ETV Bharat / business

Sensex Nifty falls: সাতসকালে ধস শেয়ারবাজারে, 1100 পয়েন্ট পড়ল সেনসেক্স - পড়ল সেনসেক্স

সাতসকালে ধস নামল শেয়ারবাজারে (Sensex Nifty falls)৷ 1,100-রও বেশি পড়ে গেল সেনসেক্সের সূচক ৷ পতন হয়েছে নিফটির সূচকেও (nifty falls in early deals)৷

sensex-falls-over-1100-points-in-early-trade-nifty-dips-below-17200-mark
সাতসকালে ধস শেয়ারবাজারে, 1100 পয়েন্ট পড়ল সেনসেক্স
author img

By

Published : Apr 18, 2022, 11:42 AM IST

মুম্বই, 18 এপ্রিল: বিপুল পতন শেয়ারবাজারে (Sensex Nifty falls)৷ সেনসেক্স পড়ে গেল প্রায় 2 শতাংশ ৷ নিম্নমুখী নিফটিও ৷ ইনফোসিসের শেয়ার প্রায় 9 শতাংশ পড়ে যাওয়ার পরই ধস নামে শেয়ারবাজারে ৷

সপ্তাহের প্রথম দিন সোমবার বাজার খুলতেই 1,116.27 পয়েন্ট পড়ে যায় বম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্সের সূচক (Sensex falls in early deals)৷ সকাল 9.23-এ সূচক ছিল 57,222.66-তে ৷ 291.40 পয়েন্ট অর্থাৎ 1.67 শতাংশ পড়ে গিয়ে নিফটি 50-র (nifty falls in early deals) সূচক দিয়ে দাঁড়ায় 17,184.25 তে ৷ দুটি ক্ষেত্রই বাজার খোলার সময় আগের দিনের থেকে 1.5 শতাংশ এগিয়ে থেকে শুরু করলেও কয়েক মিনিটের মধ্যেই সূচক পড়ে যায় প্রায় 2 শতাংশ ৷

আরও পড়ুন: শেয়ারবাজারে জারি বাজেটের তেজ, সেনসেক্স ছুঁল 50 হাজারের সূচক

সেনসেক্সে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এইচডিএফসি ও এইচডিএফসি ব্যাংক, উইপ্রো এবং টিসিএস ৷ ইনফোসিসের শেয়ার 8.95 শতাংশ পড়ে পৌঁছে যায় 1,592.05 টাকায় ৷ এইচডিএফসি-র শেয়ার 3.35 শতাংশ কমে হয় 1,415.75 টাকা ৷ তবে শেয়ারবাজারের পতনেও লাভের মুখ দেখেছে এনটিপিসি, টাটা স্টিল, এম অ্যান্ড এম, মারুতি সুজুকি ও আইটিসি ৷

সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে ৷ নয়া দাম হয়েছে প্রতি ব্যারেল 113 মার্কিন ডলার ৷ এ দিকে, মার্কিন ডলারের তুলনায় ফের পড়েছে টাকার দাম ৷ প্রায় 24 পয়সা দাম পড়ে প্রতি ডলারের দাম ভারতীয় মুদ্রায় হয়েছে 76.43 টাকা ৷

আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে চাঙ্গা শেয়ারবাজার, সেনসেক্স চড়ল 2000 পয়েন্ট

মুম্বই, 18 এপ্রিল: বিপুল পতন শেয়ারবাজারে (Sensex Nifty falls)৷ সেনসেক্স পড়ে গেল প্রায় 2 শতাংশ ৷ নিম্নমুখী নিফটিও ৷ ইনফোসিসের শেয়ার প্রায় 9 শতাংশ পড়ে যাওয়ার পরই ধস নামে শেয়ারবাজারে ৷

সপ্তাহের প্রথম দিন সোমবার বাজার খুলতেই 1,116.27 পয়েন্ট পড়ে যায় বম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্সের সূচক (Sensex falls in early deals)৷ সকাল 9.23-এ সূচক ছিল 57,222.66-তে ৷ 291.40 পয়েন্ট অর্থাৎ 1.67 শতাংশ পড়ে গিয়ে নিফটি 50-র (nifty falls in early deals) সূচক দিয়ে দাঁড়ায় 17,184.25 তে ৷ দুটি ক্ষেত্রই বাজার খোলার সময় আগের দিনের থেকে 1.5 শতাংশ এগিয়ে থেকে শুরু করলেও কয়েক মিনিটের মধ্যেই সূচক পড়ে যায় প্রায় 2 শতাংশ ৷

আরও পড়ুন: শেয়ারবাজারে জারি বাজেটের তেজ, সেনসেক্স ছুঁল 50 হাজারের সূচক

সেনসেক্সে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এইচডিএফসি ও এইচডিএফসি ব্যাংক, উইপ্রো এবং টিসিএস ৷ ইনফোসিসের শেয়ার 8.95 শতাংশ পড়ে পৌঁছে যায় 1,592.05 টাকায় ৷ এইচডিএফসি-র শেয়ার 3.35 শতাংশ কমে হয় 1,415.75 টাকা ৷ তবে শেয়ারবাজারের পতনেও লাভের মুখ দেখেছে এনটিপিসি, টাটা স্টিল, এম অ্যান্ড এম, মারুতি সুজুকি ও আইটিসি ৷

সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে ৷ নয়া দাম হয়েছে প্রতি ব্যারেল 113 মার্কিন ডলার ৷ এ দিকে, মার্কিন ডলারের তুলনায় ফের পড়েছে টাকার দাম ৷ প্রায় 24 পয়সা দাম পড়ে প্রতি ডলারের দাম ভারতীয় মুদ্রায় হয়েছে 76.43 টাকা ৷

আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে চাঙ্গা শেয়ারবাজার, সেনসেক্স চড়ল 2000 পয়েন্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.