, ধরা যাক কোনও গ্রাহক, টু-হুইলার বেশি ব্যবহার করে ৷ সেক্ষেত্রে এমন কার্ড ব্য়বহার করা উচিত যা, পেট্রল কেনার ক্ষেত্রে ক্যাশ ব্যাক ও হাই রিওয়ার্ড পয়েন্টস দেবে ৷ তেমনি যাঁরা ক্রেডিট কার্ডের মাধ্যমে বেশি কেনাকাটা করেন ৷ তাঁদের ক্ষেত্রে বিভিন্ন ওয়েব সাইট ও ব্র্যান্ডের উপর ডিসকাউন্ট কোন কার্ডে পাওয়া যাবে, তা দেখতে হবে ৷ এমনকি সেই সব সুবিধা ও ছাড় কীভাবে কাজ করে, তা ক্রেডিট কার্ড নেওয়ার আগে শর্তাবলীতে ভালো করে যাচাই করে নিতে হবে ৷ তখনই ব্যাংক ও আর্থিক সংস্থার তরফে দেওয়া ওই ক্রেডিট কার্ড নেওয়া উচিক গ্রাহকের ৷

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা:

যে ক্রেডিট কার্ডগুলিতে খরচে উচ্চসীমা রয়েছে সেই কার্ড বাছাই শ্রেয় ৷ তবে, ব্যাংকগুলি আয় এবং ক্রেডিট স্কোরের উপর ভিত্তি করে খরচের সীমা নির্ধারণ করে ৷ তবে, কার্ডের খরচের সর্বোচ্চ সীমা পর্যন্ত ব্যবহার করা, কখনই বুদ্ধিমানের কাজ নয় ৷ আর সবচেয়ে ভালো ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমার 50 শতাংশের বেশি খরচ না-করা ৷ ওই বাকি 50 শতাংশ জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য রেখে দেওয়া উচিত ৷

বাজেট অনুযায়ী ক্রেডিট কার্ড বাছা প্রয়োজন:

আয় অনুযায়ী গ্রাহককে তাঁর ব্যয়ের বাজেট ঠিক করতে হয় ৷ তেমনি ক্রেডিট কার্ডে খরচের ক্ষেত্রেও একটা পরিকল্পনা করে রাখতে হয় ৷ উদাহরণ স্বরূপ, আপনি কিছু কিনতে চান ৷ যদি আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে আপনাকে 10 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে ৷ তাই সবসময় বিচার বিবেচনা করে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে, তা নিশ্চিত করে ক্রেডিট কার্ড ব্যবহার করা প্রয়োজন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.